নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা চে গুয়েভারার মানষ পুত্র

ই পেজে কোন এক কালে চে নামে এক বাচ্চা ছিল যে এখন আর নাই

চে গুয়েভারা ২

আবালে দেশটা ভইরা গেলো!!

চে গুয়েভারা ২ › বিস্তারিত পোস্টঃ

আমার ব্যক্তিগত রাষ্ট্র ভাবনা -২ (+১৬)

১৪ ই মার্চ, ২০১১ রাত ১:২০

(গত পর্বের পর)

এই বোর্ডের সদস্যরা বিপ্লবের একনিষ্ট সমর্থক এবং সোইনিক হবেন। তাদের সকল দ্বায়িত্ত্ব সরকার বহন করবে। এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের দ্বায়িত্ত্ব পালন করবেন। তাদের কোন পরিচয় জাতীয় ডাটাবেস এ থকবে না। তারা থাকবেন অবিবাহিত যতদিন তারা অই পদ হোল্ড করবেন একটি স্বতন্ত্র গোয়েন্দা বাহিনী এদের সবার উপর নজরদারী করবে। এই বাহিনী সম্পুর্ন সতন্ত্র থাকবে।

সশস্ত্রবাহিনীঃ

একটা দেশের নিয়ামক শক্তি গুলোর একটি হলো তার সশস্ত্রবাহিনী। দেশের সকল সক্ষম মানুষ সেনা বাহিনীতে কাজ করতে বাধ্য থাকবে। ১৬ বছরের উপর সকল নারী ও পুরুষকে নুন্যতম ৬ মাসের সামরিক প্রশিক্ষন নিতে হবে। সেনা বাহিনীকে দুই ভাগে ভাগ কর হবে। একটা ভাগ হলো নিয়মিত বাহিনী অন্যটি স্বেচ্ছাসেবক বাহিনী। প্রথম বাহিনী থেকে দ্বিতীয় বাহিনীটা আকার বেশি বড় হবে। প্রতিটি এলাকার আঞ্চলিক কমান্ডার হবেন স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান। স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য থাকবেন প্রতিটি এলাকার সকল সক্ষম মানুষ। তারা ব্যতিত যারা নিয়মিত সেনা বাহিনীর অংশ। এই স্বেচ্ছাসেবক বাহিনী সরকারী বেতনভোগী হবে না। এরা বাস্তবিক অর্থে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। তবে প্রতিটি সামরিক কাজে অংশ নেয়ার পর একটা সম্মানী তাদের দেয়া হবে। যাতে তার উৎসাহিত হয় । এই বাহিনী মূলত কাজ করবে বিভিন্ন দূর্যোগে , নির্মাণ কাজে এবং আঞ্চলিক নিরাপত্তায় কাজ করবে। এদের খুব দরকার ছাড়া সশস্ত্র করা হবে না।

নিয়মিত বাহিনী হবে সরকারি বেতনভোগী বাহিনী। এরা ব্যরাকে থাকবে। এলিট বোর্ড অফ ডিরেক্টর্স এই বাহিনীর কার্যক্রন নিয়ন্ত্রণ করবে। এই বাহিনী হবে কর্মমূখী। এই বাহিনীকে জোন আনুসারে বছরে এক মউশুম কৃষিক্ষেত্রে কাজ করানো হবে। আর বাকী সময় কজ করবে স্বেচ্ছাসেবক বাহিনী। অর্থাৎ জমির ন্যয্য মালিকেরা। নিয়মিত সেনা বাহিনীর ৩৫% মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। সেনাবাহিনীর নিজেদের বাজেটের ৫০% তাদের নিজেদের আয় করতে হবে। অর্থাৎ কর্মমুখী সেনা বাহিনী। সেনা অস্ত্র কারখানা সম্পুর্ণ সেনা নিয়ন্ত্রণে দিয়ে দেয়া হবে। যার ফলে তা রপ্তানি করে আয় সরাসরি সেনাদের হাতে আসবে। ফলে নতুন টেলনোলজির উদ্ভাবন ঘটবে এটা আশা করা যেতেই পারে। সেনাদের জন্য সামরিক বহর বৃঢি করা হবে এবং ১০ বছরের মধ্যে এ টা কে এশিয়ার সেরা বাহিনী পরিণত করা হবে। সেনাদের সংখ্যা (নিয়মিত) প্রায় ২ কোটি তে উন্নিত করা হবে।

নেভীতে নতুন ফ্রিগেট এবং পারমানবিক সাবমেরিন যোগ করা হবে। সাথে সাথে নেভীকে সেনাবাহিনীর সহযোগী হিসেবে ব্যবহার কর হবে। পৃথক বাহিনী হিসেবে নয়। যেমন গোলন্দাজ , চিকিৎসাবহর , ইঞ্জিনিয়ারিং কোর ব্যবহার হয় পদাতিক এর সহযোগী হিসেবে।

বিমান বাহিনী নিয়ে কিছু বলতে পারবো না কারণ এইটা বিপ্লব পরবর্তী টেকনোলজির উপর নির্ভর করবে। তবে বিদেশী সাহায্যের চেয়ে নিজেদের আবিষ্কার কে অনুপ্রাণিত করা হবে। এবং ট্রেনিং সম্পর্কে যা বলবো তা হলো এই বাহিনী গুলোকে এমন ভাবে সাজানো হবে যাতে তারা যে কোন পরা শক্তির মোকাবেলা করতে পারে।

শিক্ষাঃ

সমাজে শিক্ষার কোন বিকল্প নাই। আমি আগেই বলেছি এই শিক্ষা হবে সম্পুর্ন ফ্রি। বাংলাকে বদলিয়ে ইংরেজীকে সর্বস্তরে শিক্ষার মাধ্যম করা হবে। সকল স্কুলে বাংলা শিক্ষা (সাহিত্য) বাধ্যতামুলক করা হবে। এবং তাতে ৬০% মার্কস না পেলে তাকে অকৃতকার্য করা হবে। শিক্ষাকে কয়েকটি ক্যটাগরিতে ভাগ করা হবে।(ক্রমশ)আমার ব্যক্তিগত রাষ্ট্র ভাবনা -১

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:৩৪

চার্বাকাচার্য্য বলেছেন: বাঙলাকে বদলিয়ে ইংরেজিকে সর্বস্তরে শিক্ষার মাধ্যম করা হবে!!!!!!!!!

