নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াজ ১০৫

রিয়াজ ১০৫ › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা - এপ্রিল ফুল

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

১৪৯২ সালের ১ এপ্রিল। অনেকের জন্য দিনটি অন্যান্য সাধারন দিনের মতো ছিল কিন্তু গ্রানাডাবাসীর জন্য ছিল অন্যরকম।

সংক্ষেপে বলছি.. সম্মুখযুদ্ধে স্পেনের মুসলমানদের পরাজিত করতে না পেরে খ্রিষ্টান সম্রাট ফার্দিনান্দের নির্দেশে গ্রানাডা শহরের সব শস্যখামার জ্বালিয়ে দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় শহরের খাদ্য সরবরাহের প্রধান কেন্দ্র ভোগা উপত্যকা। অচিরেই দুর্ভিক্ষ নেমে এলো শহরে। দুর্ভিক্ষ প্রকট আকার ধারন করলে প্রতারক ফার্দিনান্দ ঘোষনা করলো,'মুসলমানরা যদি শহরের প্রধান ফটক খুলে দেয় এবং নিরস্ত্র অবস্থায় মসজিদে আশ্রয় নেয় তবে তাদের বিনা রক্তপাতে মুক্তি দেয়া হবে।"

দুর্ভিক্ষতারিত গ্রানাডাবাসী অসহায় নারী ও শিশুদের মুখের দিকে তাকিয়ে প্রতারকের মিথ্যা আশ্বাস বিশ্বাস করে পবিত্র মসজিদে আশ্রয় নিয়ে খুলে দেয় গ্রানাডা শহরের প্রধান ফটক।শহরে প্রবেশ করে খ্রিষ্টান বাহিনী মুসলমানদেরকে মসজিদের ভেতর আটকে রেখে তালা লাগিয়ে দেয় প্রতিটি মসজিদে। এরপর একযোগে শহরের সমস্ত মসজিদে আগুন লাগিয়ে বর্বর উল্লাসে মেতে উঠে তারা। লক্ষ লক্ষ নারী -পুরুষ -শিশু অসহায় আর্তনাদ করতে করতে জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিক ভাবে প্রান হারায় পবিত্র মসজিদের ভিতরে। প্রজ্জলিত অগ্নিশিখায় দগ্ধ মুসলমানদের আর্তচিৎকার যখন গ্রানাডার আকাশ বাতাশ ভারী ও শোকাতুর করে তুলল তখন ফার্দিনান্দের স্ত্রী ও পর্তুগীজ রানী ইসাবেলা হেসে বলতে লাগল, "হায় এপ্রিলের বোকা ! শত্রুর আশ্বাস কেউ বিশ্বাস করে!"

সেই থেকে খ্রিষ্টান জগৎ প্রতি বছর ১ এপ্রিল আড়ম্বরের সাথে পালন করে আসছে "April Fool" মানে "এপ্রিলের বোকা " উৎসব।

ঘটনা কি এখানেই শেষ ?? তা নয়....
১৯৯৩ সালের ১ এপ্রিল গ্রানাডা ট্রাজেডির ৫০০ বছর পূর্তি উপলক্ষে স্পেনে আড়ম্বরপূর্ন এক সভায় মিলিত হয়েছিল বিশ্ব খ্রিষ্ট সম্প্রদায়। সেখানে তারা নতুন করে শপথ গ্রহণ করে একচ্ছত্র খ্রিষ্টীয় বিশ্ব প্রতিষ্ঠার। বিশ্বব্যাপী মুসলিম জাগরণ প্রতিহত করার জন্য গড়ে তোলে 'হলি মেরি ফান্ড'। আর এরই ধারাবাহিকতায় খ্রিষ্টান বিশ্ব নানা অজুহাতে একের পর এক মুসলিম দেশগুলোতে চালাচ্ছে আগ্রাসন।।

আজ ১ এপ্রিল ২০১৬। সিদ্ধান্ত আপনার, দিনটা কিভাবে শুরু করবেন আপনি....

তথ্যসূত্র :মাসিক প্রফেসর'স কারেন্ট আফেয়ার্স।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

খান শুভ বলেছেন: go ahead vai

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

নতুন বলেছেন: আপনারা এই মিথ্যা কাহিনি প্রচার করছেন? নিজেরাই তো বোকা হয়েছেন সেটা ভেবে দেখেছিন কি?

