![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
এই যে তুমি, তোমার সেইফটিপিনে দল
কদিন আগেও ছিলে
কদিন আগেও বলেছো, এবার ফাল্গুনে কাটাবে আমার ঘরে
তবু কেন? বড্ড বিঁধে গিয়েছিলে গভীরে?
তাই বুঝি?
তাই বুঝি শূন্যতা ছুঁয়ে গেল আমাকে?
তবু এই সব ছাইপাঁশ ভেবে ভেবে সিগারেট ঠোঁটে-
দালানের একদম উপরে উঠে যাই,
নয়তো স্টিভেন পার্কের কোন বেঞ্চিতে বসে এমন বিকেলে
ফুলার রোড হয়ে হেঁটে হেঁটে আসা মানুষ গুণি।
দেখি এইসব মানুষদের ভীড়
শহর জুড়ে যুদ্ধ
বোমারু বিমান - বারুদের গান
মুঠোফোন জুড়ে সব সত্য মিথ্যে খবরে ক্লান্ত হয়ে গেলে
আমারো মনে হয় 'দিক- না সব শান্ত করে'
আসুক না একদিন বোমারু বিমান
এভাবে ধূসর মানুষেরা বাঁচবে কদিন আর?
আমারও-তো মনে হয়
এমন সন্ধ্যে আমার হবার কথা নয়,
শুধু দীর্ঘশ্বাস দীর্ঘতর হয়।
মনে হয়, এই ঝড়ের রাত্তিরে জোনাকির জীবন তাও ভালো
মনে হয়, এমন ঘুমের ভেতর তারাদের মতো নিভে যাক আলো।
এরপর একা ঘরে, রাত নেমে গেলে
দারোয়ানের হুইসেল ক্লান্ত হয়ে গেলে
মানুষেরা ওপাশে ফিরে শুচ্ছে যখন,
তখন ও আমি ভাবি 'মানুষ চেনা দায়'।
সুখ অসুখের মনোলগ
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ জানবেন।
২| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:২৯
চাঙ্কু বলেছেন: তুমিও তালিপরে কুবি হয়ে গেলা? আফসুস
তবে মানুষ চেনা আসলেই দায়!
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২
রাজসোহান বলেছেন: ব্যর্থ মানুষেরাই কুবি হয়। সফলেরা হয় কবি
৩| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪
রাজসোহান বলেছেন: থেংকু।
৪| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪
বিজন রয় বলেছেন: মানুষ চেনা দায়। চেনার দরকার কি?
নিয়মিত হন।
আসেন আগের মতো ব্লগিং করি।
পুত্তুম পিলাস'টি আমার।
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭
রাজসোহান বলেছেন: ধন্যবাদ। নিয়মিত হবার মত সময় আর সুযোগ দুটোই কম ভাই।
৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক আগে থেকেই আমি আপনার কবিতার ভক্ত। ব্যাটে বলে সংযোগ হয় না বলে আপনার কবিতা তেমন পড়া হয় না।
অসম্ভব ভালো লাগলো 'সুখ অসুখের মনোলোগ'।
পুত্তুম প্লাসটা দিতে না পারায় কষ্টিত, বাট দ্বিতীয়টি আমার
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮
রাজসোহান বলেছেন: জেনে উৎসাহিত হলাম ভাই। পিলাসের যুগ সেই কবে চলে গেছে
৬| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেই আমলের প্লাস/মাইনাস বাটনটিও নেই।
পুত্তম পিলাচ দেয়ার জন্য রাজসোহানও আজকাল আর আসে না।
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯
রাজসোহান বলেছেন: পিলাচ বিলুপ্ত হয়েছে ডাইনোসর আমলে ভাই :প
৭| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১
সুমন কর বলেছেন: আগেরটি পড়া ছিল, এবারও খারাপ হয়নি।
+।
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৪
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪১
রাজসোহান বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই। আপনার ফেসবুক এক্টিভিটি ভালো লাগে।
১০| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪
চাঙ্কু বলেছেন: তাইলে ভুল কইছি। তুমি "কবি"
আচ্ছা, তুমি কি আবার দেশে ব্যাক করছ?
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪২
রাজসোহান বলেছেন: জ্বি ভাই দেশে। কোন চাকরি বাকরি নাই। একটা জব ম্যানেজ করে দেন
১১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৮
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল।+++
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪২
রাজসোহান বলেছেন: ধন্যবাদ, শুভ সকাল।
১২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩২
ওমেরা বলেছেন: খুব সুন্দর ।
২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪২
রাজসোহান বলেছেন:
১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গল্প কথায় কবিতা হেয়ে গেল, কখন পড়ে ফেললাম বুঝতেই পারি নাই – দারুনতো হতেই হবে
১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২২
জাহিদ অনিক বলেছেন: চমৎকার +
১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: অপূর্ব।
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ হইছে কিন্তু
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: তুমি আসবে বলে কাছে ডাকবে বলে
ভালোবাসবে ওগো শুধু মোরে
তাই চম্পা বকুল করে গন্ধে অকূল
এই জ্যোৎস্না রাতে মনে পরে।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
যদিও কবিতা ভালো ভাবে বুঝি না। তারপরও ভালো লাগলো।