কোন স্কুলে পড়ছেন? স্কুলের পড়া বাদ দিয়ে ব্লগিং করা ঠিক নয়। যান পড়তে বসুন।

১৪ ই মার্চ, ২০১১ রাত ১:৩৯

চে গুয়েভারা ২ বলেছেন: এর কারণ হলো আমাদের দেশের ছেলেরা যখন বিদেশে যায় তখন তাদের এই ভাষা নিয়ে খুব প্রব্লেম হয়। আমাদের পাশের কোলকাতা এগিয়ে যাচ্ছে কারন হলো ইংরেজী। ইংরেজী সাথে সাথে অন্য ভাষার ব্যপার এবং যুক্তি আসবে পরের পর্বে। ওয়েট করুন। আর আমি পড়ি না। পড়াই। আমি নিজে পড়েছি বাংলা মাধ্যমে। মতিঝিল মডেলে। সুতরাং। কোন যুক্তি ছাড়া আমি এই কথা বলছি না। ভালো না লগলে ঘুমান

২| ১৪ ই মার্চ, ২০১১ রাত ২:০৫

সুপান্থ সুরাহী বলেছেন: রাষ্ট্র ভাবনা চলুক এবং সফল হোক সাফল্যের আলোয়...


পোস্টে +

১৪ ই মার্চ, ২০১১ রাত ২:১১

চে গুয়েভারা ২ বলেছেন: ধইন্যবাদ। আপ্নাদের জন্যই এই রাষ্ট্র

৩| ১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৩৩

সরল মানুষ বলেছেন: :-< :-< |-)

১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৩৯

চে গুয়েভারা ২ বলেছেন: ঘুমান

৪| ১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন: এই রাষ্ট্রে আমার কী কাম করতে হবে...

গুরু আমার কাজটা বইলা দেন...

আপনার ভাবনার রাষ্ট্রে কবিদের জায়গা আছে তো...?

১৪ ই মার্চ, ২০১১ সকাল ১০:৫০

চে গুয়েভারা ২ বলেছেন: আপনি একজন সৈনিক। আপ্নি একজন কর্মী। আর কি কজ চাই। আপ্নাকে বিপ্লবে যেতে হবে

৫| ১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৫২

বাদ দেন বলেছেন: দুই পর্বই পড়লুম।
দেশের সকল সক্ষম মানুষ সেনা বাহিনীতে কাজ করতে বাধ্য থাকবে।
স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য থাকবেন প্রতিটি এলাকার সকল সক্ষম মানুষ
তবে জরুরি অবস্থা এবং সেনা বাহিনী ডাকার একমাত্র ক্ষমতা থাকবে বোর্ডের। এই বোর্ডের সদস্যরা বিপ্লবের একনিষ্ট সমর্থক এবং সোইনিক হবেন। তাদের সকল দ্বায়িত্ত্ব সরকার বহন করবে

ভাইজান, আপনার আরেকটু ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান পড়া দরকার। এইসব কি লিখসেন।
ভাগ্যিস এগুলো আপনার ব্যাক্তিগত মতবাদ ।

১৪ ই মার্চ, ২০১১ সকাল ১০:৫৭

চে গুয়েভারা ২ বলেছেন: আমি যা বিশ্বাস করি আমি তাই লিখছি। আমি যদি আমার দেশকে আমেরিকার পাশে দেখতে চাই। আত হলে আমাকে উত্তর কোরিয়ার স্টাইল ধরতেই হবে।
আর বোর্ডের ৫ জন মানুষের দ্বায়িত্ত্ব সরকার বহন করতেই পারবে। আর তা ছাড়া যে কোন দুর্যোগে আপনি আর্মি ডাকবেন। আপনি এখপ্ন ডাকবেন স্বেচ্ছাসেবকদের। আপ্নার সমস্যা কোথায়? আমি ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান এর ছাত্র নই। আমি মার্ক্সবাদের সাবেক ছাত্র। আমি কিনু বলি নি আমার এই ভাবনা ১০০% রাইট। ইম্পিমেন্ট আর ডিবাগিং করার আগে এর ভুল শুদ্ধ কিছুই বলা যাবে না। এটা এক্টাএ্যলগরিদম মাত্র

৬| ১৪ ই মার্চ, ২০১১ ভোর ৫:৫৫

অন্ধ আগন্তুক বলেছেন: আসিফ মহিউদ্দীন বলেছেন: চার্বাক, আপনি তো সাংঘাতিক! কিভাবে বুঝলেন এটা স্কুলপড়ুয়া খোকাবাবুর লেখা?

=p~ =p~ =p~

জাঝা !

১৪ ই মার্চ, ২০১১ সকাল ১০:৫৮

চে গুয়েভারা ২ বলেছেন: আরেক মাল্টি নিকে আইছে।

৭| ১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৮

রুদ্রপ্রতাপ বলেছেন: অন্ধ আগন্তুক মাল্টিনিক! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ আসল পড়া আর ব্লগের পড়া, দুইটাই ভালো কৈরা পড়।

মার্ক্সবাদের ছাত্র কৈয়া লজ্জা দিসনে রে, মার্ক্স বাদের ছাত্রদের সাধারণ জনগনের চেয়ে মিনিমাম ৩০% পড়াশুনা বেশি করা থাকে। সেখানে তোর লেখায় মনে হৈতেছে ৩০% কম আছে। :(

১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:২২

চে গুয়েভারা ২ বলেছেন: সাবেক ছাত্র। বলছি। আর পড়ার টাইম নাই।

৮| ১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:২৭

রিফাত হোসেন বলেছেন: বেশ কয়েকটি পুরাই মনগড়া লাগল :)

পুরাই সিস্টেমের বাহিরে ! :)

রাশিয়ার সাব মেরিনে রাশিয়ান, জার্মান সাবমেরিন জার্মান ভাষায় যন্ত্রপাতিতে লেখা থাকলে কেন বাংলাদেশের জাতীয় শিক্ষা বিদেশী ভাষায় হবে?

জার্মান ও রাশিয়াতে মাতৃভাষা সর্বস্তরে তাই তাদের ভাষার দাম আছে ।

আপনি যেহেতু দেশ কে কেন্দ্র করে বিপ্লবী চিন্তা করছেন তাই শিক্ষা ব্যবস্থাকেও বাংলা করার জোর দাবী যানাচ্ছি ।


আর দুই কোটি সেনাবাহিনী ! এটা কি চাট্টি খানি কথা ?

