| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাক হ্যাক হ্যাক!
ডিজিটাল দেশের আজব
পেক পেক পেক!
নাকে দিয়ে তেল, ঘুমায় ঘ্য়াত ঘ্য়াত ঘ্য়াত
দাও ওদের ককটেল মিক্স ড্রিঙ্কস
প্যাক প্যাক প্যাক!
লুটে নিচ্ছি নিক, লুটে নিয়ে যাবে যাক
মোদের গর্ব, বিশ্বের সাথে তাল মিলিয়ে
এগিয়ে যাচ্ছে দেশ, আহা বেশ বেশ বেশ!
ওরা লুটে, আমরা লুটাই
বুঝি না, কার হাতে ঘুড়ি, কার হাতে নাটাই?
জ্ঞানী মহাজ্ঞানীদের ভিড়ে
আমার কী আর করার আছে?
কুলুর বলদ দেশ ছেড়ে থাকি বিদেশে
রেমিটেন্স পাঠাই, বাড়ে রিজার্ভ
কে বগল দাবায়, কে টেবিল চাপড়ায়?
দিন পরপর শুনি হচ্ছে হ্যাক হ্যাক
আগে জানতাম হাইজ্যাক,
এখন শুনি চাঁদের দেশে বসেই করছে হ্যাক!
জিনিসটা কী?
কেমন যেন বাহিরে তালা, ভেতরে খোলা
এ যে বাপু নতুন ঝামেলা, ক্রমেই ছড়াচ্ছে ডালপালা
আমি আছি সেই আদিম, স্বল্প জ্ঞান আমার প্রিদিম।
কার মুখে লম্বা বুলি, কে পুরছে নিজের ঝুলি
আমি দেখি, নির্বাক হয়ে থাকি
ক্ষমতাহীন আমজনতা, দিনমজুর প্রবাসী।
আমি আসলেই বোকা,
চতুর করে বারবার আজব রসিকতা
হ্যাক করে, ফিরিয়েও দেয় শুনি,
হ্যাক যেন কানামাছি খেলা!
©somewhere in net ltd.