![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেগস খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলনের ঘোষণার মধ্যে দিয়ে বিএনপি শেষমেষ জামাতের রোডম্যাপে চলা শুরু করল পুরোপুরি, মনে হলো বিএনপি জামাতের অঙ্গ-সংগঠন শুধু নয়, জামাতের কাছে সবদিক থেকে শুধু নতজানু হয়ে শুধু দিকশুন্য হয়ে পড়েনি, একই মোহনায় এখন একীভূত !
তার মানে বিএনপি শেষ পর্যন্ত নিজের চেহারা পুরো উন্মোচিত করে শুধু দেউলিয়া হয়ে পড়ল না বরং অন্ধগলির মধ্যে ঢুকে পড়ল! বিচার-বিবেচনা শূন্য হয়ে সাপমৈত্রীর সেই অন্ধগলিতে বিএনপি'র এখন বিলীন হওয়ার অস্থিরতা! তরূণরা আজ মুক্তিযুদ্ধের মূলধারায় দেদীপ্যমান হয়ে যে আন্দোলন করছে, সে-সময়ে এই আন্দোলনের বিরোধিতাকারীদের সাথে বিলীন হওয়া কতটা যুক্তিযুক্ত? ভেবে দেখুন বিএনপি'র সমথর্করা ! এদেশের সকল মূল বিজয়ী আন্দোলনের সাথে তরুণরা থেকেছে--- '৫২ সাল থেকে আজ অবধি। পাকিস্তানপন্থী রাজাকারদের সাথে কেউ থাকেনি। তরুণদের বিবেকতাড়িত আজকের আন্দোলনের সাথে যারা থাকবে না--তারা আঁস্তাকুড়ে নিক্ষেপিত হবেন ! এই জাগরণে কান পাতলে তা অনুভব করা যাবে! যে তরুণ নিজেদের জাগিয়ে তুলে সারা দেশ জাগিয়ে তুলছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি--যারা লোভ-স্বার্থ-দোলাচল অবস্থানের ঊর্ধ্বে ! আমাদের এই তরুণরা মুক্তিযুদ্ধের চেতনা-দর্শন-নৈতিকতা-দায় ও স্বপ্ন নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে! এটা অগ্নিশুদ্ধ তারুণ্যের অভ্যুদয় ! এই অভ্যুদয়ের বিপরীতে বিএনপি দাঁড়িয়ে নিজের শিরদাঁড়া সোজা করতে পারবে না বলেই মনে হয়। দলমত নির্বিশেষে এ দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত তরুণদের সাথেই আছে ।
©somewhere in net ltd.