নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

ডুবে যাওয়ার গান

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭



-
-
-
-
-
-
-
-
-
-

প্রত্যেকটা রাত তোকে গিলতে গিলতে
আমি বুঝে যাই ফেঁসে গেছি
জাহাজী যেমন,
মনে হয় মাঝ সমুদ্রে ডুবে আছি।
আমি তোর সমুদ্র ছেড়ে
বন্দরে ফিরতে চাইলে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।

প্রত্যেকটা রাত আমি ঢলতে ঢলতে
আমি বুঝে যাই ছুঁয়ে আছি
মাতাল যেমন,
মনে হয় তোর মদে ডুবে আছি একশো বছর।
আর তোকে ছেড়ে ফিরতে চেয়ে ঘরে -
তবু তোর কাছে ফিরে এলে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।

তবু ছাড়তে ছাড়তে তোকে
ঘরে ফিরতে ফিরতে একা,
এবারো বসন্ত এসেছে যেভাবে
সেভাবে তোকে আমি চাইছি।

প্রত্যেকটা দুপুর আমি এপাশ ওপাশ ফিরে শুলে
আমি বুঝে যাই বিঁধে আছি
দেয়াল লেখা যেমন,
মনে হয় তোর সেইফটিপিনে আটকে আছি।
আর তোকে ছেড়ে - টেড়ে শহুরে দেয়ালে
লেপ্টে যেতে চাইলে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।

প্রত্যেকটা সন্ধ্যেতে এসব কানাগলি ধরে হেঁটে এলে
আমি বুঝে যাই আটকে আছি
সমুদ্র যেমন,
মনে হয় তোকে বালির মতো ছুঁয়ে ফিরে যাচ্ছি স্রোতে।
আর তোকে ছেড়ে - সত্যি যেতে চাইলে দূরে
সৈকতে ফিরে আসবনা বলে,
আবার আসতে হলে ফিরে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।

আমি রোজ রোজ ফেঁসে গিয়ে
কত রাতে তোর আঁচলের আলো পুড়িয়েছি হাতে,
আমি রোজ রোজ ভেসে এসে
নক্ষত্রের এই আকাশের নিচে শুয়ে
তোর ঠোঁটে কথা বলেছি সারারাত।

তবু ছাড়ব ছাড়ব করে তোকে
ঘরে ফিরতে ফিরতে একা,
এবারো বসন্ত এসেছে যেভাবে
সেভাবে তোকে আমি চাইছি।

মন্তব্য ১৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: কবিতায় তেজ নেই। ধারও নেই।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

রাজসোহান বলেছেন: এতো তেজী আর ধারালো কবিতা লিখে কী হবে?

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সাইন বোর্ড বলেছেন: একটু লম্বা হলেও বেশ ভাল লেগেছে ।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

অশ্রু সিক্ত তোমার স্মৃতি বলেছেন: সবাইকে ১দিন না ফেরার দেশে চলে যেতে হবে সুদ স্মৃতি গুলা পরে থাকবে ১দিন আবার সেই স্মৃতি গুলা সবাই ভুলে যাবে আটাও নিওম

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০১

রাজসোহান বলেছেন: সুদ স্মৃতি কী?
আটাও নিওম কী?

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটা সময় ছিল আপনার পোস্ট আসা মাত্রই ক্লিকের পর ক্লিক পড়ত। এখন আর আগের মতো লিখেন না। কেন?

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০২

রাজসোহান বলেছেন: ঐ একটা সময় চলে গেছে ভাই।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতার আকুতিগুলো সুন্দর। ভাল লেগেছে। লেগে থাকা, বিঁধে থাকা....

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ, শুভ সকাল।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: একটু বড় হয়ে যাওয়াতে, একই অনুভূতিগুলো ফিরে ফিরে এসেছে.......

তবে পড়তে ভালো লাগল। +।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২১

রাজসোহান বলেছেন: ধন্যবাদ, শুভ সকাল।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

হাসান মাহবুব বলেছেন: nice

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০

রাজসোহান বলেছেন: ধন্যবাদ, শুভ সকাল।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

নীল আকাশ বলেছেন: নিঘাদ প্রেমের জলে ডুবানো কবিতা.....নাকি নি:সংগতার তীব্র আর্তনাদ????

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২

রাজসোহান বলেছেন: আর্তনাদ।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পুত্তুম প্লাস

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

রাজসোহান বলেছেন: সেই জমানা আর নাই।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এতো তেজী আর ধারালো কবিতা লিখে কী হবে?

তাও ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.