![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহিরে তুমুল বর্ষণ, ঝড়োমেঘ বইছে আকাশ জুড়ে
আজ তোমাকেই বড্ড প্রয়োজন আমার,
ক্ষণিক মুহূর্তের আগমন তৃপ্তি বোধ নয়, অতৃপ্তি বাড়ায়!
তাই আজ সম্পূর্ণ করে তোমাকেই চাই আমার।
সেই কোন সুদূরে, বৃষ্টিমুখর এক সন্ধ্যায় জলের কণায়
আমি ছুঁতে চেয়ে হারিয়েছিলাম তোমায়,
বিষন্ন এক দুপুরে, একাকী পরিব্রাজনের প্রাক্কালে
একান্ত করে পেয়ে নিতে পারিনি তোমায়,
নি:সীম রাত্রির গহনে রহস্য মন ডুবে যেতে যেতে
এসেছিলে তুমি ফিরিয়ে দিয়েছি তোমায়।
আজ নিকোটিনের বিষ বাষ্পে জ্বালা ধরানো দুচোখ
খুঁজে ফিরছে তোমায়, দুদণ্ড আশ্রয়ের আশায়;
আশান্বিত মন আজ শুধুই তোমার প্রতীক্ষায়।
সামনে বিশাল জলধি, সাত রঙা কাব্যের ঢেউয়ে দোদুল্যমান,
হতাশার নিমজ্জনেও যেন মুক্তোবেশে চমকায়
তবুও বিন্দুসম আক্ষেপ, ঘুরপাক খায় মনের আঙিনায়।
বাহিরে তুমুল ঝড়,
ভেতরের ঘরে শুধু তোমারই নামে
অবিরত বৃষ্টিধারা বয়।।
২| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: পৃথিবীতে অপেক্ষা সবচেয়ে কষ্টের।
৩| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২০
ANIKAT KAMAL বলেছেন: এতোই চমৎকার ভাষা ভাষা হারিয়ে ফেললাম
৪| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪১
ভবঘুরে যাত্রি বলেছেন: প্রতিক্ষার অবসান ঘটুক এই কামনা
৫| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৮
ধ্রুবক আলো বলেছেন: প্রতীক্ষার অবসান ঘটুক, শুভ কামনা।
৬| ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪
ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: অসাধারণ।
৭| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:১০
রেহনুমা আক্তার বলেছেন: ধন্যবাদ অজস্র!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২৮
সিনবাদ জাহাজি বলেছেন: প্রতিক্ষার অবসান ঘটুক এই কামনা