![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি। ক্রিনেট
ওবায়দুল কাদেরের ভয় মির্জা ফখরুলে অন্যদিকে আমাদের ভয়টা ফেসবুক ট্রেন্ডে।
কেউ চিকন পিনের চার্জারে, কেউ মরে যেতে, কেউ এই ধরেন খুশির ঠেলায় কেউবা ১০ বছরের চ্যালেঞ্জে। এটা চলতে মানা নেই, তবে এই অতি আবেগপ্রবণ জাতি যাতে দূর্ঘটনার শিকার না হয় সে ভয়ই কাজ করে।
আমরা সবার গা ভাসানোতে অপেক্ষা করি।
চাই, সাবেক বদি বলুক
২০০৯- বদি
২০১৯- বৌদি।
কিন্তু কিছু চাওয়া পূরণ হয় না। হয় না, কল্পনাও৷ তবে নতুন বছরের যেতে মানা নেই।
নতুন বছরের চমকটা মন্ত্রীসভায় থাকলেও বেশি চমকটা দেখিয়েছে পুরান ঢাকা। এতো জাঁকজমকপূর্ণ সাকরাইন উৎসব হয়তো চোখে কম পড়ছে।
তবুও চোখ এড়িয়ে যেতে পারেননি, ডেভিট ওয়ার্নার। কখন ডান হাতে, কখনও বাম হাতে৷ ব্যাটিং নৈপুণ্যতা মাতিয়ে রেখেছিলেন পুরো দর্শককে।
কিন্তু দর্শকরা সবসময় মাতামাতিতে থাকেনা। টিআইবি রিপোর্ট ও তাই বলে। এখনকার দর্শকরা গম্ভীরমুখি।
অথচ ভুলে গেলেন, নিরবতা যে সমর্থনের লক্ষণ।
লক্ষণ যাই হোক, এদেশে সালমান-জেসিয়ারা যে কতটা বিপদজনক সেটা তাদের পাশের বাসার লোকজনরাই ভালো বুঝে।
এসবে প্রমাণও হয়, এদেশে ভাংচুর শুধু রাজনৈতিক দলগুলায় করে না, জেসিরাও করে...
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের দখলে চলে গেছে।