নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Refat Ahmed

I like to dream..even most of the the time its nt bcm true..bt still I love to do it..coz for me its the only way to be happy…

রিফাত_আহমেদ

রিফাত_আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: পর্তুগীজ

১৬ ই মে, ২০১৫ ভোর ৪:৫৭

খোকা ঘুমালো পাড়া জোরালো
বর্গী এল দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দিব কিসে।
বাহ বেশ সুন্দর ছড়া, রীতিমত থ্রেট দিয়ে ঘুম পাড়ানো হচ্ছে। যতদূর বুঝতে পারছি, এখানে বর্গী শব্দটা বাচ্চাদের ভয় দেখানো হচ্ছে যাতে ঘুমানোর সময় বাঁদরামি না করে। পর্তুগীজ জাতিকেই মূলত বর্গী বলা হয়। বুঝাই যাচ্ছে পর্তুগীজরা একটা সময় বেশ পাজি ছিল। আসলেও তাই, ১০০০ থেকে ১৬০০ শতাব্দীতে পর্তুগীজরা সমুদ্র পথে বেশ এগিয়ে ছিল।তাঁদের প্রধান কাজ ছিল সমুদ্র পাড়ি দিয়ে গিয়ে লুটপাট করা। এদের প্রধান পেশাও ছিল তাই। এরা যেমন চালাক, তেমনি ছিল সাহসী। খুব খারাপ কাজ কিন্তু তা করতে গিয়ে তারা নূতন ভূখণ্ড আবিষ্কার এর মত ভাল কাজও করেছিল। এরা সবচেয়ে বেশি ক্ষতি করেছিল যে দেশটির সেটি হল ব্রাজিল আর বিনিময়ে রখে এসেছিল কিছু ফর্সা মানুষ। খারাপ করে নি, ফর্সা ব্রাজিলিয়ানরা বেশ সুন্দর হয় দেখতে। পর্তুগীজরাই আমাদের দেশ এ আসা প্রথম ইউরোপিয়ান। এরা এ দেশে এসেছিল ১৫০০ শতাব্দীতে। এসেই সে সময় নিশ্চয় কিছু দুষ্টামি করেছিল নাইলে এ রকম ছড়া কে বানাতে যাবে।
যাই হোক, এবার বলি বর্তমান অবস্থা। আমি ইউরোপ এর বেশ অনেক শহর, দেশ ঘুরেছি, থেকেছি। পর্তুগীজরা হল আমার দেখা সবচেয়ে ভাল মানুষ এবং ভাল জাতিও। সেটা বুজেছি প্রথমদিন যখন বাস এর টিকেট কেটে বাস না খুজে পেয়ে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এক মহিলা আমার টিকেট দেখে হাত ধরে এনে বাস তা দেখিয়ে তখন ই। কি করব কোথাও ইংরেজি নেই। আমার মনে আছে আম্র সাথের বাঙালি ভাই প্রায়ই বলত আমার বিশ্বাস হয় না এরাই নাকি এক সময় সারা বিশ্ব লুটপাট করে বেরিয়েছে। আসম্ভব ব্যাপার। আমার বেশিরভাগ এবং সবচেয়ে ভালো বন্ধুটিও পর্তুগীজ।এরা এত সহজে আপনার সাথে মিশে যাবে যে আপনি বুজতেই পারবেন না যে আপনি তাঁদের থেকে ভিন্ন। কোথাও যদি একজন জার্মান, একজন ফ্রেঞ্চ আর একজন পর্তুগীজ থাকে, ২ মিনিটও লাগবে না কে কোন দেশের চিনতে।
শুনলাম ক্রিস্টিয়ানো বেশ বড় এমাউন্ট এর টাকা নেপালে দুর্গতদের দান করেছে। খেলায় সে তার এটিটিউড শো করলেও আমি মনে করি সে আসলেই একজন ভালো মানুষ। সে ভূমিকম্পের আগে নেপাল নামের কোন দেশ আছে বলে জানত কিনা আমার সন্দেহ। হেটস অফ টু ইউ সিআরসেভেন, #CR7।
জানি জাপানিজরা সবচেয়ে বেশি পোলাইট হয় কিন্তু যদি আপনি কারো সাথে মিশতেই না পারেন সে যতই পোলাইট হোক আপনার বন্ধু হতে পারবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ সকাল ৮:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: সি আর ৭ এর ডোনেশনের খবর মিথ্যা। জাপানীরা ভদ্র কিন্তু সর্বকালের সেরা অনেক নৃশংস কাজ ওরাই করছে। পর্তুগিজরা জাত হিসেবে এখন খারাপ না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.