![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
-
-
তুমি জানো না
তুমি জানো-ও না
তুমি চলে গেলে
এই তিতাস তার ঢেউ হারিয়ে ফেলে
ডিঙ্গি নৌকোয় ভাসে না কেউ আর
তুমি জানোও না কী অন্ধকার হয়
কীযে বিষাদ আসে এই চাঁদে
মেঘ থেকে মেঘে ভেসে ভেসে,
তুমি ডুবে গেলে পশ্চিমে!
তুমি জানো না? জানোনা?
ছুটির দুপুরে ছুঁয়ে দেবার অভ্যাস আমার
মাসের পর মাস - অসভ্য বিন্যাস
ওই চুল - খোপা - দাগ জানে
অথচ তুমি জানোনা?
তুমি জানোনা
এখানে বসন্ত আসে আগের মতোই
কাশফুল ফোটে নিয়মে
তবু তোমার জন্য, তুমি নির্জন রবে বলে
আমি দূর থেকে আরো দূরে চলে যাই
এক পা - দুপা করে
দূর থেকে আরো দূরে
তোমাকে ফেলে
বিসর্জনের প্রেমে, কালো তিতাসের জলে।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯
অলিভিয়া আভা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। বিসজর্ন, কালো তিতাসের জলে।
৪| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৬
অভি চৌধুরী বলেছেন: সুন্দরতো
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪
নজসু বলেছেন:
বিরহী প্রতীক্ষা ভালো লাগে।
প্রতীক্ষার বিরহও ভালো লাগে।
কেমন একটা চাপা কষ্ট।
চাপা অভিমান।