নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়াজরানা

এখন অনেক রাত.....খোলা আকাশের নিচে.....জীবনের অনেক আয়োজন......আমায় ডেকেছে........তাই আমি বসে আছি দরজার ওপাশে ...........

রিয়াজরানা › বিস্তারিত পোস্টঃ

কিশোর বয়সের প্রেম !

৩০ শে মে, ২০১১ রাত ১:৫৬

আমার তখন কিশোর বয়স

ডান পিঠে এক ছেলে,

পাশের বাসায় ভারা নিয়ে

তোমরা হঠাৎ এলে । :)



প্রথম দিকে বেশ সংকচ

শুধুই নিরবতা,

চোখের সাথে চোখ মিল্লেই

জরিয়ে যেত কথা । :D



এরপরে তো আলাপ হলো

এবং চেনা-জানা,

বন্ধ দুয়ার গেলো খুলে

স্বপ্ন দিলো হানা। B-)



বই অথবা খাতার পিঠে

শুধুই তোমার নাম,

গোলাপ মাখা চিঠির ভাজে

মন যে জরালাম। :D



একদিন এক সকাল বেলা

বলেন বাবা এসে,

"বদলি হবার আদেশ এলো

যাচ্ছি অবশেষে"। /:)



আমার যাবার কথা শুনেই

আনলে চোখে জল,

তখন আমি করেছিলাম

দুঃখ ঢাকার ছল। :((



বলেছিলাম "ভয় পেয়না

আসব আবার ফিরে,

যাই যেখানেই খুজবো তোমায়

হাজার মুখের ভিরে"। /:)



কিছুটা দিন আসতো চিঠি

বন্ধ হলো পরে,

সবুজ সে প্রেম হারিয়ে গেল

বদলি নামের ঝরে। X(



পায়নি ফিরে তোমায় আবার

হয়নি আমার ফেরা,

অনুভুতির দেয়াল গুলো

কষ্ট দিয়েই ঘেরা। :((



দিন গিয়ে ফের দিন এসেছে

আর এসেছে রাত,

কিশোর বেলায় ছুয়েছিলাম

প্রথম তোমার হাত। /:)



সেই ছোঁয়াটা আজও খুঁজি

একলা হলে মন,

বুকের ভিতর রাখে

স্মৃতির আবরণ। /:):((/:)







অনেক দিন আগে নেট এ পড়েছিলাম কবিতা টা ...... হঠাৎ মনে পরে গেল ... তাই শেয়ার করলাম ... লেখকের নাম কেউ কি জানেন?????

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১১ রাত ২:০১

আহমেদ আরিফ বলেছেন: আহা কঠিন কবিতা ।আমারো একটা কিশোর প্রেম কাহিনী আছে :)

২| ৩০ শে মে, ২০১১ রাত ৩:২৯

শায়েরী বলেছেন: Lol

৩| ৩০ শে মে, ২০১১ সকাল ৭:০৬

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: সত্যি অনেক সুন্দর ভাই। মনের দেয়ালে পেরেক গাড়ার মতই কবিতা। আমিও শেয়ার করব

৪| ৩০ শে মে, ২০১১ সকাল ৮:১৭

আপেল বলেছেন: মনের কথা কইছে..............

৫| ৩০ শে মে, ২০১১ দুপুর ১২:৩৬

আর.হক বলেছেন: আমি মনে করছিলাম নিজের কথা লিখছেন.....এখন দেখি.... যাক ভালই লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.