আপনি কি আরেকটি ইরান চিন্তা করছেন ? :)

আপনি পুরাই সেনা বহরের দিকে চেপে যাচ্ছেন ধীরে ধীরে । তবে এটাকে ইতি বা নেতী বাচক কিছুই দেখছি না । যেহেতু সামরিক বিপ্লবী বাহিনী । :)

তবে দেশকে প্রাধন্য দিলে মাতৃভাষাকেও দিতে হবে ।

না হলে আমাদের অবস্থান অন্যান্য দেশের তুল নায় নিচুতে ই থাকবে । মানে দেশাত্ববোধের দৃষ্টিতে । :)

বাংলা সাহিত্য পারা আর চর্চাতে রাখা মানে বাস্তবে ব্যবহার ঘটানো আসমান তফাত পার্থক্য । :)

১৪ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫৭

চে গুয়েভারা ২ বলেছেন: ভাই ভাষার ব্যপার টা হলো আমাদের উচ্চশিক্ষা প্র্য পুরোটআই ইংরেজী। আর ইংরেজী ভাষা ছাড়া আমাদের ভাষায় সেই মানের বই নাই। তা ছাড়া সেগুলো তোইরী করতে আমাদের আরো ১০০ বছর লাগবে। আপ্নি শুধ আমাকে হার্ভার্ড শিল্ডের বই গুলা মেডিকেলের বইগুলা অনুবাদ করে দেন। আমি আপ্নার সাথে যাব। আর সেনা ছাড়া আমরা আগ্রাশন ঠেকাতে পারবো না। আর কোন প্রশ্ন?

৯| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:০৫

অন্ধ আগন্তুক বলেছেন: লেখক বলেছেন: আরেক মাল্টি নিকে আইছে।
=p~ =p~ =p~

ইয়ে , আমার আসল নিক যেন কোনটা ? :| :|

লেখক বলেছেন: সাবেক ছাত্র। বলছি। আর পড়ার টাইম নাই।

পড়ার কোন বিকল্প নাই , এবং অল্প বিদ্যা যে ভয়ংকরী সেটা স্পষ্টই বোঝা যায় !

শুভবুদ্ধির উদয় হোক !

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৬

চে গুয়েভারা ২ বলেছেন: আমি পরছি এবং পড়ি। আমার বয়স ২০ সুতরাং এখনো আমি ১০০% সফল না। আরো অনেক কিছু বাকি আছে বুঝার। আর কু বুদ্ধি ছাইরা ভালো বুদ্ধি নিয়া আসেন

১০| ১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৯

বাদ দেন বলেছেন: সামরিক বাহিনী নির্ভর রাষ্ট্রের যুগ আর নাই,
অতিরক্ত দেশপ্রেম একরকমের অসুস্থতা। আমি আপনাকে সিরিয়াস্লি বলছি। দেশপ্রেমের উদ্ধে উঠুন , মারক্সবাদ বুঝতে পারবেন ।

তারা থাকবেন অবিবাহিত যতদিন তারা অই পদ হোল্ড করবেন একটি স্বতন্ত্র গোয়েন্দা বাহিনী এদের সবার উপর নজরদারী করবে। এই বাহিনী সম্পুর্ন সতন্ত্র থাকবে।


হিটলারী চিন্তাভাবনা, আমি আসলেই হতাশ । মানুষের সাইকোলজি আর মবসাইকোলজী রাশট্রে কি প্রভাব ফেলে জানেন

১৪ ই মার্চ, ২০১১ দুপুর ১:২০

চে গুয়েভারা ২ বলেছেন: আমার রাষ্ট চলবে সামরিক বাহিনীর নিয়মে। আর সইকোলজি নিয়ে কয়েকপর্ব পরে আসছি। অপেক্ষায় থাকুন। অবিবাহিত থাকার করণ এক্টাই তারা যাতে তাদের স্বন্তান্দের দিয়ে রাজতন্ত্রের ভাবনা ভাবতে না পারেন। কিউবা টিকে আছে। চীন টিকে আছে। রাইফেলেই যাদের মূল অস্ত্র। আর উগ্র জাতীয়তা বাদ ছাড়া আমি আমার দেশকে এগিয়ে নিতে পারবো না। আমি মধ্যপন্থা পছন্দ করি কিন্তু উগ্র পন্থায় কাজ সারি। আর আমি বার বার বলছি আমার ভাবনা ১০০% সঠিক আমি তা বলছি না। এইটা একটা এ্যাল্গরিধম মাত্র। এতে error থাকাটাই স্বাভাবিক। না থাকাটা অস্বাভাবিক। পুরো টা পরেন। ভাবেন। কারণ মানুষ কখনো তার জন্য ১০০% সঠিক পথ বের করতে পারে না। মার্ক্স ও পারে নাই। লেলিন স্ট্যালিন, হিটলার ,মাউ, আব্রাহাম , ফিদেল কেউ পারে নাই। আমি তো চে-২

১১| ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৪:২৬

পাস্ট পারফেক্ট বলেছেন: ২নং কমেন্টের জবাবে কইলেন আপনের বাল গজায় নাই, তাইলে উক্ত কেশ গুচ্ছ গজাইলে আবার লেখা শুরু কইরেন, কেমন?

১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৪

চে গুয়েভারা ২ বলেছেন: আজাইরা বকব্বকানির জন্য ব্লক

১২| ১৪ ই মার্চ, ২০১১ বিকাল ৪:৫৭

সাইকোপ্যাথ্‌ বলেছেন: অনেকটা কমিউনিজমের মতো সিস্টেম। তবে ইংরেজি সর্বস্তরের মাধ্যম ,এটা মানতে পারলামনা। ইংরেজি বাংলার পাশাপাশি চালু থাকতে পারে। আমাদের টিচারগুলোকে আরো ট্রেনিং দিতে হবে ইংরেজি বিষয়ে।

১৪ ই মার্চ, ২০১১ রাত ৯:৫০

চে গুয়েভারা ২ বলেছেন: কেন ইংরেজী তার ব্যখ্যা আসবে পরের পর্বে। অপেক্ষায় থাকুন। আর এটা কমিউনিজম ঘেসা।

১৩| ১৫ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪৪

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: ভাই ভাষার ব্যপার টা হলো আমাদের উচ্চশিক্ষা প্র্য পুরোটআই ইংরেজী। আর ইংরেজী ভাষা ছাড়া আমাদের ভাষায় সেই মানের বই নাই। তা ছাড়া সেগুলো তোইরী করতে আমাদের আরো ১০০ বছর লাগবে। আপ্নি শুধ আমাকে হার্ভার্ড শিল্ডের বই গুলা মেডিকেলের বইগুলা অনুবাদ করে দেন। আমি আপ্নার সাথে যাব। আর সেনা ছাড়া আমরা আগ্রাশন ঠেকাতে পারবো না। আর কোন প্রশ্ন?