স্বীকৃত কোন ইতিহাস থেকে আপনার কাহিনির প্রমান দিতে পারবেন না।

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

এ আর ১৫ বলেছেন: এপ্রিল ফুল নিয়ে মুসলমাদের মধ্যে যে কাহিণী প্রচলিত আছে সেটা যে কত বড় মিথ্যাচার তার প্রমান দেখুন। 
ঐ কাহিণীতে আছে মুসলমানদের প্রলুব্ধ করার জন্য মদ ও সিগারেট পাঠান হয়েছিল ঘটনা ঘটার বেশ কিছু আগে মানে ১/৪/১৪৯২ সালের আগে অথচ কৃষ্ঠফার কলোম্বাস তার কয়েক শতক পরে আমেরিকার রেড ইন্ডিয়ানদের এই নেশা সিগারেট ইয়োরপে নিয়ে আসে। 
১/৪/১৪৯২ তারিখে ইসাবেলা গ্রেনেডার দখন নেয় এবং ৭ লক্ষ মুসলমানকে মসজিদে পুড়িয়ে হত্যা করে । কিন্তু আসল সত্য হোল ইসাবেলা গ্রেনেডা হস্তগত করে ২ জানুয়ারি ১৪৯২।যেখানে 
হিরোসিমা নাগাসাকিতে ২ এটম বোম মেরে ৬ লক্ষ মানুষ মারা যায় সেখানে ১/৪/১৪৯২ তে একদিনে ৭ লক্ষ মানুষ এটম বোম ছাড়া কি করে মারা গেল। আমাদের মুক্তি যুদ্ধে ৯ মাসে মারা গেছে ৩০ লক্ষ তাহোলে ১/৪/১৪৯২ তারিখে এই ৭ লক্ষ মানুষকে গণহত্যার কথা অবশ্যই ইতিহাসে থাকতো । মুসলমানদের উপর যত গণহত্যা চালান হয়েছে তার সব দলিল ইতিহাসে লিপি বদ্ধ আছে তাহলে ১/৪/১৪৯২ তাং ৭ লক্ষ মানুষের হত্যার কাহিণী ইতিহাসের কোন দলিলে নাই কেন ? ক্রসেডাররা যখন জেরুজালেম দখল করে মুসলিম গণহত্যা চালাল তার দলিল লিপিবদ্ধ আছে। ইতিহাসে লিপিবদ্ধ আছে খৃষ্টানরা ষ্পেন দখল করার পর কিভাবে মুসলমানদের নিপিড়ন করে মাত্র ১২০ বৎসরের মধ্যে স্পেনকে মুসলিম শুন্য করলো তাহোলে কেন ১ লা এপ্রিল ১৪৯২ তাং ৭ লক্ষ মুসলমান হত্যার দলিল ইতিহাসে নেই ? তখন যে প্রযুক্তি ছিল তা দিয়ে কি একদিনে ৭ লক্ষ মানুষ হত্যা করা সম্ভব যেখানে এটম বোমা মেরে হিরোসিমা নাগাসাকিতে ২ দিনে ৬ লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল ? এটা যে কত বড় মিথ্যাচার তার প্রমান দেখুন 
২০০৭ আদম সুমারি অনুযা্য়ি গ্রানাডার জন সংখ্যা ২৩৭৯২৯ (২ লাক্ষ ৩৭ হাজার ৯২৯) এবং আয়তন ৮৮ (বর্গ কিলোমিটার) বা ৩৪ বর্গ মাইল তাহোলে এই ছোট্ট জায়গায় ১৪৯২ সালে কি করে ৭ লক্ষের উপর মানুষ বাস করে ???

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছুই বুঝিনা কে যে সত্য কথা বলে....চাঁদে আমস্ট্রং আজান শুনেছে এটাও তো নাকি ভূয়া নিউজ। মুসলমানরা নিজেদের গুরুত্ব বাড়াতে গিয়ে এতসব মিথ্যা কাহিনী প্রচার করে নিজেদের ছোটও করছে আবার গুনাহগার তো হচ্ছেই...। আল্লাহই সর্বজ্ঞ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে যাই হোক, মিথ্যা বলে কাউকে মজা করা ইসলামে অনুমতি নাই। আর বিশেষ একটা দিনে তো নয়ই...

৬| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

নতুন বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবে যাই হোক, মিথ্যা বলে কাউকে মজা করা ইসলামে অনুমতি নাই। আর বিশেষ একটা দিনে তো নয়ই...

ঠিক.. কাউকে বোকা বানিয়ে মজা করা স্টুপিডিটি...

