নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখালিখির জগতে হাতেখড়ি হয়েছিল এখানেই। ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ।

রিয়েল ডেমোন

Hafizur Rahman Rick

রিয়েল ডেমোন › বিস্তারিত পোস্টঃ

চারুলতা-পঞ্চম পর্ব

০১ লা মে, ২০১১ ভোর ৫:৩৫







আর মাত্র একটি দিন বাকী। না না এটা কোন লটারীর প্রমোশন নয়। অথবা কোন পরীক্ষার রেজাল্ট পাবলিশ নয়। দিনের শেষে একটি মাত্র রাত। এর পরেই আসবে সেই অপেক্ষার প্রহর। যার জন্য আকুল হয়ে আছে রাতুল।আসছে সেই প্রহর যেথায় আকাশ হারিয়ে যাবে নীলিমার মাঝে, শরৎের শুভ্র ফুল আশ্রয় পাবে রমনীর খোপার চুলে, যার জন্য রবীন্দ্রনাথের সবগুলো ছোটগল্প, রাতের আকাশের শুকতারা যার উপমা, ভালোবাসা নামের আবেগী শব্দটা শুধুই যার জন্য সেই সে চারুলতার সাথে একটি দিন বাদেই দেখা হবে।ভাবতেই শিহরীত হয় রাতুলের সমগ্র শরীর।একা একাই কথা বলে উঠে, আবার কল্পনায় চারুলতার হাতে হাত রেখে হেটে চলে চির ধরা পৃথিবীর বুকে।

নিজে নিজেই হেসে উঠে রাতুল।একেই বুঝি বলে ভালোবাসা, একেই বলে প্রেম যেখানে কতগুলো অনুভূতি , আবেগ , আশা , স্বপ্ন , সর্বোপরি ভালোবাসার জালের একটা বুনন থাকে। রাতের খারার শেষে রুমে এসেছে রাতুল। মোবাইলের হেডফোনটা প্লাগ ইন করে প্রোগ্রামস থেকে এফ এম রেডিও অন করে সে_____





হ্যাল্ল্যো লিসেনার্স!!!

সবাই নিশ্চই ভালো আছো?প্রতিদিনের মত আড্ডা জমিয়ে তুলতে আজ আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আমি আর জে অবন্তিকা।সকল রাতজাগা বন্ধুদের সাথে মধ্যরাত পর্যন্ত জমিয়ে আড্ডা হবে আর কথা হবে বন্ধুদের ছোট ছোট ফিলিংস , ভালো লাগা , মন্দলাগা , উইশ করা এবং আরো অনেক কিছু নিয়ে।বন্ধু, তোমাদের সব অব্যাক্ত কথা চিরকুট আকারে পাঠিয়ে দাও মেসেজ করে।আর এদিকে এস এম এস করেছে টিনা , টিনা বলছেন যে তার মন ভালো নেই, হুম এমনটা মাঝে মাঝে হয়ে থাকে টিনা।জানালা দিয়ে বাইরে তাকাও, দেখ কি সুন্দর একটা চাঁদ উঠেছে, তাকাও সেই চাঁদের দিকে আশাকরি মন ভালো হয়ে যাবে।আরো এস এম এস করেছে জাহিদ, রাজ, নীলা, সুমন, ইলা ও অনেকে। এখন শুনব গান এবং গানের পরে আবার ফিরে আসব তোমাদের কাছে তোমাদের রাতের বন্ধু অবন্তিকা।তবে শুনতে থাকো এস ডি বর্মনের হার্ডকোর রোমান্টিক একটি সং শোন গো দক্ষিন হাওয়া , প্রেম করেছি আমি.............





চোখ বন্ধ করে গানটি শুনতে থাকে রাতুল।প্রথম প্রেমের এক পবিত্র স্পন্দন স্পর্শ করে যায় হৃদয়ের অন্তস্থল।আঁধারের জোঁনাক পোকার আলো চোখে জেগে উঠে।সবুজের নির্মলতা বাসা বাধে মনে।



এমনি সময়ে ফোন আসে রাতুলের মোবাইলে।ফোন পিক আপ করে রাতুল____



রাতুল: হ্যালো চারু!!! কেমন আছ তুমি???



চারুলতা: কাল যেমন ভালো ছিলাম , আজো তেমনি ভালো আছি।তোমার খবর কি???



রাতুল: অ্যাম অলওয়েজ রকস। বল কাল কখন কোথায় আসছো?