_--------------

জ্বী আমি একটু ভাষার ব্যাপারে গোড়াঁ । :) যদিও ২১শে ফেব্রুয়ারীতে ফুল দিতে যাই না । দুই রাকাত নফল নামাজ পড়তে ভালবাসি । :)

--
আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক জার্মান বা অস্ট্রিয়ানদের সাথে পরিচিত হয়েছি । হিটলার সম্বন্ধে জানতে ও বুঝতে পেরেছি । হিটলার নিজের স্বার্থকে গুরুত্ব দিলেও তার উথ্থান ছিল দেশ প্রেম থেকে ।
:)

সে সর্ব স্তরে মাতৃভাষা জার্মানকে উঠিয়ে নিয়ে আসে । সব কিছু সব সব সব ।
বুঝাতে পারছি কিনা জানি না ।

তাদের জার্মান প্রেম আমাদের ২১শে ট্রেডিশেন কেও হার মানাবে ! কারণ তারা শুধু দেখানো নয় বরং করেও দেখায় ।

এর পরে আসি তুর্কিতে :)

ব্যক্তিগতভাবেও র্তুকিদের সাথে পরিচিতি আছে । :) তারা তাদের তুর্কি ভাষাকে এতই পছন্দ করে যে পারলে জোর করেই তাদের ভাষায় আমাদার কথা বলতে বাধ্য করায় !

কিন্তু আমরা !

এবার আসি কামাল আতারতুক এর যুগে বেটা অনেকটা জোর করেই ল্যাটিন হরফ ঢুকায় তুর্কি ভাষায় ! এটা নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না । একটু নেট থেকে পড়ে নিবেন । লিখলে অনেক লিখা যায় । যেহেতু তুর্কিদের পাশেই থাকি । :)

এখন যদি হিটলার আর কামাল আর্তাতুক এর জীবদ্দশায় এত উন্নত করতে পারে সেখানে আপনি চে .২ কেন পারবেন না?

আপনি যদি কাল্পনিকভাবে এতদূর আগাতে পারেন তাহলে আপনার কাছে ১০০ বছরতো ১ বছর হবার কথা ! :)

কারণ হিটলার ও কামাল আর্তাতুক বাস্তবে করলে আপনি করবেন কল্পনায় । তাহলে শত গুণ দ্রুত হওয়া কঠিন কিছু না । :)
ঠিকাছে ১০ বছরই দিলাম কিন্তু আপনারও ভাষাগত রিফর্ম করা উচিত ।



সারা পৃথিবীতে ইংরেজীর পর বাংলা চলবে । ;)

দেখেন না সাই ফাই ইংরেজী ছবিতে যে মাঝে মাঝে চাইনিজ জাপানিজ ভাষার সমাহার দেখা যায় ।:) কারণ ধারণা করা হয় এই সব ভাষা ভবিষ্যতে ইংরেজীর পরেই অবস্থান করবে । :)


১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১:০৬

চে গুয়েভারা ২ বলেছেন: হ্যু কথা গুলো সত্যি। কিন্তু ব্যপারটা হলো। আমাদের অর্থমন্ত্রী বাংলায় কথা বলতে পারে না। আমাদের ইউনুস ভাই ইয়ের মেয়ে বাংলা বলতে পারে না। আমাদের ওয়ারফেজের কমলদা বাংলা বলে না বললে তার জিভ খসে পরবে। আমাদের প্রাইভেট ভার্সিটি গুলো তে বাংলার প্রবেশ নিষিদ্ধ। তা হলে আমরা যদি পুরোটাকেই ইংরেজীতে নিয়ে আসি তাই কি ভালো নয়। অথবা আমাদের বদলাতে হবে। যেটা বাস্তবিক ভাবে কঠিন। আমাদের রেডিও জকিদের দেখেন। বুঝবেন কত কষ্ট পায়া এই সিদ্ধান্ত নিছি

১৪| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৩

কাঙ্গাল মুরশিদ বলেছেন:
"আমি মার্ক্সবাদের সাবেক ছাত্র।"

ধন্যবাদ সাবেক হতে পারার জন্য।
কার্ল মাক্স যে সমাজ ব্যাবস্থায় কাজ করেছেন সেই সমাজ আজকে অনেক বদলে গেছে। সুতরাং তাঁর প্রনিত মতবাদ আজকের বাস্তবতায় অচল। আপনি যে তার চিন্তাধারাকে ছাড়িয়ে যাওয়ার চেস্টা করছেন এটাই গুরুত্বপুর্ণ। এ'ভাবে চেস্টা করতে থাকলে আশা করা যায় নতুন যুগের নতুন মতবাদ আবিষ্কার করতে সময় লাগবে না। তবে আপনার চিন্তায় এখনও 'সামরিক' ও অতিমাত্রায় 'নিয়ন্ত্রন' এর বিষয়গুলি প্রকটভাবে দেখা যাচ্ছে। বর্তমান সময়ের মানুষ 'নিয়ন্ত্রিত' হতে পছন্দ করে না - চেস্টা করে দেখুন এমন কোন মতবাদ উপস্থাপন করতে পারেন কি না যেখানে মানুষ রাস্ট্র, সেনাবাহিনী বা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজের বিবেক অনুযায়ী চলার স্বাধীনতা পাবে। নিয়ন্ত্রন একেবারে তুলে দেয়া সম্ভব নয় - তবে যত কম হয় ততই মঙ্গল। দেখছেন না আরব বিশ্বের মানুষ কিভাবে ফুসে উঠছে সকল নিয়ন্ত্রনের বিরুদ্ধে।

১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৫

চে গুয়েভারা ২ বলেছেন: কুত্তার লেহ সোজা হয় না। পাবলিক ওই লেজের মতো। অইটা টাইন্না ধইরা না রাখলে অইটা সোজা হবে না। আর অতিমাত্রায় নিয়ন্ত্রন ছাড়া আমরা শিকল ছিরতে পারবো না। ওইটা করার জন্যই আমাদের কঠোর হতে হবে। আর আরব বিশ্বে যা হচ্ছে তা নিছক এক্টা নাটক। ক্ষমতা কে নিচ্ছে আর্মি। আর তাদের পেছনে আছে। আমেরিকা। তাই ওইটা আরো কোঠিন ভাবে বন্দি হোয়ার অপর নাম

১৫| ১৫ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০০

কাঙ্গাল মুরশিদ বলেছেন: "আর অতিমাত্রায় নিয়ন্ত্রন ছাড়া আমরা শিকল ছিরতে পারবো না। ওইটা করার জন্যই আমাদের কঠোর হতে হবে।"

চমৎকার চিন্তা - শিকল ছেড়ার জন্য অতিমাত্রায় নিয়ন্ত্রন, মানে আর এক শেকল পরাতে হবে। অনেকটা তপ্ত কড়াই থেকে বাঁচার জন্য জ্বলন্ত চুলায় ঝাপ দেয়ার বুদ্ধি!!

