![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ এর পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়টিতে আমরা বাস করছি এখন। ইতিহাসে গায়ে জমে থাকা কিছু ক্লেদ মুছে ফেলবার যুদ্ধ চলছে। দীর্ঘ চার দশক পর একাত্তরের যুদ্ধাপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি আমরা, কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায়ও প্রদান করা হয়েছে। এই ঘৃণ্য যুদ্ধাপরাধীদের ভার আমরা সহ্য করেছি গত চারটি দশক, এবার সময় হয়েছে তাদের ঝেড়ে ফেলে দেয়ার।
এই পরিস্থিতিতে আমাদের দরকার পড়ে শত্রু চিনে নেয়ার। চিনে নেয়া দরকার পড়ে তাদের, যারা আমাদের জন্মের বিরোধিতা করেছিল, আমাদের পিতার রক্তে আর মায়ের মাংসে উল্লাস করেছিল। এদের প্রত্যেককে চিহ্নিত করে, আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি, নিজেদের আত্মপরিচয় উপলব্ধির জন্যও চিনতে হবে এইসব ঘাতক দালালদের। দেশের আনাচা কানাচে ছড়িয়ে থাকা প্রতিটি দালাল ও যুদ্ধাপরাধীই আমাদের জন্মশত্রু। এদের চিনতে হবে।
চেনাচিনির এই ব্যাপারটিতে একটি ভালো সহায়ক হতে পারে শাহরিয়ার কবির, আহমদ শরীফ ও নূর-উজ-জামান সম্পাদিত "একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়" বইটি। ১৯৭১ সালে কোন প্রক্রিয়ায় যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে, কারা তার জন্য দায়ী ছিল, আর কারা মূল নেতৃত্বে ছিল সেই ব্যাপারে জানার জন্য চমৎকার একটি বই। মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্যও মূল্যবান রেফারেন্স বই এটি।
পাঠকদের জন্য আমারব্লগের এবারের উপহার এই বইটির পিডিএফ সংস্করণ। একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের কারযকলাপ নিয়ে লেখা এই গুরুত্বপূর্ণ বইটি ডাউনলোড করে নিজে পড়ুন, শেয়ার করে অন্যকেও পড়তে উৎসাহিত করুন। ছড়িয়ে দিন এই দলিলগুলো।
©somewhere in net ltd.