চারুলতা: তুমি বল?



রাতুল: বিকেলে শর্মা হাউজে দেখা করি?



চারুলতা: ওকে, কিন্তু আমি তোমাকে কিভাবে চিনব?



রাতুল: আমি নিচে থাকবো তোমার অপেক্ষায়, হাতে থাকবে সাতটি লাল গোলাপ।তুমি এসে আমাকে চিনে নেবে।



চারুলতা: হাউ রোমান্টিক!!!ওকে আমি সময় মত চলে আসব।



রাতুল: হুম।আচ্ছা চারু তোমার কাছে কেমন লাগছে?মানে কাল আমাদের প্রথম দেখা,দীর্ঘ একটি বছর পরে।তোমার অনুভূতি কি জানাবে প্লিজ?



চারুলতা: হা হা, আমার কাছে ভালোই লাগছে, তোমার অনুভূতি কি তাই বল?



রাতুল: আমি তোমাকে বলে বুঝাতে পারবো না যে কেমন ভালোলাগা কাজ করছে আমার মাঝে।আমার মনে হচ্ছে আমার সমস্ত পৃথিবী আসছে কাল আমার সাথে দেখা করতে।আমার যে কি ফিলিংস হচ্ছে তা আমি তোমাকে যে কিভাবে বুঝাই....অফফ কি দারুন তাই না?



চারুলতা: সত্যি???



রাতুল: কেন বিশ্বাস হয় না?



চারুলতা: বিশ্বাস হয়।তুমি এখনও বাচ্চাই রয়ে গেছ,



রাতুল: তোমার পরশে যদি বুঝতে শিখি তাতেই স্বার্থকতা



চারুলতা: আজতো তুমি ভীষন রোমান্টিক হয়ে যাচ্ছ।এমনটাতো ছিলে না?



রাতুল: বাধ্য হয়েছি, শুধুই তোমার জন্য।






এভাবেই কেটে যায় অপেক্ষার সেই রাতটিও। ভোরের আলো ফুটে ওঠে।ঝিরি ঝিরি বাতাসে গাছের পাতার কাঁপুনি।ঝরে পরে কয়েকটি পাতা।শহরের ব্যাস্ততায় হারিয়ে যায় সকাল।



তৈরি হয়ে নেয় রাতুল।আজ লেট করলে চলবে না।মাকে জড়িয়ে ধরে আদর করে দেয় রাতুল।মাও আদর করে চুল টেনে দেয়,



রাতুল: ওফ আম্মু। দিলা ত চুল নষ্ট করে।



মা: তুই এত খুশি কেন আজ?আর চুলে এগুলা কি মাখছিস?



রাতুল: কেন আমি বুঝি কখনো তোমাকে জড়িয়ে ধরি না?



মা: সত্য করে বল কোথায় যাচ্ছিস?



রাতুল: কাজি অফিসে যাচ্ছি, কোর্ট ম্যারেজ করবো।তুমি যাবা? তাহলে ছেলের পক্ষের স্বাক্ষি তুমি থাকবা।



মা: তোকে কোনদিন কোন মেয়ে বিয়ে করবে নাকি?তাহলে তো দেখা যাবে ঐ মেয়ে তোর চেয়ে বোকা।যা ভাগ এখান থেকে।



রাতুল: নিজের ছেলেকে চিনলা না?তোমার ছেলে পারে না এমন কোন কাজ আছে?



মা: একটা থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেব,বেশরম পোলা কোথাকার।যা যেখানে যাচ্ছিলি, আর রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবি কিন্তু।






ঝটপট বেরিয়ে পরে রাতুল।গলির মাথা থেকে রিকশা ডাকে।ভাড়া নিয়ে দরদাম না করে উঠে পরে।রিকশা চলতে থাকে।চোখ বন্ধ করে রাতুল।রিকশায় বসে চোখ বন্ধ করে গায়ে বাতাস লাগানোর অনুভূতিটাই অন্যরকম।ঝিগাতলা থেকে সাতটি লাল গোলাপ কিনে নেয় রাতুল।নির্দিষ্ট সময়ের আধঘন্টা আগেই পৌছে যায় সে।





এরপর শুরু হয় অপেক্ষার পালা।এক ঘন্টা পেরিয়ে যায়।আশেপাশে অনেক মেয়েকে দেখা যায়, কিন্তু কেউ তো এসে পরিচয় দেয় না। কি মুসকিল।পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ও।ফোন দেয় চারুর নম্বরে কিন্তু বন্ধ।