আপনি যেভাবে নিয়ন্ত্রন করতে চাচ্ছেন সেটা আপনার কাছে ভাল মনে হচ্ছে এ'জন্যই যে আপনি ভাবছেন আপনি বা আপনার মতবাদই নিয়ন্ত্রকের ভুমিকায় থাকবে - আমরা সবাই নিয়ন্ত্রক হতে খুবই পছন্দ করি!! যদি অন্যভাবে চিন্তা করেন - ধরেন আপনার মত কঠোর নিয়ন্ত্রন হল অন্য মতবাদ অনুসারে আর আপনি সেই নিয়ন্ত্রনের অধীনে কঠোরভাবে নিয়ন্ত্রিত হলেন - তখন কেমন লাগবে?

বর্তমানে আমরা পুঁজির আগ্রাসন দ্বারা নিয়ন্ত্রিত, আপনি বলছেন সামরিক নিয়ন্ত্রনের কথা, আর এক গ্রুপ বলছে ধর্মীয় নিয়ন্ত্রনই শ্রেষ্ঠ - ভাই দয়া করে নিয়ন্ত্রন, কঠোর নিয়ন্ত্রন, শিকলে বাঁধা - এ'সবের বাইরে সত্যিকারের মুক্তির কথা কিছু বলুন। আর পাবলিকরে 'কুত্তার লেজ' বলার আগে নিজের লেজের কথা একটু চিন্তা করা উচিত নয় কি? আপনার লেজ যখন অন্যরা সোজা করতে চাইবে তখনই বুঝবেন লেজ সোজা করা কাকে বলে।

১৫ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২১

চে গুয়েভারা ২ বলেছেন: ভাই প্রভা এক্টা পোলার সাথে আকাম করছে। আপ্নি তা দেখছেন। এইটা স্বাধীনতা। সবাই যদি এই ভাভে এগোয় তা হবে ১০০ বছরের মাঝে মানবসভ্যতা থেকে বাঙ্গালী হারিয়ে যাবে। কারন তা হলে কেউ বাচ্চা নিতে চাইবে না। আমি সিনিয়ার সিটিজেন দিয়ে কি করবো। কেন এই নিয়ন্ত্রণ তা আমি আরো পরে বল্বো। আর নিয়ন্ত্রণ ছাড়া কে মুক্ত? কিউবায় ১০০ ভাব নিয়ন্ত্রণ। চীন শতভাগ নিয়ন্ত্রণ রেঝেছে। ওরা তো আমাদের মতো প্রতিদিন কোপা কোপি করে মরে না। আর আমি নিয়ন্ত্রক না। জনগন নজেরাই সেনা। ওরা প্রত্যক্ষ ভাবে নিজেদের নিজেরাই নিয়ন্ত্রণ করবে। সে ক্ষেত্রে এর চেয়ে মুক্ত ব্যবস্থা আর কি হতে পারে?

১৬| ১৬ ই মার্চ, ২০১১ ভোর ৬:৩৯

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: হ্যু কথা গুলো সত্যি। কিন্তু ব্যপারটা হলো। আমাদের অর্থমন্ত্রী বাংলায় কথা বলতে পারে না। আমাদের ইউনুস ভাই ইয়ের মেয়ে বাংলা বলতে পারে না। আমাদের ওয়ারফেজের কমলদা বাংলা বলে না বললে তার জিভ খসে পরবে। আমাদের প্রাইভেট ভার্সিটি গুলো তে বাংলার প্রবেশ নিষিদ্ধ। তা হলে আমরা যদি পুরোটাকেই ইংরেজীতে নিয়ে আসি তাই কি ভালো নয়। অথবা আমাদের বদলাতে হবে। যেটা বাস্তবিক ভাবে কঠিন। আমাদের রেডিও জকিদের দেখেন। বুঝবেন কত কষ্ট পায়া এই সিদ্ধান্ত নিছি





.........

মানতে পারলাম না । :)
কষ্ট পেয়ে যখন বর্তমান পুজিবাদ গনতন্ত্রের খড়গ হয়ে চে - ২ সমরে নামতে পারলে .. কেন ভাষার জন্য বাংলাকে আগে দিতে পারবেন না ?

একটা মজার কথা জানেন অস্ট্রিয়া বা জার্মান এ প্রথম জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে যে জার্মান সম্বন্ধে কতটুকু জ্ঞান আছে ? !!! বিদেশী বা দেশী সবার ক্ষেত্রেই !

কিন্তু বাংলাদেশে .. প্রথমে জিজ্ঞাসা করে ইংরেজী কতটুকু জানি ! :)

এই কথা যখন আমার জার্মান কলিগকে কাম ফ্রেন্ডকে একবার বলেছিলাম অনেক আগে । সে তখন হাসতে হাসতে লুটোপুটি খেয়েছিল । :(

যাই হোক ।

দেশে উন্নতির জন্য যদি চে ২ হতে পারেন তাহলে বাংলাকেও আগে আনা উচিত ।

চিন্তা করছি আপনার লেখায় অনুপ্রাণিত হয়ে অনেকটা কপি করে একটা চে - ৩ সমগ্র রচনা তৈরী করব । :)

অলরেডি মিশন ফারাক্কা থেকে মিশন গাংচিল তৈরী করেছি তাই চে ২- থেকে চে -৩ তৈরী করা কঠিন কিছু না ।

সেখানে যেগুলো আপনি এড়িয়ে গেছেন সুযোগের আপডেট থাকবে কঠিন ভাবে । আমি এশিয়া ছাড়িয়ে বিশ্ব কে চ্যালেঞ্জ করব ।

জয় বাংলা, জয় বাংলাদেশ
মাতৃভূমি আমার সোনার বাংলাদেশ । :)

