![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার নং ৭৭৯৭১ ! সবগুলাই বেজোড় অংক ! অবাক কাণ্ড!! মাস্টার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার এ ব্লগের কোন লেখা বা পোস্ট আমার অনুমতি ছাড়া যেকোনো ধরনের ব্যাবহার বা প্রকাশ নিষেধ ।
১। একদিন শিক্ষক ক্লাস এ বিয়ে নিয়ে কথা বলছিলেন ..
শিক্ষকঃ জনি, তুমি কেমন স্ত্রী চাও??
জনিঃ চাঁদের মত
শিক্ষকঃ ওয়াও!! খুব সুন্দর … তুমি কি চাও তোমার
স্ত্রী চাঁদের মত সুন্দর আর শান্ত হবে??
জনিঃ না স্যার আমি চাই সে রাতে আসবে আর
সকালে চলে যাবে!!
২। স্যারঃ মফিজ, তোর নামে বিচার আসছে তুই নাকি খুব গালাগালি করিস??
.
.
.
.
মফিজঃ স্যার, আমি তো কোনদিন কোন কুত্তার বাচ্চারে গালি দেই নাই, জানিনা কোন হারামজাদা আপনেরে এইসব কইছে, ওই হারামি রে যদি একবার সামনে পাইতাম তাইলে লাত্থি দিয়া শুয়োর টারে ল্যাঙরা কইরা দিতাম ।
৩। শিক্ষকঃ কে "I Love You" আবিষ্কার করছে?
ছাত্রঃ চীন।
শিক্ষকঃ (অবাক হয়ে) কিভাবে?
ছাত্রঃ এইটার কোনো Guarantee নাই, Quality ও নাই। টিকলে সারাজীবন...না টিকলে ২ দিনও যায় না ।
৪। শিক্ষকঃ বল তো পৃথিবীর আকার কী রকম?
ছাএঃ গোলাকার,স্যার।
শিক্ষকঃ বেশ বেশ।এবার প্রমাণ দাও কী করে বুঝলে যে পৃথিবী গোল।
ছাএঃ জোরালো প্রমাণ আছে,স্যার।
প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যাপ্টা লিখে শূন্য পেয়েছি।
দ্বিতীয় সাপ্তহিক এ চৌকোনা লিখেও শূন্য পেলাম।
তার পর লিখলাম পৃথিবী লম্বা ও তিনকোনা তাও আপনি কেটে দিলেন।
তা হলে আর বাকি রইল কী?
গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না।
৫। এক ছেলে এক মেয়ে কেঃ “i love you!!”
মেয়ে খেপে গিয়েঃ “মেয়েদের সাথে সম্মান দিয়ে কথা বলতে পার নাহ??”
.
.
.
ছেলেঃ “আসসালামু আলাইকুম, i love you!!”
-----------------------------------------------------------------------
যারা আগে পড়েননি তাদের জন্য
হাসির চেম্বার-১ 18++
এবং হাসির চেম্বার-২
০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ১:০০
আমি অতি সাধারণ বলেছেন: ধন্য ধন্যবাদ !!
২| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:০৭
মুন্তাছির রহমান বলেছেন: ছেলেঃ “আসসালামু আলাইকুম, i love you!!”
চরম ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
আমি অতি সাধারণ বলেছেন:
অনেক ধন্যবাদ । ভাল থাকুন।
৩| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:২৫
আশিক মাসুম বলেছেন: “আসসালামু আলাইকুম, i love you!!”
ভাই অনেকদিনপর সত্যিকারের জোকস্ পড়লাম,,,,,,
মজাপাইছি.....
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১০:০১
আমি অতি সাধারণ বলেছেন: ধন্যবাদ !
৪| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:০০
দুষ্ট_ছেলে বলেছেন: পুরান,, সব ফেসবুক থেকে নেওয়া
০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৭
আমি অতি সাধারণ বলেছেন: আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনটিই ফেসবুক থেকে নেয়া নয়। হয়তো ফেসবুকের কোন কৌতুকের সাথে মিলে গেছে।
এত কান্নাকাটির কোন কারন নেই।
৫| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ২:১৭
রবিন মিলফোর্ড বলেছেন: চরমজজজজজজজজজজজজজজ
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন।
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
সাদা মনের মানুষ বলেছেন:
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
আমি অতি সাধারণ বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৫০
এস বাসার বলেছেন: জোসস প্রথমটা।