এভাবে আরো দুই ঘন্টা।রাত তখন আটটা বেজেছে।কিন্তু রাতলের দৃর বিশ্বাস চারুলতা আসবেই।এভাবে আরো এক ঘন্টা পেরিয়ে যায়।হাহাকার করে রাতুলের মনে।মনকে বুঝায় ও।ভাবে আরো ১০ মিনিট দেরী করি।দশ মিনিট পরে ভাবে আরো দশ মিনিট দেখি।



রাত সাড়ে দশটা পর্যন্ত ফুল হাতে দাড়িয়ে থাকার পরে আশা হত হয়ে পরে রাতুল। ফুলগুলো যত্নসহকারে আইল্যান্ডের উপর রেখে বাসায় রওনা হয় সে।বিষন্ন মনে রাতের খাবারও খেতে ইচ্ছে করলো না।শুয়ে পরলো বিছানায় আর একফোঁটা জল গড়িয়ে পরলো বালিশে।



[চলবে...............]







বি দ্র: এবারও কথা রাখতে পারলাম না। শেষ করতে পারলাম না। পরের পোষ্টে শেষ পর্ব দেব ইনশাআল্লাহ।









চারুলতা - প্রথম পর্ব



চারুলতা -দ্বিতীয় পর্ব



চারুলতা-তৃতীয় পর্ব



চারুলতা-চতুর্থ পর্ব























মন্তব্য ৫৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১১ সকাল ১১:১৮

নীরব 009 বলেছেন: পুত্তুম লাইক আর পেলাস।আজই সুযোগ পাইসি পুত্তুম মন্তব্য করার।এবার পড়ি

০১ লা মে, ২০১১ বিকাল ৩:২৫

রিয়েল ডেমোন বলেছেন: হা হা নীরব ভাই, আপনিও না পড়ে মন্তব্য করা শুরু করছেন???

যাই হোক পড়ে বলবেন কেমন হচ্ছে?

২| ০১ লা মে, ২০১১ সকাল ১১:৩২

ভুত. বলেছেন: ভাইয়া আবারও সাসপেন্স? :( :(

পরের পর্ব কালকেই চাই নাইলে খরব আছে X( X((

০১ লা মে, ২০১১ বিকাল ৩:২৭

রিয়েল ডেমোন বলেছেন: ভয় পাইলাম

চেষ্টা করবো,

আপনার নতুন পোষ্ট কই?

আমিনুল ভাইয়ের পোড়ো ২ আসছে না কেন?অপেক্ষায় আছি।

৩| ০১ লা মে, ২০১১ সকাল ১১:৩৮

নীরব 009 বলেছেন: চারুলতা কি মানুষ??? X( X( X( X(

এভাবে হলে তো চলবে না।সব অপেক্ষারই প্রত্যাশিত সমাপ্তি থাকে।এক্সসেপশনাল দু একটা বাদে।

শেষ পর্বে প্রত্যাশিত সমাপ্তি চাই। :-B :-B :-B

০১ লা মে, ২০১১ বিকাল ৩:২৮

রিয়েল ডেমোন বলেছেন: হুম, চারুলতা মানুষ কিন্তু মেয়ে মানুষ ;) ;)

শেষ পর্ব কিছুদিনের মধ্যেই দেবো

৪| ০১ লা মে, ২০১১ দুপুর ১২:৫০

শহিদুল ইসলাম বলেছেন: রাতুলের মা তো খুবই কঠোর B:-) B:-) B:-) .. কথায় কথায় থাপ্পড় দেয় :-B :-B . লেখা কোন পর্বে শেষ হবে রিয়েল ভাই :) :)

০১ লা মে, ২০১১ বিকাল ৩:৩২

রিয়েল ডেমোন বলেছেন: মায়েরা একটু এমনই হয়। শাশন না করলে তো রাতুলরা মাথায় উঠে বসবে ;)

পরের পর্বেই শেষ করে দেব:)

৫| ০১ লা মে, ২০১১ দুপুর ১:১৮

রাজসোহান বলেছেন: দশটি গোলাপ থাকলে ভালো হইত :P

০১ লা মে, ২০১১ বিকাল ৩:৩৩

রিয়েল ডেমোন বলেছেন: রহস্যের গন্ধ্য পাচ্ছি :P :P

৬| ০১ লা মে, ২০১১ দুপুর ১:৪৪

পটল বলেছেন: :) :)

০১ লা মে, ২০১১ বিকাল ৩:৩৩

রিয়েল ডেমোন বলেছেন: :-B :-B

৭| ০১ লা মে, ২০১১ দুপুর ২:২০

আন্না০০৭ বলেছেন: রাতুলকে বলেন সবুরে মেওয়া ফলবে ।বেচারা অনেক আবেগপ্রবণ ।
আপনি ভাল আছেন ভাইয়া?