পাদ টিকা: একটু এক্সাইটেড হয়ে গেছি । :D


-------



লেখক বলেছেন: ভাই প্রভা এক্টা পোলার সাথে আকাম করছে। আপ্নি তা দেখছেন। এইটা স্বাধীনতা। সবাই যদি এই ভাভে এগোয় তা হবে ১০০ বছরের মাঝে মানবসভ্যতা থেকে বাঙ্গালী হারিয়ে যাবে। কারন তা হলে কেউ বাচ্চা নিতে চাইবে না। আমি সিনিয়ার সিটিজেন দিয়ে কি করবো। কেন এই নিয়ন্ত্রণ তা আমি আরো পরে বল্বো। আর নিয়ন্ত্রণ ছাড়া কে মুক্ত? কিউবায় ১০০ ভাব নিয়ন্ত্রণ। চীন শতভাগ নিয়ন্ত্রণ রেঝেছে। ওরা তো আমাদের মতো প্রতিদিন কোপা কোপি করে মরে না। আর আমি নিয়ন্ত্রক না। জনগন নজেরাই সেনা। ওরা প্রত্যক্ষ ভাবে নিজেদের নিজেরাই নিয়ন্ত্রণ করবে। সে ক্ষেত্রে এর চেয়ে মুক্ত ব্যবস্থা আর কি হতে পারে?



ছ>>>>>>>

মানতে পারলাম না । :)
কারণ তাহলে উন্নত বিশ্বের এরকম দেশ বা আরব দেশ অনেক জাতি আগেই হারিয়ে যেত ।

:)
ইটালীর পি এম যখন করতে পারে । আর একটু মানুষ বাদ নাই করে না । ৮০ % মানুষ অতি স্বাধীন মানে সেক্সের উপর ইউরোপীয়ান যুগ যুগ ধরে কই ! আমি তো দেখিনা তাদের জাতি ধ্বংস হয়ে যেতে !

সুতরাং ... :)

যাই হোক ।


পোষ্টাব আমিও আমি চে - ৩ আপগ্রেড । ঘোষনা দিলাম ।

১৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৯

চে গুয়েভারা ২ বলেছেন: ভাই জার্মানরা নিজেদের রয়েল ব্লাড মানে। তা তো জানা আছে। আমাদের কয়জন মানুষ সেই দেশ প্রেমে উদ্দুদ্ধ? অপেক্ষা করুন। নতুন পর্বে আরো জিনিস আসছে।
আপনার ১য় প্রশ্নে আসি। আপ্নি জার্মান দেখেছে। তারা এখন মানুষ খোজে। তাদের মাঝে। বিশ্বাসের অভব। তা মুলতই এসেছে এই অত্যাধিক স্বাধীনতা থেকে। স্বাধীনতায় এক্টু নিয়ন্ত্রন দরকার আছে। রাশিয়া এখন ৫বাচ্চার মা কে পুরুষ্কার দেয়? কেন? বিশ্বাসের অভাব। বিশ্বাস আপ্নি বিয়ে করলেন আপনার মনে বিশ্বাস নেই আপ্নার স্ত্রী আপ্নাকে ছেড়ে চলে যাবে কি না! আপনি বাচ্চা নেবেন কেন? একটু মানব সাইকোলজি নিয়ে ভাবুন। খেয়াল করুন রাশিয়াতে কজের মানুষের অভাব হয়েছে। আর চে ৩ মানে কি? আমি আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আরো অনেক মানুষের লেখা থেকে উদ্ধুদ্ধ হয়ে এই লিখা।

১৭| ১৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: এর কারণ হলো আমাদের দেশের ছেলেরা যখন বিদেশে যায় তখন তাদের এই ভাষা নিয়ে খুব প্রব্লেম হয়। আমাদের পাশের কোলকাতা এগিয়ে যাচ্ছে কারন হলো ইংরেজী। ইংরেজী সাথে সাথে অন্য ভাষার ব্যপার এবং যুক্তি আসবে পরের পর্বে




ইহা একটি ছাগলোপযুক্ত কথা যা মূলত ছাগলটাইপ প্রজাতীদের মুখে মানায়!

আমরা কথায় কথায় ভারত কলকাতা কি পড়ায় সেটা বলি এটাও আসলে কম জানার একখানা পরিনত লক্ষন!

কিছু উদাহরন দেই জার্মানী তাদের অনেক কোর্স জার্মান ভাষায় পড়ায়, সুইডীশরা ইংলিশে পড়ালেও তাদের বেশীর ভাগ বই নিজেদের লেখক দ্বারা সুইডীশে লেখা। এরকম আরো বেশ কিছু দেশ আছে যারা এটা করে ফেলেছে জাপানের নামটা পয়েন্ট টু বি নোটেড!

এখন আসি আমাদের দেশের কথা! আমাদের দেশে বেশীর ভাগ টেকনিক্যাল টার্মের বাংলা করা হয়েছিলো ৬০ এবং ৭০ দশকের কিছু পন্ডিতেরা যা মূলত খুবই সুন্দরভাবেই তারা করছেন! একখান কথা কই ইউনিভা্র্সরে আমরা বাংলায় কই মহাবিশ্ব!

কিন্তু ইউনিভার্সের আভিধানীক সিনটেক্স এর অর্থ বের করলে হবে একক পংক্তি! তার মানে তারা এই মহাবিশ্বকে একক বিশ্ব বলেই জানে কিন্তু এম থিওরেম অনুযায়ী সমান্তরাল মহাবিশ্ব এখন একটি প্রতিষ্ঠিত সত্যে রূপ নিতে যাচ্ছে আর হিগস বোসন যদি নাই পাওয়া যায় তাহলে এটার উপর ব্যাপক চর্চা করা হবে! তার মানে দেখা যাচ্ছে যারা মহাবিশ্ব নামটা রেখেছেন তারা অনেক দূর ভেবেই করে ছিলেন!

৮০ বা ৯০ এর পর এটা থমকে গেলে মুতী সাহেব এবং ওয়াজেদ মিয়া স হ বেশ কয়েকজন আবারো এর এটেম্ট নেয়, পরে ওয়াজেদ মিয়া নানা কারনে এখান থেকে সরে আসেন! মুতী সাহেব মারা যাবার পর বাংলায় এসব বৈজ্ঞানিক টার্মের বাংলা করাটা আজও কেউ হাত দিলো না! টেকনিক্যাল জিনিস ইংলিশে পড়তেই হবে এটা কেমন কথা? একটা ছেলে যেভাবে ভালো বুঝবে তাকে সেভাবেই বুঝাতে হবে তার জন্য তাকে ছোট বেলা থেকে নিজের ভাষা ভুলিয়ে ইংলিশে শিখাতে এটা আসলেই বোকাদের কথা!

