নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি। যে দিন নিজের সম্পর্কে বলার মত কিছু একটা অর্জন করতে পারবো সেই দিন বলবো আমিও কিছু একটা

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

আমার পাগলি

১৩ ই জুন, ২০১৫ রাত ১২:৫৫

ঘুম থেকে উঠেই দেখি ও মাথায় হাত বুলাচ্ছে। অন্যরকম অনুভূতিু স্বপ্ন মনে হচ্ছে। কিন্তু না স্বপ্ন নয়।

-কখন এসেছো??
-অনেক আগে!!
-আমাকে ডাকনি কেন??
-তুমি ঘুমাচ্ছিলে।
-তাতে কি তুমি ডাক দিলেই তো উঠে যেতাম?
-দেখতে অনেক ভাল লাগছিল তোমার -নিশ্বাসের শব্দ আমার অনেক ভাল লাগে। ঘুমিয়ে থাকা চোঁখ দুটি আমাকে আপন করে কাছে টানে।ঘুমন্ত অবস্তায় তোমাকে আরো বেশি ভালবাসতে ইচ্ছে হয়।
-তাই
-হুম
-এতো সকালে কেন??
-আজ বসন্তের প্রথম সকাল তোমাকে শুভেচ্ছা জানাবো বলে, আজ আমার সবটুকু সকাল তোমার সাথে কাটাবো তাই তোমাকে না বলেই চলে এলাম। কেন তুমি কি রাগ করেছো??
-আমি কি তোমার উপর রাগ করতে পারি?? তুমি বস আমি ফ্রেশ হয়ে আসি।
-তারাতাড়ি কর আমি এখনও নাস্তা করি নি..
-নাস্তা না করে বসে আছ??
-তোমার সাথে করবো বলে,যাও ফ্রেশ হয়ে নাও আমি নিজের হাতে নাস্তা বানিয়ে নিয়ে আসছি একসাথে নাস্তা করে বের হব।
-পাগলি...
-তোমার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ রাত ১:২৫

সাদা চক কালো বোর্ড বলেছেন: লিখাটি আগেও পড়েছি

২| ১৩ ই জুন, ২০১৫ সকাল ৭:০২

ডি এইচ তুহিন বলেছেন: কোথায় পড়েছেন লিং দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.