০১ লা মে, ২০১১ বিকাল ৩:৩৬

রিয়েল ডেমোন বলেছেন: প্রেমে পড়লে অপেক্ষাও ভালো লাগে, কিন্তু যখন অপেক্ষার পরে প্রত্যাশিত ফল না আসে তখন অনেক মন খারাপ হয়।

আর আমাদের সবার মাঝেই আবেগ কাজ করে, কারও বেশি কারওবা কম।

আমি ভালো আছি,

আপনি কেমন আছেন?

৮| ০১ লা মে, ২০১১ দুপুর ২:২৬

ফাইরুজ বলেছেন: হুম এখন পোস্ট দেখে গেলাম।পরে এসে আবার কমেন্ট করে যাব।

০১ লা মে, ২০১১ বিকাল ৩:৩৮

রিয়েল ডেমোন বলেছেন: পোষ্ট দেখে যাওয়ার জন্য ধন্যবাদ

পরে এসে পড়ে গেলে কৃতজ্ঞ থাকব।:)

৯| ০১ লা মে, ২০১১ দুপুর ২:৫৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মাঝে মাঝে এরকম মামাদের চটকানি খাওয়া ভাল, লেখা ভাল হয়।




ডোমেন ভাই ভাল হয়েছে।

০১ লা মে, ২০১১ বিকাল ৩:৪০

রিয়েল ডেমোন বলেছেন: সকাল ভাই,

ডোমেন না, ডেমোন...

লেখা ভালো হয়েছে জেনে ভালো লাগলো।

মামার খবর আছে X( X( X(

১০| ০১ লা মে, ২০১১ বিকাল ৩:৫৭

আরিশ ময়ুখ বলেছেন: চারু কী মারা গেছে?

০১ লা মে, ২০১১ বিকাল ৪:০৩

রিয়েল ডেমোন বলেছেন: না তো???

চারু জীবিত আছে কিন্তু কেন কথা রাখলো না জানি না।

১১| ০১ লা মে, ২০১১ বিকাল ৪:৪৯

ডেইফ বলেছেন:
সবসময়ের মতই সুন্দর লাগলো।
রাতুলের অপেক্ষার পরও যে চারু আসবে না এটা বুঝতে পেরেছিলাম গল্পের মাঝেই।
মা-ছেলের কথপোকথন খুব ভাল লাগলো।

পরের পর্বের অপেক্ষায়...............

০১ লা মে, ২০১১ বিকাল ৫:০০

রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

চারুরা খুবই খ্রাপ, কথা রাখে না

পরের পর্বেই শেষ করে দেব ইনশাআল্লাহ :)

১২| ০১ লা মে, ২০১১ বিকাল ৫:৩৮

সরলতা বলেছেন: চারু মারা গেছে এইটা কেমন প্রশ্ন করলেন আরিশ ভাই? :(

চারুলতা এবার ও ঝুলিয়ে রাখার জন্য ডেমোন ভাইকে "_____________________"

০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৬:১১

রিয়েল ডেমোন বলেছেন: না চারু মরতে পারে না....

বিশাল বড় মাইনাছ!!!


আমি ত এখন ঐ মাইনাছটার উপ্রে ঘুমাইতে পারমু। :-B :-B :-B

১৩| ০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মামায় দিছে X( X( X( X(

০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৭:৫১

রিয়েল ডেমোন বলেছেন: মামারে বুড়িগঙ্গায় চুবানি দিব। :P :P

১৪| ০১ লা মে, ২০১১ রাত ৯:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন:
একেবারে ফাটাফাটি...

চমৎকার গল্প মুগ্ধপাঠ...

আজ থেকে আমি আপ্নার ভক্ত...

০২ রা মে, ২০১১ রাত ১২:০৬

রিয়েল ডেমোন বলেছেন: আমার ভক্ত? :!> :!> :!> :!> :!> লজ্জা পাইলাম :#> :#> :#> :#>




ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

১৫| ০১ লা মে, ২০১১ রাত ৯:৩৩

সুপান্থ সুরাহী বলেছেন:
একেবারে ফাটাফাটি...