ইউরোপে ইংলিশ চলে না, আজকাল ব্রিটিশরা দলে দলে জার্মান স হ নানা ইউরোপীয়ান ভাষা শিখছে কারন একটাই ক্যারিয়ারে ডাইনামিজম তাই বলে তাদের নিজের ভাষাটা ফেলে দেয়নি আর অন্যান্যরা এটাকে আর রীচ করতে পেরেছে!

আপনি নিজের ভাষাকে উন্নত না কইরা ভাষাটারে পরিনির্ভরশীল করাইয়া কেমুন দেশ গঠন করবেন সেইটা জানা হইয়া গেছে! কলের টেপ দিয়া মাথা ধুইয়া আসেন যদি এই যুক্তির পাল্টা যুক্তি না দেন!

১৬ ই মার্চ, ২০১১ রাত ৯:০৩

চে গুয়েভারা ২ বলেছেন: আচ্ছা চিনারা গণ হারে ইংরেজী শিখছে। তাদের চাকরির দরকার। আর আমাদের দেশের শিক্ষা স্ট্রাকচার দেখতে হবে। সমাজ একদিনে বদলায়া দেয়া যায়। কিন্তু শিক্ষা ব্যবস্থা। ৭১ গেছে এখনো আমরা বৃটিশ স্টাইল ফলো করি। জার্মান রা তুর্কিরা তার তাদের ভাষাকে ল্যটিনি করণ করছে। আমাদের সেই পথে এগুতে হলে ইংরেজী নির্ভরতার কোন বিকল্প নাই। আমি ভারত কে টানি না। কিন্তু শয়তানের সাথে পাল্লা দিতে হইলে আপ্নাকে বড় শয়তান হতে হবে।
আর ট্যাকনিক্যাল লাইনে সব বাংলা। কিন্তু অই বই গুলোর মান নিয়ে লেখকরা নিজেরাই সন্ধিহান।আর bsc পুরোটাই ইংরেজী। আর আমাদের শিক্ষা ব্যবস্থা চলে বা চালানোর চেস্টা করা হয় প্রচীন বৃটিশ স্ট্যান্ডার্ডে। আমি বাংলা মিডিয়ামের ছাত্র। আমি ভার্সিটি তে যেয়ে বুঝি আমি ইংলিশ মিডিয়ামে হলে আমার কি কি সুবিধা হতো। আর্মির কমান্ড কিন্তু মূলতই ইংরেজী।
আর আমি তো বলছি। আপনি আমার বই অনুবাদ করে দেন। আমি বাংলার জন্য জান দেব। উইকিতে বাংলা করার জন্য আমি কাজ করছি। কিন্তু আমার স্ট্রাকচার নাই আমি কি মাঠে দাড়ায়া লড়বো। ৫২ থেইক্কা তো লড়াই হইছে। কয় জায়গায় বাংলার ব্যবহার বাড়ছে? আমাদের দেশে বাংলা বলার কোন স্ট্যন্ডার্ট নাই। আমরা ইচ্ছা মতো কথা বলি। এইভাবে চললে শিক্ষক পড়াবেন নোয়াখাইল্লা বাংলায়। আর ছাত্র দেবে বরিশাইল্লা বাংলায়। আর কিছু কি বলার দরকার আছে?

১৮| ২০ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৪৫

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: আচ্ছা চিনারা গণ হারে ইংরেজী শিখছে। তাদের চাকরির দরকার। আর আমাদের দেশের শিক্ষা স্ট্রাকচার দেখতে হবে। সমাজ একদিনে বদলায়া দেয়া যায়। কিন্তু শিক্ষা ব্যবস্থা। ৭১ গেছে এখনো আমরা বৃটিশ স্টাইল ফলো করি। জার্মান রা তুর্কিরা তার তাদের ভাষাকে ল্যটিনি করণ করছে। আমাদের সেই পথে এগুতে হলে ইংরেজী নির্ভরতার কোন বিকল্প নাই। আমি ভারত কে টানি না। কিন্তু শয়তানের সাথে পাল্লা দিতে হইলে আপ্নাকে বড় শয়তান হতে হবে।
আর ট্যাকনিক্যাল লাইনে সব বাংলা। কিন্তু অই বই গুলোর মান নিয়ে লেখকরা নিজেরাই সন্ধিহান।আর bsc পুরোটাই ইংরেজী। আর আমাদের শিক্ষা ব্যবস্থা চলে বা চালানোর চেস্টা করা হয় প্রচীন বৃটিশ স্ট্যান্ডার্ডে। আমি বাংলা মিডিয়ামের ছাত্র। আমি ভার্সিটি তে যেয়ে বুঝি আমি ইংলিশ মিডিয়ামে হলে আমার কি কি সুবিধা হতো। আর্মির কমান্ড কিন্তু মূলতই ইংরেজী।
আর আমি তো বলছি। আপনি আমার বই অনুবাদ করে দেন। আমি বাংলার জন্য জান দেব। উইকিতে বাংলা করার জন্য আমি কাজ করছি। কিন্তু আমার স্ট্রাকচার নাই আমি কি মাঠে দাড়ায়া লড়বো। ৫২ থেইক্কা তো লড়াই হইছে। কয় জায়গায় বাংলার ব্যবহার বাড়ছে? আমাদের দেশে বাংলা বলার কোন স্ট্যন্ডার্ট নাই। আমরা ইচ্ছা মতো কথা বলি। এইভাবে চললে শিক্ষক পড়াবেন নোয়াখাইল্লা বাংলায়। আর ছাত্র দেবে বরিশাইল্লা বাংলায়। আর কিছু কি বলার দরকার আছে?






.................. বিশ্বকে দেখুন ও জানুন ।

তুর্কীর আর্মির কমান্ড তুর্কী ভাষায় !


আর অস্ট্রিয়া বা জার্মান দেশের বিভাগের মৌখিক ভাষা ভিন্ন হয় মাঝে মাঝে এত পড়াতে সমস্যা হতে দেখি না । এমনকি তুর্কিতেও এইরকমই ।

আর রাশিয়ানরা ইংরেজীর ধার ধারে নাই ।;)



সুতরাং বাংলাও সম্ভব । :)

২০ শে মার্চ, ২০১১ দুপুর ১:১৯

চে গুয়েভারা ২ বলেছেন: কিন্তু বাংলা কেন সম্ভব? পৃথিবীতে কত লোক বাংলা বলে?

