![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
অনন্ত আলোর পরে দেখি একা, এক শূন্যতম চাঁদ
কোন কবির বুকে জন্ম হবে বলে নীল বিষাদের;
প্রাচীন এই নগর দু-হাত খুলে আহবানে ডাকছে তার শীতলতম হাওয়া।
যেন মর্গের দ্বার, শব যাত্রার আগে শেষ দীপাবলি।
অথচ, এই নীল আকাশের নিচে নক্ষত্রেরা আমাদের ডেকেছে কতো কাল
কতো কাল হাতে হাত রেখে মানুষ আর শব্দেরা ডুবে গিয়েছে কাব্যের নামে।
অথচ, একদিন সময় আমাদেরও ছিলো
রঙ রঙা সব ফানুশ হারায়ে যাবে বলে অনন্তের পথে, এসেছে আবার ফিরে,
অথচ একদিন সময় আমাদেরও ছিলো
সন্ধ্যে মাঝির নৌকায় আর তোমার প্রিয় চিত্রার তীরে।
০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
রাজসোহান বলেছেন: হ্যাঁ কবিতাইতো মনে হয়।
২| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭
সুমন কর বলেছেন: একটু ঘোর লাগা। তবে ভালো লাগল।
০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
রাজসোহান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকে এর থেকে ভালো পড়ছি। রিসেন্টলি লেখা কি এইটা?
০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪
রাজসোহান বলেছেন: এটাই লাস্ট লেখা। যা লেখা সবই ব্লগে দিই।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর। ভালো লেগেছে।
কেন যেন একটু জীবনানন্দ জীবনানন্দ স্বাদ পেলাম।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
রাজসোহান বলেছেন: কবিতায় উনি যা করে গেছেন তা আর কারও সাধ্য নেই।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
ফয়সাল রকি বলেছেন: এটা গান না কবিতা?
২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
রাজসোহান বলেছেন: গানের কথাই বললাম কবিতায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১:০৩
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: লেখাটা ভালো লেগেছে। এটা কি কবিতা? আরেকটু পরিচর্যা করলে আরো সুন্দর হতে পারতো।