নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ দেলোয়ার হোসেন তুহিন
ঘুম থেকে উঠেই দেখি ও মাথায় হাত বুলাচ্ছে। অন্যরকম অনুভূতিু স্বপ্ন মনে হচ্ছে। কিন্তু না স্বপ্ন নয়।
-কখন এসেছো??
-অনেক আগে!!
-আমাকে ডাকনি কেন??
-তুমি ঘুমাচ্ছিলে।
-তাতে কি তুমি ডাক দিলেই তো উঠে যেতাম?
-দেখতে অনেক ভাল লাগছিল তোমার -নিশ্বাসের শব্দ আমার অনেক ভাল লাগে। ঘুমিয়ে থাকা চোঁখ দুটি আমাকে আপন করে কাছে টানে।ঘুমন্ত অবস্তায় তোমাকে আরো বেশি ভালবাসতে ইচ্ছে হয়।
-তাই
-হুম
-এতো সকালে কেন??
-আজ বসন্তের প্রথম সকাল তোমাকে শুভেচ্ছা জানাবো বলে, আজ আমার সবটুকু সকাল তোমার সাথে কাটাবো তাই তোমাকে না বলেই চলে এলাম। কেন তুমি কি রাগ করেছো??
-আমি কি তোমার উপর রাগ করতে পারি?? তুমি বস আমি ফ্রেশ হয়ে আসি।
-তারাতাড়ি কর আমি এখনও নাস্তা করি নি..
-নাস্তা না করে বসে আছ??
-তোমার সাথে করবো বলে,যাও ফ্রেশ হয়ে নাও আমি নিজের হাতে নাস্তা বানিয়ে নিয়ে আসছি একসাথে নাস্তা করে বের হব।
-পাগলি...
-তোমার জন্য।
২| ১৩ ই জুন, ২০১৫ সকাল ৭:০২
ডি এইচ তুহিন বলেছেন: কোথায় পড়েছেন লিং দেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৫ রাত ১:২৫
সাদা চক কালো বোর্ড বলেছেন: লিখাটি আগেও পড়েছি