![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
জানালার ধারে বসে আকাশ দেখিআকাশপানে মেঘেরা ভেসে বেড়ায়সেই মেঘে খেলা করে মেঘপরীদের দলদিবারাত্রি এসে ছুঁয়ে দিয়ে যায়মনের গহীন কোণমেঘ্পরীকে যখনই বলি -মেঘপরী ,শুনে যাও একটুখানিমেঘপরী দৌড়ে পালিয়ে যায় তখনিবৃষ্টিতে ভিজে মেঘপরী যখনএসে বসে আমার জানালার পাশেকি যে ভালো লাগে , শুধুই গল্প করতেইচ্ছে করেকিন্তু হায় , আচমকাই মেঘপরী উড়ে যায়কাজ যে বড্ড বেশি তার , দিতে হবেসময়ের দামআমার সাথে কথা বলবে কেনো সেমিছে ?খোলা জানালার পাশে শুন্য দৃষ্টিমেলেমেঘ্পরীর আসা যাওয়ার সাক্ষী হইআমি ক্ষণে ক্ষণেকখনো সাদা কখনো কালো আবারকখনো নীল কিংবা বেগুনি হয়েমেঘ্পরী অমলিন হয়ে রয় আমার অন্তহীনকাব্যের পংক্তিতেএকটি দুটি করে আমার অলস সময়গুলোকেটে যায়মেঘ্পরীর ফিরে আসার প্রহর গুনে গুনে ||
©somewhere in net ltd.