নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

reba moni

reba moni › বিস্তারিত পোস্টঃ

কবিতা: বোধোদয়

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

মাফ কইরা দ্যান খাল্লাম্মা গো
চুরি করি নাই,
পেটের দায়ে আপনাগোর
থালা চেটে খাই।
চুপ কর হারামজাদী
চোরের বাচ্চা চোর,
আজকে আমি ভাঙ্গবো দেখিস্
সব হাড্ডি তোর।
আর যা বলেন খালাম্মাগো
চোর বলবেন না,
গরীব আমরা তাই বলে কভূ
চুরি করি না।
চুরি করিস মুখে আবার
বড় বড় কথা!
বেশি যদি বকিস তবে
ভাঙ্গবো তোর মাথা।
.
আর মারবেন না খালাম্মা
প্রাণ হয়ে যাবে বের,
আপনেরও তো মেয়ে আছে
আমার বয়সের।
তুই হলি ফকির আর
আমরা হলাম রাজা,
এতো কথা বলিস কেনো
দেখাব আজ মজা!
.
কি করছো! কি করছো!!
ও খুকুর মা--
বেচারী তো মরেই যাবে
চোখে দেখো না?
চুপ করে থাকো তুমি
মেরেই ফেলবো আজ,
বসে বসে খায় শুধু
ফাঁকি দেয় কাজ।
.
কাজের জন্য যদিও আমরা
ওকে করি ব্যবহার,
ওর ও তো আছে সবার মতো
বেঁচে থাকার অধিকার।
শিশু নির্যাতন খারাপ কাজ
হবে অনেক শাস্তি,
রেহাই পাবে নাকো তুমি
পাবে না তো মুক্তি।
.
ওরা শিশু আদর পেলে
ফুলের মতো হাসবে।
আমরা সবাই যত্ন নেব
গড়বো মানুষ হিসেবে।
.
ঠিক বলেছো তুমি আমায়
ভেঙ্গেছো মোর ভুল,
আজকে থেকে এ মেয়েটি
আমার গাছের ফুল।
যত্ন করে পড়াবো ওকে
গড়বো মানুষ করে,
দুঃখের ছোঁয়া না লাগে যেনো
কখনোও ওর অন্তরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.