নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাড্ডি খিজিরের মত ঠোঁটকাটা হইতে চাই শেষমেশ ওসমান অরফে রঞ্জু হয়াই দিন কাটে। রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কী আছিলো সেইটা অনুভব করার খুব শখ আছিলো, জীবনদা তো আর নাই। তার কথা মনে হইলেই শোভনার ব্যর্থ প্রেমিক, লাবণ্যের ব্যার্থ স্বামী মনে হয়।

রেজাউল করিম সাগর

একজন লক্ষ্যহীন পথিক, পথে নেমেই পথকে চিনি - লক্ষ্যকেও।

রেজাউল করিম সাগর › বিস্তারিত পোস্টঃ

" একটি আপাত ব্যর্থ অভিযান - জাদুবাস্তবতার খোঁজে কাফকা থেকে গার্সিয়া মার্কেজ , অবশেষে জীবনানন্দের কাব্যে বাংলার জাদুবাস্তব রূপ আবিষ্কার। "

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

(নোট - তখন জাদুবাস্তবতা, সুররিয়ালিজম এইসব নিয়ে ঘাটাঘাটি করতে ভাল্লাগতো। নিতান্ত কাচা হাতের হাবিজাবি লেখা)


জাদুবাস্তবতার খোঁজে পড়েছি গার্সিয়া মার্কেজ থেকে ফ্রান্ৎস কাফকা ।

হেটে চলে গেছি কলম্বিয়া থেকে প্রাগ ।

কলম্বিয়ার পথে পথে কর্নেলের চিঠি কিংবা নীল কুকুরের চোখের আশায় হেটে চলেছিলাম নিঃস্বঙ্গতার একশো বছর ।

আর প্রাগের সার্কাসে খুঁজি সেই অনশনশিল্পীকে ,

যে অনশন শিল্পের প্রতি আত্মনিবেদিত ।

দন্ড উপনিবেশে শেষ রায়ের প্রতীক্ষায় থেকে গ্রেগর সামসার মত হয়ে যাই এক বিশালকায় বিষণ্ন তেলাপোকা ।

জাদুবাস্তবতা খোঁজে খোঁজে যখন ক্লান্ত হয়ে ফিরেছি এই বাংলার সবুজে শ্যামলে ,

তখন ঘাসের বুকে শিশিরবিন্দু দেখে ,

ছাতার মতন পাতাটির নিচে দোয়েলের মধুকণ্ঠী শীষ শোনে ,

আর পাখির নীড়ের মত চোখের অধিকারিণী নাটোরের বনলতার সেনের দিকে তাকিয়ে অনুভব করলাম ,

আমাদের অতিপ্রিয় জীবনানন্দ দাশ , বাংলার ঘাস , মাটির স্পর্শে স্পর্শে ছড়িয়ে গেছেন নিরন্তর জাদুবাস্তবতার উপাদান ।

ঠিক তখনই ইউরেকা ইউরেকা বলে চেচিয়ে উঠতে গিয়ে আচমকা থেমে যাই , নিস্তব্ধতার কাছে আত্মসমর্পণ করি আবারো ।


" হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে /

সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস অথবা-
থুত্থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি , '
বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে ,
চমৎকার ! ধরা যাক দুয়েকটা ইঁদুর এবার ? "
এই জাদুবাস্তবতায় আচ্ছন্ন পঙক্তিগুলো হৃদয়ের গভীরে রেখে কাফকা / মার্কেজের বইয়ের পাতায় পাতায় জাদুবাস্তবতার খুঁজে ঘুরেছি ।

একসময় জানতে পারলাম রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বাঙালিদের মধ্যে প্রথম তার কবিতায় জাদুবাস্তবতার ব্যাবহার করেছেন ; তিনি প্রথম বাঙালি সুররিয়ালিস্ট কবি ।

হৃদয়ে জীবনানন্দের পঙক্তি সুপ্ত রেখে জাদুবাস্তবতার জন্য আমার এই আপাত ব্যর্থ অভিযান প্রকৃতপক্ষে ব্যর্থ নয় ।

" আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি ,

বাহির পানে চোখ মেলেছি ,

আমার হৃদয় পানে চাইনি ! "

- গানের এই কথাগুলো আমার এই আপাত ব্যর্থ অভিযান সম্পর্কে সঠিক উক্তি ।

আমরা হৃদয়ে অনন্ত ঐশ্বর্যের সম্ভার রেখে বাহ্যিক সম্পদের আশায় ঘুরে মরছি !



অনেকগুলো সুররিয়ালিস্ট গল্প/কবিতা পড়ার পরও জাদুবাস্তবতা ( সুররিয়ালিজম ) আমার কাছে এখনও অস্পষ্ট রয়ে গেছে ।

অস্পষ্টতা এবং বিভ্রান্তি হয়তো জাদুবাস্তবতার বৈশিষ্ট্য । হয়তো এটা কখনো ভালোভাবে বোঝা যায়না অথবা আমি হয়তো একে বুঝতে ব্যর্থ হচ্ছি ।

বাংলাদেশে আরো যারা জাদুবাস্তবতা নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে আছেন আব্দুল মান্নান সৈয়দ ও শহীদুল জহির ।

যদিও তাদের লেখা একদমই পড়া হয়নি ।

পড়তে হবে ,,,,

তাকাতে হবে হৃদয়ের পানে ,,,,

রহস্যময় জাদুবাস্তবতার খোঁজে ,,,,

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: জাদুবাস্তবতা বইয়ের চেয়ে মানুষের মনে হাজার গুন বেশি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০০

রেজাউল করিম সাগর বলেছেন: তা তো অবশ্যই

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশতো জাদুবাস্তবতার ভাবনা :)

চলুক অনুসন্ধান! পেলে আবার শেয়ারের অগ্রিম আহবান রইলো
++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০২

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ। শেয়ার করবো।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

শের শায়রী বলেছেন: নুভবে মুগ্ধতা জানবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০২

রেজাউল করিম সাগর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.