![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
-
-
তোমার শহরে একটা একটা করে বাতি নিভে গেলে
ঘুমিয়ে গেলে চৌরঙ্গীর সবচেয়ে ক্লান্ত দারোয়ান,
সেলসম্যানেরা সব বিরক্ত হলে রাতভর; স্বপ্নের ভেতর।
অহেতুক কুকুরের ডাক থেমে থেমে এলে,
এমন আশ্বিনের শেষে সব স্বপ্নদের মিথ্যে মনে হয় যদি,
আর ঘুমের দলেরা যদি রাত করে চোখে ফেরে-
যদি একা মনে হয়,
যদি কখনো ক্লান্ত লাগে ওসব নীল দালানের ভীড়ে।
তুমি ফেলে এসো নীল দালানের পরে,
যেখানে জোছনা আছে, আছে জোনাকের রাত
এখানে নক্ষত্র আছে জ্বলে, তার একান্ত ব্যক্তিগত নারীর তরে!
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
কিরমানী লিটন বলেছেন: খুব ভালো লাগলো ...
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। সুন্দর। সুন্দর।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০
রাকু হাসান বলেছেন:
খুব খুব ভালো লিখেছেন । ভালো লাগলো । অনেক দিন আগে আপনার একটি লেখা পড়ছিলাম । পরে ভাবলাম েএখন আর আসেন না । দেখে ভালো লাগছে ।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২
রাজসোহান বলেছেন: আসি না ভাই। মাঝেমাঝে ঢুঁ মারি। পড়ার জন্য থ্যাংক্স।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩
সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও প্রকাশ বেশ অাধুনিক ছিল, কিন্তু শেষে তরে'র ব্যবহারটা বেমানান ।
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সোহান! বেশ ভালো লাগছে। মজার ব্যাপার হইল, তোমার আরো ভালো ভালো কবিতা পড়ছি। কিন্তু কেন যেন এই মাঝারি মানের কবিতা বেশ মনে ধরল!!
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
রাজসোহান বলেছেন: থ্যাংক্স জাদীদ ভাই। কবিতা যে পড়েন জানা গেলো
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভালো লাগলো!!
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ।
৯| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: একটা একটা করে
সব বারি যখন নিভে যায়,
তখন স্বপ্নেরা জেগে ওঠে।
দারুন সুন্দর লিখেছেন।
অনেক ধন্যবাদ।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৮
মলাসইলমুইনা বলেছেন: কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত যেন একটা সাদা রাজ সোয়ান (swan) ভেসে বেড়াল নীল সাগরে ।
সিন্গ্ধ সুন্দর লাগলো আপনার আরো অনেক কবিতার মতোই ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।