১৯| ২১ শে মার্চ, ২০১১ ভোর ৪:৫১

রিফাত হোসেন বলেছেন: এখন ঘুমাবো , :) পরে আলোচনা করব । :)

২০| ২১ শে মার্চ, ২০১১ ভোর ৫:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন: আর bsc পুরোটাই ইংরেজী। আর আমাদের শিক্ষা ব্যবস্থা চলে বা চালানোর চেস্টা করা হয় প্রচীন বৃটিশ স্ট্যান্ডার্ডে। আমি বাংলা মিডিয়ামের ছাত্র। আমি ভার্সিটি তে যেয়ে বুঝি আমি ইংলিশ মিডিয়ামে হলে আমার কি কি সুবিধা হতো। আর্মির কমান্ড কিন্তু মূলতই ইংরেজী।

তার মানে আপনের কথা অনুসারে আমরা যারা বিএস সি পাশ লইছি তারা সব না বুইজা পাশ লইছি! আর না হইলে আপনে খালি বুঝতাছেন না দেইখা এখন সবাইরে ঘাড়ে ধইরা ইংরেজী শিখাও! কি যুক-তি, যুক-তি শুইনা মন চায় যাই বলিহারী! ভালা কথা আমাগো ব্যাচে একখান পোলাও পাই নাই ইংলিশ মিডিয়ামের। তার পরের ব্যাচগুলানে মনে হয় হঠাৎ দিয়েকটা আসতো তারা তাও ইতশাসের পাতায় হারাই যাইতো! বুয়েটে মনে হয় ব্যাচে খুব অল্প সংখ্যক ইংলিশ মিোডিয়ামের পুলা ঢুকে। আপনের তথ্য অনুসারে বুয়েটে যারা প্রত্যেক বছর গোল্ড মেডেল পায়, অথবা চুয়েট রুয়েট কুয়েটে পায় তারা সবটি ইংলিশ মিডিয়াম? এমুন যুক্তি দেন কেন যেগুলানের সাথে বাস্তবের ফারাক মেলা!

জার্মান ল্যাটিন আনছে আর তুর্কী কি আনছে এইটা যদি এখন ধইরা বসেন তারা সবকিছুতে ল্যাটিনোকরন করতাছে তাইলে কি কমু? যুক্তি এইখানও বালিহারী! ভালা কথা আজকাল বাংলায় হিন্দি উর্দুো ফিউশন ঘটে, তাইলে কি পুরা দেশ পাকিস্তান বা ভারতীয়ান হইয়া যাইতাছে? সুইডীশ ভাষা বেশীরভাগ ইংলিশ বিকৃত কইরা, ডেনিশ সুইডিশ খুব কাছাকাছি তাইলে তারা সব সুইডীশ নাইলে ইংলিশিকরন হইয়া গেছে তাই না? অফিসিয়াল ল্যাঙ্গু কি জানা আছে ভাইডি? হায়রে যুক্তি !



শুনেন, কেউ কারো বই অনুবাদ কইরা দিবো না। ইংলিশ সেকেন্ড লয়ানঘ্গুয়েজ হিসাবে শিখবেন, কোনো কিছু না বুঝলে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিবেন, শিখার চেষ্টা করবেন। পারলে নতুন কিছু আবিষ্কার করবেন নাইলে যারা আবিস্কার করছে তাগোটা ইমপ্লিমেন্ট করবেন আপনের দেশীয় কায়দায়!

আর সেনাবাহিনী কেন্দ্রিক যারা গেবষনা চালাইতে চায় তাগো বুদ্ধি যে এখনো ১৯৪০ সালে পইড়া আছে এইটা মনে হয় কোনো গাধায়ও বুঝাইতে পারবো না! খালি আমেরিকা ধইরা বইসা থাকবো অথবা বকলম দেশ ঈড়ানী তুড়ানী নিয়া স্বপ্ন দেইখা স্বপ্নদোষ ঘটলে তাগো রাস্ট্রচিন্তা আসলে পাগলের চিন্তা সেইটা কেমনে বুঝায়! গবেষনার একমাত্র স্হান হবে ইউনিগুলান আর তার সহ যোগী রিসার্চ ইনস্টিউট যেখানে শুদঃু মেধার ভিত্তিতে এবং তাদের কাজের একাগ্রতার ভিত্তিতে এই দুই চাবিকাঠী দ্বারাই সলেকশন করা হবে তারপর প্রেজক্ট বেজড কাজ হবে যেখানে মৌলিক এবং তার বাস্তবিক প্রয়োগ হবে দেশীয় কাচামালের সরবারাহের উপর নজর রেখে! এইটা যেদিন মাথায় ঢুকবো সেইদিন মনে হয় আপনের াস্ট্র চিন্তা সফল হইবো। মনে হয় গবেষনা সম্পর্কে কুনো আিডিয়া নাই! খালি লেনিন পেলনিন পইরা আর ১৯৪০ এর হিরলারী আর সিআইএ র কাহিনী আর সায়েন্স ফিকশন গুজব পইরা মাথাটা খাইছেন!

যুক্তি দেখান, উপাত্ত দেখান, নাহলে ওগুলো আগে পড়েন, তারপর সেগুলা নিয়া কমসে কম ১ বছর চিন্তা করবেন, টারপর এই লেখাটা আবার লিখবেন!

২২ শে মার্চ, ২০১১ রাত ১:৪৩

চে গুয়েভারা ২ বলেছেন: আচ্ছা দেশে কত জন মানূষ বুয়েটে পড়ে? আর কত জন জাতীয়তে পড়ে?
আর সি আই এ আছে থাকবে। এখন আছে এফ বি আই। আপ্নারা তাদের এজেন্ট।
আর ইংলিশ বানান জানে না মানুষ। সেইখানে তাকে আমি বাদ্য করতে পারি পাশ করার জন্য পরতে। আর ভাই এই টোপিক্টআ কিন্তু এখনো আন কম্পলিট। দেখেন পরের পর্বে আশা করি আপ্নার চুল্কানি কম্বে।

২১| ২১ শে মার্চ, ২০১১ ভোর ৫:৩৯

বাদ দেন বলেছেন: উদাসী স্বপ্ন , আপনার কথা পছন্দ হইসে এ ব্যাপারে একটা আলাদা ব্লগ দিয়েন

২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৬

চে গুয়েভারা ২ বলেছেন: দিবে নে। আপ্নিও দিয়েন

২২| ২১ শে মার্চ, ২০১১ ভোর ৫:৪১

রিফাত হোসেন বলেছেন: উদাসী সাহেবকে ++++++++ :)

২২ শে মার্চ, ২০১১ রাত ১:৩৫

চে গুয়েভারা ২ বলেছেন: ধ্ন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.