কিন্তু এইভাবে মিথ্যাচারও স্টুপিডিটি

৭| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

রিয়াজ ১০৫ বলেছেন: @খান শুভ: ধন্যবাদ ভাই।

৮| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

রিয়াজ ১০৫ বলেছেন: @নতুন: লক্ষ্য করে দেখুন,তথ্যসূত্র কারেন্ট আফেয়ার্স লেখা আছে। এদেশের সংবাদমাধ্যম ব্যবস্থায় কারেন্ট আফেয়ার্সের গ্রহনযোগ্যতা অন্য জাতীয় দৈনিক এবং নিউজ চ্যানেল থেকে কোন অংশে কম নয় এবং এদেশের প্রথম শ্রেনীর কর্মকর্তাদের প্রায় শতভাগই এই মাসিক দৈনিকটি তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য বেছে নেয়। সুতরাং, অন্যের সমালোচনা করার আগে নিজের বুদ্ধিমত্তা এবং অবস্থান বিবেচনা করবেন।

৯| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

রিয়াজ ১০৫ বলেছেন: @ এ আর ১৫: আপনার মন্তব্যে যে তথ্যসমূহ লিখেছেন সেগুলোর উৎস উল্লেখ করলে উপকৃত হবো।

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

রিয়াজ ১০৫ বলেছেন: @ বিচার মানি তালগাছ আমার: লেখাটা পড়ে ঠিক কি কারনে আপনার মনে হলো যে মিথ্যা বলে মজা করছি, এক্টু বুঝিয়ে বলবেন?? দিনটা কাদের জন্য বিশেষ দিন.. মুসলমান/খ্রিস্টান/হিন্দু/বৌদ্ধ/অন্য কোন ধর্ম/কোন জাতি এবং কেন বিশেষ দিন এক্টু বুঝিয়ে বলবেন??

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮

এ আর ১৫ বলেছেন:  On January 2, 1492 Muhammad XII of Granada (King Boabdil) surrendered the Emirate of Granada, the city of Granada, and the Alhambra palace to the Castilian forces
link

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

এ আর ১৫ বলেছেন: This is intention to make Muslim people April fool by this fake story. Intention of this day to make people fool and these people able to make huge Muslim April fool by believing this fake story.

১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

রিয়াজ ১০৫ বলেছেন: @ এ আর ১৫: প্রথমত, আপনার জানা আছে কিনা জানি না উইকিপিডিয়া সাধারন জনগনের দেয়া তথ্যের উপর ভিত্তি করে গঠিত তথ্যকোষ। আপনি, আমি বা যে কেউ তথ্য দিলেই সেটা উইকিপিডিয়ায় প্রকাশ পাবে এবং উইকিপিডিয়া কর্তৃপক্ষ সেই তথ্যের সত্যতা যাচাইয়ের কোন ব্যবস্থাই নিবে না। মূল কথা, উইকিপিডিয়াতে আপনি যেকোন বিষয়ে তথ্য পাবেন কিন্তু সেই তথ্য শতভাগ সত্য ভাবার কোন কারন নেই।

দ্বিতীয়ত, লেখাটা পড়লেই বুঝবেন এখানে কোন ধর্মের প্রতি কোনপ্রকার উষ্কানীমূলক কথা নেই। একটি ঘটনার আলোচনা করা হয়েছে মাত্র। হত্যার সংখ্যা কমবেশি হতে পারে কিন্তু ঘটনাটি অবশ্যই মুসলমানদের বিপক্ষে। সুতরাং এই ঘটনার উদযাপন অবশ্যই মুসলমানরা করবে না। তাই, এখানে মুসলমানদের বোকা বানানোর কোন প্রশ্নই আসে না।

তৃতীয়ত, আমাদের দেশের কথাই চিন্তা করুন, সরকার পরিবর্তনের সংগে সংগে পাঠ্য পুস্তকে স্বাধীনতার ঘোষকের নাম পরিবর্তন হয়ে যায়। তথ্যপ্রযুক্তি এবং তথ্যসন্ত্রাস দুই দিকেই খ্রিস্টান সম্প্রদায় এগিয়ে আছে।সুতরাং ১৪৯২ সালের একটি ঘটনা তারা পরিবর্তন করে যে তাদের পক্ষে নিতে চাইবে না সেটা নিশ্চিত হবেন কি করে।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০৬

এ আর ১৫ বলেছেন: Facing the inevitable, the Muslims negotiated surrender, and the long campaign finally came to an end on January 2, 1492, when Ferdinand and Isabel entered the city. 


Looking towards the Comares tower in the 
Alhambra.

Boabdil received them in the Comares tower of t
link link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.