নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াজ ১০৫

রিয়াজ ১০৫ › বিস্তারিত পোস্টঃ

প্রসংগটা যখন তামিমের ম্যাগী নুডুলস রান্না...

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩০

Expectation টা তাকে ঘিরেই হয় যে স্বপ্ন দেখায়।
বাংলাদেশের ক্রিকেটে CLASS শব্দটার প্রচলন
আশরাফুলের হাত ধরে আর সেটাকে একধাপ এগিয়ে
নিয়েছিল তামিম। আর তাই তামিমকে ঘিরেই ১৬
কোটি ক্রিকেটপ্রেমীর স্বপ্নবোনা শুরু হয়।।

উথান-পতন সব ক্রিকেটারের ক্যারিয়ারের
অবিচ্ছেদ্য অংশ।তামিমের ক্ষেত্রেও সেটা
সমানভাবে প্রযোজ্য।। কিন্তু বাঙ্গালি জাতির যে
তর সয় না।।৩ য় ওভারে পরপর তিন চারের পরেও একই ওভারে
বাউন্ডারি মারতে গিয়ে আউট হওয়া সৌম্যও
যে তর না সওয়ারই প্রমান দিয়ে গেল।।আর তাই
তামিমের পারফর্মেন্সে খানিকটা ভাটা পড়লেই
এদেশে শুরু হয় ম্যাগী নুডুলস উৎসব। বাঙ্গালীরা যে
ম্যাগী নুডুলস রান্না করতে সিদ্ধহস্ত সেটা বোঝা
যায় তামিম কাঙ্খিত রান না পেলে।।

লর্ডসের অনার্স বোর্ডে অনেক নামীদামী
ক্রিকেটারের নাম রয়েছে। কিন্তু হুংকার দিয়ে
জায়গা দখলের ইতিহাস কেবল টাইগারদেরই আছে।
আর এই টাইগারও সাধারন টাইগার নয়....আমাদের
ডানো বয় তামিম।।

বোলার, দর্শক, আম্পায়ার আর লর্ডসকে পটানোর
লুক আছে যে তামিমের তার কি শুধু ম্যাগী নুডুলস
রান্না করা সাজে,, ,,
এখন সময় তার নিজের জাত চেনানোর...
CLASS শব্দটা যে তামিমের সংগেই ভাল যায়।।।

আর আমরা বাঙ্গালীরা শুধু ম্যাগী নুডুলস রাধতেই
জানি না....রাঁধুনিকেও মাথায় তুলে নাচতে পারি।
আর তাই সারা বাংলা আজ তামিমময়।সবার মুখে শুধু
একটাই নাম ""তামিম ইকবাল""।।

তামিমের একটা বাউন্ডারি.. সংগে সঙ্গেই
দেশব্যাপী উল্লাস...

আজ যে স্বপ্ন পূরনের দিন...আজ সবার প্রানের
পুরানো তামিমকে নতুন করে ফিরে পাবার দিন।।
এগিয়ে যাও তামিম...১৬ কোটি বাংলাদেশী
তোমার সংগে।।।

বিজয় মিছিল শেষ করে তামিমের বিজয়গাঁথা
নিয়ে লেখতে পারাটাও অনেক আনন্দের :-)

সিরিজ জয়ের শুভেছা সকলকে :-)

#riseofthetigers

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.