![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তখন কিশোর বয়স
ডান পিঠে এক ছেলে,
পাশের বাসায় ভারা নিয়ে
তোমরা হঠাৎ এলে ।
প্রথম দিকে বেশ সংকচ
শুধুই নিরবতা,
চোখের সাথে চোখ মিল্লেই
জরিয়ে যেত কথা ।
এরপরে তো আলাপ হলো
এবং চেনা-জানা,
বন্ধ দুয়ার গেলো খুলে
স্বপ্ন দিলো হানা।
বই অথবা খাতার পিঠে
শুধুই তোমার নাম,
গোলাপ মাখা চিঠির ভাজে
মন যে জরালাম।
একদিন এক সকাল বেলা
বলেন বাবা এসে,
"বদলি হবার আদেশ এলো
যাচ্ছি অবশেষে"।
আমার যাবার কথা শুনেই
আনলে চোখে জল,
তখন আমি করেছিলাম
দুঃখ ঢাকার ছল।
বলেছিলাম "ভয় পেয়না
আসব আবার ফিরে,
যাই যেখানেই খুজবো তোমায়
হাজার মুখের ভিরে"।
কিছুটা দিন আসতো চিঠি
বন্ধ হলো পরে,
সবুজ সে প্রেম হারিয়ে গেল
বদলি নামের ঝরে।
পায়নি ফিরে তোমায় আবার
হয়নি আমার ফেরা,
অনুভুতির দেয়াল গুলো
কষ্ট দিয়েই ঘেরা।
দিন গিয়ে ফের দিন এসেছে
আর এসেছে রাত,
কিশোর বেলায় ছুয়েছিলাম
প্রথম তোমার হাত।
সেই ছোঁয়াটা আজও খুঁজি
একলা হলে মন,
বুকের ভিতর রাখে
স্মৃতির আবরণ।
অনেক দিন আগে নেট এ পড়েছিলাম কবিতা টা ...... হঠাৎ মনে পরে গেল ... তাই শেয়ার করলাম ... লেখকের নাম কেউ কি জানেন?????
২| ৩০ শে মে, ২০১১ রাত ৩:২৯
শায়েরী বলেছেন: Lol
৩| ৩০ শে মে, ২০১১ সকাল ৭:০৬
নিথর শ্রাবণ শিহাব বলেছেন: সত্যি অনেক সুন্দর ভাই। মনের দেয়ালে পেরেক গাড়ার মতই কবিতা। আমিও শেয়ার করব
৪| ৩০ শে মে, ২০১১ সকাল ৮:১৭
আপেল বলেছেন: মনের কথা কইছে..............
৫| ৩০ শে মে, ২০১১ দুপুর ১২:৩৬
আর.হক বলেছেন: আমি মনে করছিলাম নিজের কথা লিখছেন.....এখন দেখি.... যাক ভালই লাগলো।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১১ রাত ২:০১
আহমেদ আরিফ বলেছেন: আহা কঠিন কবিতা ।আমারো একটা কিশোর প্রেম কাহিনী আছে