![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
-
আধপোড়া কতো সিগারেট শুয়ে আছে নীল খাম জুড়ে
কতো প্রেম পুড়ে গেছে অক্ষরে অক্ষরে
এই শহরের তারে;
বৃদ্ধ ওয়েবে লেপ্টে আছে যতো,
এই আমাদের ঘাম-গাঢ় নিশ্বাস,
হেঁয়ালি, অবহেলা, হু, হ্যাঁ,আর দীর্ঘতম চুম্বন।
তাও, সেইসব হিস্ট্রি মুছে ফেলে রাতের অন্ধকারে
ভুলে গেছি বলে চুরি করে ডুবে গেলে মদে
একা ছাদে তারাদের তিমিরে
তাও, ভালো থাকা যাবে?
কাব্যকে ভুলে থাকার রাতে কবিরা ভালো থাকে কবে?
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া +
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
মৌমিতা হোসাইন বলেছেন: প্রশ্নবিদ্ধ নিশীথ...
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭
রাজসোহান বলেছেন: সবসময়
৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারন লিখেছেন।
কাব্যকে ভুলে থাকার রাতে কবিরা ভালো থাকে কবে? দারুণ লাগল।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৭
রাজসোহান বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭
ফয়সাল রকি বলেছেন: পুত্তুম হবার সুযোগ পাই নাই.... পঞ্চম...
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৮
রাজসোহান বলেছেন: ফ তে ফরহাদ রেজা, ফ তে ফয়সাল রকি :3
৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭
জাহিদ অনিক বলেছেন:
কাব্যকে অবহেলা করা রাতে সিগারেট শুয়ে থাক নীল খামে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯
রাজসোহান বলেছেন: বাহ!
৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবি অনিকের কথার সাথে সহমত! আমি আরেকটু বলতে চাই - কবিতা ছাড়া কবিরা নীলখামের ছেঁড়া পাতা। সিগ্রেট এস্ট্রে।
আপনার কবিতায় মুগ্ধ হলাম!
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৪
রাজসোহান বলেছেন: আপনি যতোটা ভালো লিখেন ততটা ভালো দেখে ঈর্ষা জাগে
৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪
রাসেল উদ্দীন বলেছেন: ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর!
কবিতা ভাল লেগেছে!
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৫
রাজসোহান বলেছেন: আর ক্ষতিকর! হাহাহ।
১০| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
পার্থ তালুকদার বলেছেন: কাব্যকে ভুলে থাকার রাতে কবিরা ভালো থাকে কবে?-------- দারুণ ।
শুভকামনা জানবেন।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭
রাজসোহান বলেছেন: ধন্যবাদ পার্থ ভাই
১১| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: কবি কি আর কাব্যকে ভুলে থাকতে পারে !!
সুন্দর হয়েছে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৮
রাজসোহান বলেছেন: এমনও দুঃসময় আসে কবি যখন ভুলে যায় সব!
১২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: লিরিকাল। ভালো লাগছে পড়তে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলেইতো স্বার্থক লেখা মোটামুটি।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭
জেন রসি বলেছেন: সিগারেট, মদ, কবিতা, কবি.......
প্লাস।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪১
রাজসোহান বলেছেন: বহুবছর পর কে যেন প্রিয়তে নিলো একটা কবিতা!
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
লেখার মধ্যে নিঃস্বতার ঘোর বেশ লাগলো ।
ভাল লেগেছে ।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ জানবেন কথন ভাই।
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
নীলপরি বলেছেন: কাব্যকে ভুলে থাকার রাতে কবিরা ভালো থাকে কবে? --
ভালো লাগলো ।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪২
রাজসোহান বলেছেন:
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর কবিতা।
ভালো লেগেছে পড়তে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪৩
রাজসোহান বলেছেন: ধন্যবাদ রুহী
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৭
নীহার দত্ত বলেছেন:
কাব্যকে ভুলে থাকার রাতে কবিরা ভালো থাকে কবে? বাহ বেশ
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ নিবেন দত্ত।
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫২
গ্রীনলাভার বলেছেন: ওয়াও! ওয়াও!! সিগারেট, প্রেম, প্রেমময় কবিতা ভালো জমে।
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
রাজসোহান বলেছেন: থেংকু থেংকু
১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮
বিলিয়ার রহমান বলেছেন: সেই লিখেছেন!!!
আমি মুগ্ধ!
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
রাজসোহান বলেছেন:
২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭
ইমন তোফাজ্জল বলেছেন: আজকাল কোন খালায় খামে কিছু লিখে না । ইনবক্স চেক করো । দেখো আম্মাজান-কন্যারা কি লেকছে
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
রাজসোহান বলেছেন: কেউ কিছু লিখে না।
২১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭
এম আর তালুকদার বলেছেন: কাব্যকে ভুলে থাকার রাতে কবিরা ভালো থাকে কবে?
চমৎকার।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।