নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিমন ৪০৮

রিমন ৪০৮ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে তারুণ্যের প্রতিবাদ চলছে চলবে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে তারুণ্যের প্রতিবাদ আজ মঙ্গলবার ১৫ দিনে গড়াল। কারও চোখে-মুখে নেই এতটুকু ক্লান্তির ছাপ। প্রতিবাদী স্লোগান-গান আর আবৃত্তিতে আগুন ঝরছে তারুণ্যের কণ্ঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আন্দোলনকারীদের ভিড়। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আন্দোলন আরও উদ্দীপ্ত হয়ে উঠছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় প্রত্যাখ্যান করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে ওই দিন বিকেলে শাহবাগে অবস্থান নেন। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন।



বারডেমের সামনের রাস্তায় গাড়ি চলছে

বারডেম হাসপাতালের সামনে দিয়ে মত্স্য ভবনের দিকে চলে যাওয়া সড়টি দিয়ে সকাল থেকে অল্পসংখ্যক গাড়ি চলাচল করছে।

এ ব্যাপারে জানতে চাইল সেখানে কর্তব্যরত ট্রাফিক বিভাগের কনস্টেবল হামিদুর প্রথম আলো ডটকমকে জানান, কোনো রাস্তায়ই পুরোপুরি ছেড়ে দেওয়া হয়নি। এই সড়কটি দিয়ে অল্প কিছু গাড়ি যাচ্ছে।



সংহতি প্রকাশ

শাহবাগের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক। আজ দুপুর সাড়ে ১২টার দিকে গণজাগরণ মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে মোজাম্মেল হক বলেন, ‘কেবল রাজাকারদের বিচার করলেই চলবে না। এর সঙ্গে সংশ্লিষ্ট দল জামায়াতকেও বিচারের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। জামায়াতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে।’

শাহবাগের আন্দোলনের সঙ্গে আজ একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। কয়েকজন মুক্তিযোদ্ধা শাহবাগের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর শাহবাগের গণজাগরণ মঞ্চে রয়েছেন।



স্লোগানে স্লোগানে মুখর প্রজন্ম চত্বর

‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখর শাহবাগ চত্বর।

সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন স্লোগান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.