![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবসময় দরদাম করতে নেই। রাস্তার ফুটপাতের সব্জি, ফল বিক্রেতা অথবা লোকাল বাসের ওই পিচ্চি হেল্পারটা ২-৪ টাকা বেশি চাইলে আমরা তার গুস্টি উদ্ধার করে ফেলি অথচ মানুষ রুপি হায়েনারা যখন আমাদের বোনদের উপর ঝাপিয়ে পরে আমাদের তখন মুখে ভাষা থাকে না। বোবা হয়ে যাই। ওই ২-৪ টাকা বেশি নিয়ে তারা ধানমন্ডি তে ফ্লাট অথবা টাটা নেনো কেনার চিন্তা করবে না হয়তোবা দিন শেষে এক বেলা ভাল কিছু খেতে পারে। আর এই মহৎ কাজটার জন্য আপনার আমার ২-৪ টাকা কিন্তু খুব বেশি কিছু না।
আমি এমন মানুষ হরহামেশাই দেখি যারা ৫ টাকা কম দেয়ার জন্য ১৫-২০ মিনিট ধরে ১০-১২টা রিক্সা চালক এর সাথে হইচই করেন অথচ তিনিই বড় রেস্টুরেন্ট এ গিয়ে ২০টাকা বকশিস দিয়ে ভাবেন কম হয়ে গেল নাকি, ইজ্জত থাকবেত সবার সামনে। ঘামে ঝড়া কস্ট করলেও অই রিক্সা চালক এর জন্য আমাদের পকেট থেকে ৫ টাকা বের হয় না কিন্তু রেস্টুরেন্ট এর এসিতে থাকা ওয়েটার কে দেয়ার জন্য আমরা নুতন নোট খুজি মানিব্যাগে। উচু জাত হবার, নিজেকে বড় দেখানোর কি রকম আজব প্রতিযোগিতা।
থামেন ভাই কিছু করার আগে আমরা একটু চিন্তা করি প্লিজ। আমাদের দেশ এ রকম এ উচু শ্রেনী বা ক্লাস এর মানুষ এ ভরে গেছে আর দরকার নেই, এখন দরকার উচু মনের মানুষ। পারলে ট্রাই করে দেখেন।
যাই হউক প্রায় আক ঘন্টা দাড়িয়ে আছি ব্যাংক এর লাইন এ তাও নিজের জন্য না। হটাত করে কত্থেকে একটা মেয়ে আসল, সাথে সাথে তাকে একটা কাউন্টার এ পাঠিয়ে দেয়া হল কারন সে মেয়ে এটা নাকি নিয়ম। হটাত করে সম অধিকার এর কথা মনে পরল, মেজাজটাই গেল খারাপ হয়ে। রাগ করে কিছু বলব, পরে ভাবলাম কিছুটা দায়িত্তবোধ ছেলে হয়ে জন্মানোর পর বিল্ট ইন আমাদের কাধে পরে যায়, কজ উই আর ম্যান। তাই মেনে নিলাম। সো গার্লস, ইন লাইফ ম্যান হেড টু স্ট্রাগল মোর, হেড টু হেব মোর রেস্পন্সিবিলিটি, মোস্ট ইম্পরটেন্ট দে হেড টু বি এ ম্যান। এন্ড ইটস নট দেট ইজি।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৩
চাঁন_মিয়াঁ বলেছেন: ভাল বলেছেন, বেপারটা এভাবে চিনটা করে না কেউ।