নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রীশী

পরে বলবো

রীশী › বিস্তারিত পোস্টঃ

বুবসি বেবস এবং ম্যানচেস্টার ইউনাইটেড

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

ম্যানচেস্টার ইউনাইটেডের হোমগ্রাউন্ড ওল্ড ট্রাফডের সউথ ইস্ট কর্নারে তাকালেই চোখে পরে ঘড়িটা। ঘড়িটার সময় থমকে আছে ৩:০৪ মিনিটে। ১৯৫৮ সালের ৬ই ফেব্রুয়ারীর ৩:০৪ মিনিটে প্রকৃতপক্ষে থমকে গিয়েছিল গোটা ফুটবল বিশ্বই। রেড স্টার বেলগ্রডের বিপক্ষে ইউরোপীয়ান কাপের ম্যাচ শেষে ইংল্যান্ডে ফেরত আসছিল ম্যানচেস্টার ইউনাইটেড টীম। টানা দ্বিতীয়বারের মত ইউরোপীয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করা বুবসি বেবসদের বিমানটি যাত্রাবিরতি নেয় মিউনিখের রিয়েম বিমানবন্দরে। রিফুয়েলিং শেষে প্রথম দুবার টেকঅফে ব্যার্থ বিমানটি তৃতীয়বার আছড়ে পরে রানওয়ের পাশের একটি বাড়িতে। ৮ জন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় সহ সর্বমোট ২৩ জন মারা যায় এই বিমান দূ্র্ঘটনায়।

ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী লীগ ম্যাচ ছিল লীডস ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচ শুরু হওয়া মাত্র শোকেকাতর ম্যানচেস্টারবাসীকে বাকরুদ্ধ করে লীডস সমর্থকরা গেয়ে উঠে



"Man U Man U went on a plane Man U Man U never came back again"

and..

"Man U Never Intended Coming Home"



শেষের লাইনের প্র্ত্যেক শব্দের প্রথম আক্ষর নিলে একটা শব্দই পাওয়া যায় "MUNICH"। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা এরপর

থেকে কখনই তাদের প্রিয় টীমকে কখনই Man U বলে সম্বোধন করে না।



এই টীমই পরবর্তী ১০ বছরে জিতে ২টি লীগ কাপ, একটি এফএ কাপ এবং একটি ইউরোপীয়ান কাপের শিরোপা। স্যার আলেক্স র্ফাগুসনের রিটায়া্র্ডমেন্টের পর ২০১৩-১৪ সিজনটা খুব একটা ভালো যাচ্ছে

না ম্যানচেস্টার ইউনাইটেডের। হয়ত এই সিজনে কোন শিরোপা জেতা হবে না, পরবর্তী চ্যাম্পিয়ানস লীগ খেলা হবে না, তাই বলে ইউরোপের কাম ব্যাক কিংদের এপিটাফটা এত তাড়াতাড়ি লিখে দেওয়াটাও মনে হয় উচিত হবে না। এপিটাফ লিখে দিলেও ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা ওল্ড ট্রাফডের সউথ ইস্ট কর্নারে দড়িয়ে গেয়ে যাবে



One broken plane,

One broken dream

One broken heart,

One broken team

No one said a silent vow

We love You then, We love you now.



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.