![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তাঘাট বা যানবাহনে চলাফেরার সময় যৌন হয়রানি থেকে বাঁচতে নারীদের স্বল্প বসন বিশেষ করে মিনি স্কার্ট ও উত্তেজক প্যান্ট পরার ক্ষেত্রে সতর্ক করে দিয়েছে বেইজিং পুলিশ।চীনে গণপরিবহনে নারীদের যৌন হয়রানি করার প্রবণতা বেড়ে যাওয়ায় বেইজিং পুলিশ নারীদের পোশাক পরিধানের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘চায়না ডেইলি’তে বলা হয়, ‘গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে নারীদের মিনি স্কার্ট ও উত্তেজক প্যান্ট পরা উচিত নয়। আর যদি তারা যৌন হয়রানির শিকার হন, তাহলে যত দ্রুত সম্ভব পুলিশকে জানানো উচিত।’এতে বলা হয়, ‘মুঠোফোনে কেউ ছবি তুলে নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাসের উঁচু আসনে না বসে নারীদের নিচের ধাপের আসনে বসা উচিত। তা ছাড়া বাসের ভেতর নারীদের ব্যাগ, ম্যাগাজিন বা সংবাদপত্র দিয়ে শরীর অন্যদের থেকে আড়াল করে রাখা উচিত।’এ ধরনের ঘটনা যে কেউ ঘটাক না কেন, ধরা পড়লে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হবে বলে পুলিশের সতর্ক বার্তায় বলা হয়।পুলিশ কর্মকর্তা জিং উই বলেন, যৌন হয়রানি প্রতিরোধে নারীদের সচেতনতা বাড়াতেই এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
-আন্তর্জাতিক ডেস্ক, আরটিএনএন, ঢাকা
২| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
চটপট ক বলেছেন: ভ্রমন কারী বলেছেন: চীন ধীরে ধীরে মধ্যযুগ ফিরে যাচ্ছে মজা পাইসি ভাই
৩| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯
একজন ঘূণপোকা বলেছেন: চটপট ক বলেছেন: ভ্রমন কারী বলেছেন: চীন ধীরে ধীরে মধ্যযুগ ফিরে যাচ্ছে
৪| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
তারেক বলেছেন: চীনের সরকার মৌলবাদ,নারী র্নিযাতনকারী
৫| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
রাকি২০১১ বলেছেন: "‘মুঠোফোনে কেউ ছবি তুলে নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাসের উঁচু আসনে না বসে নারীদের নিচের ধাপের আসনে বসা উচি। "
হায় হায় - বলে কি??!!! নারীবাদীরা কোথায়। সম অধিকার কোথায় গেল?
নারীদেরকে কেন নীচে বসতে হবে??
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫
ভ্রমন কারী বলেছেন: চীন ধীরে ধীরে মধ্যযুগ ফিরে যাচ্ছে