চমৎকার গল্প... মুগ্ধপাঠ...

আজ থেকে আমি আপ্নার ভক্ত...

০২ রা মে, ২০১১ রাত ২:৪৬

রিয়েল ডেমোন বলেছেন: :-B :-B

১৬| ০২ রা মে, ২০১১ রাত ৩:২৬

ইসরা০০৭ বলেছেন: হিহিহিহিহিহি ভাইয়া এতক্ষনে সামু আমাকে ডুকতে দিল:):)

মুগ্ধপাঠ...অসাধারন+
ডেইফ ভাইয়ার মতো মা-ছেলের কথপোকথন খুব ভাল লাগলো।

পরের পর্বের অপেক্ষায়....
ততক্ষন ভাল থাকুন:)

০২ রা মে, ২০১১ রাত ৩:৪৬

রিয়েল ডেমোন বলেছেন: অনেক ধন্যবাদ ইসরাকে সুন্দর মন্তব্যের জন্য।

পরের পর্বেই শেষ করে দেব ইনশাআল্লাহ।

আপনিও ভাল থাকবেন।

১৭| ০২ রা মে, ২০১১ ভোর ৫:০৪

শোশমিতা বলেছেন: ভাইয়া সকালে পড়েছি
কিন্তু সামুর কারনে মন্তব্য করা হয়নি :(

ভাইয়া কে মায়নাস আজ ও শেষ পর্ব নয় তাই, কারন কি জানেন?
কারন এতো দেরি করে পোষ্ট দিলে আগের পর্বে কি পড়েছি ভুলে যাই
আবার সব পর্ব দেখতে হয়:(

বরাবরের মতো অনেক সুন্দর হয়েছে!!
ভালো লাগলো। তাই অনেক গুলো প্লাস:)

০২ রা মে, ২০১১ ভোর ৬:১২

রিয়েল ডেমোন বলেছেন: আসলে আমি একটু দেরী করে পোষ্ট দেই তাই না???

আপু আমার পাশাপাশি সামুকেও একটা মাইনাস দেয়া উচিৎ

চারুলতার এই সিক্যুয়েলটা দু এক দিনেই শেষ করে দেব ইনশাআল্লাহ

ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো

ভালো থাকবেন আপুনি :) :)

১৮| ০২ রা মে, ২০১১ সকাল ১১:৫৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আইজ বাড়ী যাওনের নাম লইয়েননা। মামায় চেইতা আছে X(( X(( X(( X((

০২ রা মে, ২০১১ বিকাল ৫:৩৬

রিয়েল ডেমোন বলেছেন: মামারে তীর্থে পাঠাইয়া দিম :#):#)

১৯| ০২ রা মে, ২০১১ দুপুর ১২:৫৫

ৈহমনতী বলেছেন: আপনে শেষ করবেন কি না কন, X(( X(( X(( X((

০২ রা মে, ২০১১ বিকাল ৫:৩৯

রিয়েল ডেমোন বলেছেন: শেষ কর্তে চাই :|| :|| :-/ :-/

২০| ০২ রা মে, ২০১১ দুপুর ২:১৩

বৃষ্টিধারা বলেছেন: শেষ করস না কেন ???? :( :( :( :(

০২ রা মে, ২০১১ বিকাল ৫:৪১

রিয়েল ডেমোন বলেছেন: আমিত শেষ করতে চাই, কিন্তু লেখতে গেলে দেখি পোষ্ট বড় হইয়া যায় :(( :((


নেক্সট ইপিসোডে খতম কইরা ফালামু /:) /:)

২১| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:০৯

খন্ডকাব্য বলেছেন: ডেমোন ভাই এ কি শুরু করছেন.....পুরা রেল গাড়ি বানাই ফেলছেন.....এর পরের পর্বে শেষ না হইলে আপনার ব্লগে কিন্তু ভাঙচুর হবে X( X(( ;) ;) :P :P =p~ =p~

০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

রিয়েল ডেমোন বলেছেন: আমিও টেনশনে আছি।লেখতে গেলেই দেখি বড় হইয়া যায়।আমারে দিয়া গল্প হইবো না উপন্যাস লিখতে হবে। :-< :-< |-) |-)

ব্লগ ভাংচুরের টাইমে আমারেও জানাইয়েন।শরিক হইমু :D :D

২২| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:০৩

ৈহমনতী বলেছেন: লেখক বলেছেন:ব্লগ ভাংচুরের টাইমে আমারেও জানাইয়েন।শরিক হইমু :D :D

০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৩০

রিয়েল ডেমোন বলেছেন: ওখে জামায়াতের সহিত সবাই ভাংচুর কর্মু B-) B-) B-)

২৩| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:১৭

ফাইরুজ বলেছেন: গল্পটা আবার ঝুলিয়েয়েয়ে রাখলেন কেনননন?

