নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিমন ৪০৮

রিমন ৪০৮ › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদী তারুণ্যের গণমিছিল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা আজ রোববারের হরতাল প্রত্যাখ্যান করে গণমিছিল করেন শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

সকাল পৌনে ১০টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে মিছিলটি পল্টনের দিকে যাত্রা করে। মিছিলটি মত্স্যভবন-প্রেসক্লাব-পুরানা পল্টন-দৈনিক বাংলা হয়ে আবার বেলা পৌনে ১১টার দিকে শাহবাগে ফেরত আসে। মিছিলে অংশগ্রহণকারীরা হরতালবিরোধী, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করার দাবি জানিয়ে স্লোগান দেন।



কারা হরতাল ডেকেছেন?

ছোট ছোট আটটি ধর্মভিত্তিক দল আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। এগুলো মূলত কওমি মাদ্রাসাকেন্দ্রিক দল। বিএনপি এই দলগুলোর ডাকা হরতালে সমর্থন জানিয়েছে। হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামীও। কিন্তু হরতাল ডাকা এই দলগুলোর সঙ্গে জামায়াতের আদর্শের কোনো মিল নেই।

আজকের হরতাল আহ্বানকারী দলগুলো হলো: বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, খেলাফতে ইসলামী ও উলামা কমিটি বাংলাদেশ। এরা দেশে ধর্মভিত্তিক ছোট ছোট দল হিসেবে পরিচিত। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে শেষ তিনটি দলের কোনো নিবন্ধন নেই।

হরতাল আহ্বানকারীদের অভিযোগ, ব্লগে কিছু লোক আল্লাহ, মহানবী (সা.) ও ইসলাম সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন। ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে। ইসলামপন্থী দলগুলোর বিক্ষোভে ‘পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা’ হামলা করেছে। এসবের প্রতিবাদেই তাঁরা হরতাল ডেকেছেন।



হরতাল প্রতিহতের ডাক গণজাগরণ মঞ্চের

গণজাগরণ মঞ্চের ব্যানারে তরুণ প্রজন্মের দাবি, জামায়াতে ইসলামীকে রক্ষার জন্য এই হরতাল ডাকা হয়েছে। জামায়াতই এই হরতালের পৃষ্ঠপোষক অভিযোগ করে তারা জনগণের প্রতি এই হরতাল প্রতিহতের জন্য গতকালই আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা আজ পূর্বঘোষণা অনুযায়ী গণমিছিল করেছেন।



একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লাকে গত ৫ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে ওইদিন বিকেল থেকে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। টানা সেই কর্মসূচি গত ২১ ফেব্রুয়ারি মহাসমাবেশের পর শেষ হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.