![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
বিকেলের শেষে যেসব আলো হারাবে
তুমি জানো ওদের কথা,
জানো এই শহরের ধোঁয়ার গল্প।
জানো এইখানে প্রেমিকারা ঘাস
জেনেছো আমার একা বারান্দায়,
একাকীত্বের বিষণ্ণ আকাশ।
তবু তুমি গোধূলি
তবু তুমি মেঘ ছুঁয়ে এসেছো দিগন্তের শেষে
আমার শহরে,
উড়ে গেছো ঝড়ে ছেঁড়া ঘুড়িদের বেশে।
অথচ
একই নক্ষত্রের নিচে
এক শহরে থাকা হয়ে গেছে কতো
বয়েস বেড়েছে ঢের একা মানুষের মতো, আমাদের।
তবু বলা হয়নি কখনো
সন্ধ্যার জলসা ভীড়ে
তারাবাতি খুঁজে খুঁজে,
ক্লান্ত শরীরে নীল মদে ডুব দিয়েছি তখনো।
তবু শেষ বিকেলের দিকে আরো একবার চেয়েছি
ভেবেছি তোমাকে
আমার ঘরের সব আলো নিভে যাবার আগে।
অথচ দেখো আমাদের এখনো একুশ
এখন আমরা মলিন রোদের মানুষ।
অথচ লেখা হয়নি একবার
দুটো কথা আমার-ও বলার ছিলো
রাত ঘুম জেগে শব্দ বুনেছি কতো।
রাস্তার বাইরে দাঁড়ালে ছুঁয়ে দেয়া যেতো দূরত্বের কান্না,
আমার ডাকবাক্স ঠিক ঠিক জানতো তোমার ঠিকানা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
রাজসোহান বলেছেন: থেংকু সুমন ভাই
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
অপূর্ব কবিতা....
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ডানা ভাই।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২
ডার্ক ম্যান বলেছেন: রাস্তার বাইরে দাঁড়ালে ছুঁয়ে দেয়া যেতো দূরত্বের কান্না
আমার ডাকবাক্স ঠিক ঠিক জানতো তোমার ঠিকানা ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
রাজসোহান বলেছেন:
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮
শাব্দিক হিমু বলেছেন: তবু বলা হয়নি কখনো
সন্ধ্যার জলসা ভীড়ে
তারাবাতি খুঁজে খুঁজে,
ক্লান্ত শরীরে নীল মদে ডুব দিয়েছি তখনো
বেশ বেশ! শুভ কামনা রেখে গেলাম, কবি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১
রাজসোহান বলেছেন: শুভেচ্ছা নিবেন শব্দ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
ফয়সাল রকি বলেছেন: বাহ. সুন্দর. প্লাস।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২
রাজসোহান বলেছেন: পুত্তুম প্লাসতো দেন নাই।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর কবিতা । শেষ বাক্যটা মন ছুঁয়ে গেল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২
রাজসোহান বলেছেন: আমার কবিতা হয় না ভাই, তবু আপনাদের ভালো লাগে তাই সই।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪
জাহিদ অনিক বলেছেন: অপুর্ব !!
যেন জীবনানন্দ স্বাদ পেলাম
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৩
রাজসোহান বলেছেন: হাহা, জীবনানন্দ!
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩
সাফাত আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ লিখেছেন
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
রাজসোহান বলেছেন: থেংকু ভাই।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
সিগনেচার নসিব বলেছেন: সাবলীল
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ অনেক
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
শরতের ছবি বলেছেন: বেশ ভাল লেগে গেল !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১১
রাজসোহান বলেছেন: বেশ বেশ
১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩
কালীদাস বলেছেন: কি মিয়া কেমন আছ? তোমাকে রেগুলার দেখে ভাল লাগল
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩
রাজসোহান বলেছেন: আছি বেঁচে আছি। রেগুলার আর কই, এসে কবিতা পোষ্ট করে চলে যাই।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।