![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
বিষাদেরা কতখানি জমলে, এখানে উৎসব হবে?
কত রাত হলে একা হবে চোখ?
একা কোন রাতের কথা বলো
সেইসব জোছনা জোনাকের কথা বলো,
নৈঃশব্দের কথা বলো
বিষাক্ত নীল কোন দিনের কথা বলো।
একঘেয়ে কোন দুপুরে শূন্য দালানে-
একা হবার কথা বলো,
মদ ফুরিয়ে যাবার আগেই
তোমার দগ্ধ দিনের গল্প বলো।
দূরে সরে যাক স্মৃতির মতো রোদ
দূরে সরে যাক সময়- নিয়ম, বিকেল, ব্যস্ততা
দূরে সরে যাক নগরের ভীড়।
লাল নীল ক্লাউনেরা চত্বর জুড়ে মন খারাপের দেয়াল লিখুক
দূরে সরে যাক কবি, দূরে সরে যাক কাব্য।
অথবা কোন মৃত শালিকের পাশে বসে যেন,
জীবনের কথা বলেছি সারারাত।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০
রাজসোহান বলেছেন: থেংকু শায়মাপু
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮
অপ্রকাশিত ভদ্র পোলা বলেছেন: চমৎকার
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:২৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভদ্দর ফুলা
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
সুমন কর বলেছেন: সুন্দর এবং ভালো লাগা।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ ভাললাগা
+++
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৩
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৩
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভাল লাগল।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৩
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৪
নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর লেখা ।
খুব ভালো লাগলো কথা গুলো
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০২
জাহিদ অনিক বলেছেন:
মৃত শালিকের প্রহর যেন অনন্তকালের।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৮
উম্মে সায়মা বলেছেন: অনেক সুন্দর!
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২
আহমেদ জী এস বলেছেন: রাজসোহান ,
মদ ফুরিয়ে যাবার আগেই মন খারাপের দেয়াল লিখন লিখে গেছেন ।
কতোখানি বিষাদ জমা হলে পরে এমন কবিতা লেখা হয় ?
সুন্দর ।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩
বিজন রয় বলেছেন: বিষাদ, বিষণ্ণতা আর নিঃশব্দতা।
ভাল আছেন??
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২
কালীদাস বলেছেন: ইয়ো। সোহান মিয়া জাইগা উঠতাছে কবিতার ডালি নিয়া। ভুন্ডাবার
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৬
রাজসোহান বলেছেন: কেমন আছ ভাই?
১৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
কমেন্টের রিপ্লাই নাই দেখে কমেন্ট দিলাম না
০৬ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৭
রাজসোহান বলেছেন: কিছু ভালো লাগে না মুন
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!
এক্সসেলেন্টো!!!!!!