নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াজ ১০৫

রিয়াজ ১০৫ › বিস্তারিত পোস্টঃ

একজন তনু, ভার্চুয়াল শোক এবং মানবিক মূল্যবোধ।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

-> আমি লজ্জিত আমি পুরুষ।
: ভাই হাসপাতালে আসেন। সম্পূর্ণ বিনা খরচে আপনাকে পুরুষ থেকে হিজরা বানিয়ে দিচ্ছি, আর লজ্জা নিয়ে বাঁচতে হবে না।

-> জননেতা ইমরান এইচ সরকার ইভেন্ট খুলছেন ' আমরা বাংলাদেশের জনগন : তনু হত্যার বিচার চাই '।
: লোকমুখে প্রচলিত কথা বাদ দিলাম। ইউটিউবে যে কুলাঙ্গার দুইটার ( তথাকথিত প্রজন্ম চত্বরের নেতা) মধুমাখা মুহুর্তের ভিডিও বাংলাদেশের জনগন দেখছে, সেটার বিচার এখনো জনগন দেখে নাই।

-> ধর্ষন হলেই মেয়েদের পোষাক দায়ী করেন। তাহলে এই হিজাব পরা মেয়েটা ধর্ষিত হলো কেনো ??
: অস্ট্রেলিয়ায় প্রতি ৬ জনে ১ জন, ইংল্যান্ডে ৫ জনে ১, কানাডায় ৪ জনে ১, ইন্ডিয়ায় ২০ মিনিটে ১, নিউজিল্যান্ড এবং আমেরিকায় ৩ জনে ১ জন মেয়ে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। বাংলাদেশ এখনো কেন এই পর্যায়ে পৌঁছায়নি যানেন, কারন ধর্মীয় এবং সামাজিক অনুশাসন।

->ওই জানোয়ার বাচ্চাদের বলছি নরপশুরূপী পিচশী পুরূষদের বলছি
হ্যা সমস্ত পুরূষদের বলছি।
: আজকে তনু হত্যার বিচারের দাবীতে যারা আন্দোলন করছে তাদের অধিকাংশই পুরুষ, লিটন নন্দীরা পুরুষ, আপনার বাবাও একজন পুরূষ। মানুষ হয়ে নিজেকে জানোয়ারের বাচ্চা বানাবেন না !!

-> আর ক'জন তনু জীবন দিলে জাতির বিবেক জাগ্রত হবে?
: জাতির বিবেক কখনোই জাগবে না যতক্ষণ না আপনার বিবেক জাগ্রত হচ্ছে। জাতির কাধে না চাপিয়ে নিজের স্থান থেকে নিজে প্রতিবাদ করতে শিখুন, আপনার বন্ধু আপনার পরিবারকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখান। যখন আপনি, আমি, আমরা সবাই জাগবো তখনই জাতির বিবেক জাগ্রত হবে। আমরাই জাতি, আমাদের সকলের বিবেক জাতির বিবেক।

->দেশটায় মানুষরূপী জানোয়ারে ভরে গেছে।
: জানোয়ারের সংখ্যা থেকে জানোয়ার বিরোধী স্ট্যাটাস প্রদানকারী মানুষের সংখ্যা দেশে ঢের বেশি। ঠিক এই মুহুর্তেই হয়তো আপনার পাশে একটি মেয়েকে হয়রানি করা হচ্ছে, আর আপনি ফেসবুকে নারী নিরাপত্তা কার্যকর করা বিষয়ক স্ট্যাটাস প্রসব করছেন!!
ফেইসবুকে লাইকের সংখ্যা বাদ দিয়ে নির্যাতিতা মেয়েটার পাশে গিয়ে দাঁড়ান, দেশে জানোয়ারের সংখ্যা কমে যাবে।

.............................

মুখে নারীবাদী স্লোগান দিয়ে ফেনা তুলছেন আর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার শরীরের ভাজ গুনছেন!! ধর্ষন শুধু যৌনাঙ্গ দিয়েই হয় না ভাই।
প্রায় প্রতিদিন সংবাদপত্রে ধর্ষনের খবর আসে, তখন থাকেন নিশ্চুপ। গতকাল সেনা নিবাসের অভ্যন্তরে ঘটায় এখন খুব সরব। আন্দোলনটা কি সত্যিই ধর্ষনের বিরুদ্ধে নাকি সেনাবাহিনীর ??

অপরাধ সংরক্ষিত জায়গায় হোক বা অসংরক্ষিত জায়গায় - দুটোই অপ্রত্যাশিত এবং ক্ষমার অযোগ্য। শুধু তনু হত্যার বিচার নয়, বিচার চাই প্রতিটি অপরাধের। এবং সেই সংগে চাই প্রতিটি নির্যাতিতা বোনের পুনর্বাসন।
যে জানোয়ারটা ধর্ষন করছে সে আপনার বা আমার পরিচিত, আমাদের খুব কাছের কোন বদ্ধ বা নির্জন যায়গাতেই সংঘটিত হচ্ছে অপরাধ।

চৌরাস্তার মোড়ে দাড়িয়ে চিল্লাচিল্লি বন্ধ করে বাসার পাশের নির্জন গলিটার নিরাপত্তা নিশ্চিত করুন, অপরাধ কমবেই। আপনার, আমার, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পারে একটি ঘৃন্যতম অপরাধ রুখে দিতে।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

আহলান বলেছেন: মুখে নারীবাদী স্লোগান দিয়ে ফেনা তুলছেন আর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার শরীরের ভাজ গুনছেন!! .....

দিস ইজ দ্যা রিয়েল পিকচার ...... !!!!

২| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

রিয়াজ ১০৫ বলেছেন: সেটাই ভাই, সবার আগে নিজের আত্নশুদ্ধি প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.