০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

রিয়েল ডেমোন বলেছেন: সবাই ঝারি মারে কেন??? :(( :(( :((

২৪| ০৩ রা মে, ২০১১ রাত ৩:০১

আধাঁরি অপ্সরা বলেছেন: আমি ভাবছি চারুর কোন বিপধয়নি তো!
জলদি নেক্সট পার্ট দিন!!! জলদি!!!!!!!!!!

০৩ রা মে, ২০১১ রাত ৩:১৯

রিয়েল ডেমোন বলেছেন: হতেও পারে, লাইফের তো কোন সেকিউরিটি নাই

কাল দেয়ার চেষ্টা করব:)

০৩ রা মে, ২০১১ রাত ৩:২০

রিয়েল ডেমোন বলেছেন: চারুলতা কিন্তু এর আগেও একবার এমন করেছিল!!!!

২৫| ০৩ রা মে, ২০১১ রাত ৩:৫২

মেঘ_মেঘা বলেছেন: আমি সবার শেষে পড়েছিলাম সব একসাথে পড়ার জন্য। তুই আমাকেও ঝুলায় রাখলি !

শেষ কর তাড়াতাড়ি। পরের পর্বের জন্য জোর দাবি।

০৩ রা মে, ২০১১ ভোর ৪:০৫

রিয়েল ডেমোন বলেছেন: আমিত ঝুলাইতে চাই নাই, কেম্নে জানি ঝুইলা গেল :P :P

ওকে, তারাতারি দেব

২৬| ০৫ ই মে, ২০১১ রাত ৯:২৭

মাহী ফ্লোরা বলেছেন: এইটা পড়ছি কিন্তু কমেন্ট না কইরাই পরের পর্বে কমেন্ট কইরা বসছি। টেনশন নিতে পারছিলাম না। :D

০৫ ই মে, ২০১১ রাত ৯:৩৩

রিয়েল ডেমোন বলেছেন: হা হা । ঠিক আছে।

অনেক ধন্যবাদ।:)

২৭| ২৪ শে মে, ২০১১ রাত ১:৫১

ছোট ভাই বলেছেন: ভাইয়া, এই গল্পটা প্রিয় পোস্টে নিয়েছিলাম অনেক আগে। তারপর আজকে হঠাৎ মনে হল, এত সুন্দর গল্পটা নিয়ে তো কোন কমেন্ট করা হল না! তাই আজ কমেন্ট করলাম। ভাইয়া, দেরীতে কমেন্ট করবার জন্য আমি দুঃখিত।

এই গল্পটায় একেকটা পর্ব যখনই শেষ হয়েছিল গল্পটা পড়বার আগ্রহ ততই বেড়ে উঠছিল। এমনই আগ্রহ উঠেছিল যে ইচ্ছা হচ্ছিল শেষ পর্বটা আগে পড়ে ফেলি। আর শেষ পর্বটা যে উত্তেজনায় কত দ্রুত পড়ে শেষ করলাম আমি তা বলে বোঝাতে পারব না। গল্পের শেষটা তো খুবই চমৎকার হয়েছে!

অনেক ধন্যবাদ ভাইয়া এরকম একটা গল্প লিখবার জন্য আর আমার প্রিয় পোস্টের সংখ্যা বাড়াবার জন্য :) :)

২৪ শে মে, ২০১১ রাত ২:৪১

রিয়েল ডেমোন বলেছেন: হা হা

তোমাকেও অনেক ধন্যবাদ। মাঝে মাঝে এসে ঘুরে যেও। তোমার গল্পও অনেক সুন্দর হয়। :)

২৮| ২৪ শে মে, ২০১১ রাত ১:৫৪

ছোট ভাই বলেছেন: নতুন প্রোপিকটাও দারূণ হয়েছে ভাইয়া। :) :)

২৪ শে মে, ২০১১ রাত ২:৫৬

রিয়েল ডেমোন বলেছেন: থেন্কু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.