![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুশিতে মনটা ভরে উঠল, যখন দেখলাম পাসপোর্ট করতে আর লাগছে না পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকেই পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আপনার বহুল কাঙিক্ষত পাসপোর্ট।
গত ১২ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাসপোর্ট বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আরও উপস্থিত ছিলেন পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা। তুলে ধরা হয় পাসপোর্ট হাতে পেতে আমাদের নানান ভোগান্তির কথা। কিন্তু কিছু এসবি কর্মকর্তা ভেরিফিকেশনের বিরোধিতাও করেন কারন অসৎ লোকেরাও তাহলে পাসপোর্ট পেয়ে যাবে। আমার আসলে বোধগম্য হয় নাই যে অসৎ লোকের কার্য কি।
এক পাসপোর্ট ও ইমিগ্রেশন কর্মকর্তা বলেন, সৎ হোক আর অসৎ হোক, পাসপোর্ট পাওয়া বাংলাদেশের একজন নাগরিকের অধিকার। যদি একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার থাকে, যদি ভোটাধিকার থাকে তবে তার বিনা শর্তে পাসপোর্ট পাওয়ারও অধিকার রয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, পাসপোর্ট কোনো মানুষের চরিত্রের সনদপত্র নয়। এটাও জাতীয় পরিচয়পত্রের অংশ। পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন একজন আবেদনকারীর জন্য হয়রানিস্বরূপ। তাই সবাইকেই ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া উচিত।
অনেক তর্ক বিতর্কর শেষে গওহর রিজবী পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার পক্ষে রায় দেন। তবে এজন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে বলে জানান।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়ার প্রস্তাব করেছিল কিন্তু তখনও বাধা দেয় এসবি।
আমি মনেকরি বাংলাদেশের প্রতিটি মানুষই চাইবে যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা হোক। এবং খুব দ্রুত এটা কার্যকর করা হোক।খুশিতে মনটা ভরে উঠল, যখন দেখলাম পাসপোর্ট করতে আর লাগছে না পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকেই পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আপনার বহুল কাঙিক্ষত পাসপোর্ট।
গত ১২ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাসপোর্ট বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আরও উপস্থিত ছিলেন পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা। তুলে ধরা হয় পাসপোর্ট হাতে পেতে আমাদের নানান ভোগান্তির কথা। কিন্তু কিছু এসবি কর্মকর্তা ভেরিফিকেশনের বিরোধিতাও করেন কারন অসৎ লোকেরাও তাহলে পাসপোর্ট পেয়ে যাবে। আমার আসলে বোধগম্য হয় নাই যে অসৎ লোকের কার্য কি।
এক পাসপোর্ট ও ইমিগ্রেশন কর্মকর্তা বলেন, সৎ হোক আর অসৎ হোক, পাসপোর্ট পাওয়া বাংলাদেশের একজন নাগরিকের অধিকার। যদি একজন নাগরিকের জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার থাকে, যদি ভোটাধিকার থাকে তবে তার বিনা শর্তে পাসপোর্ট পাওয়ারও অধিকার রয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, পাসপোর্ট কোনো মানুষের চরিত্রের সনদপত্র নয়। এটাও জাতীয় পরিচয়পত্রের অংশ। পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন একজন আবেদনকারীর জন্য হয়রানিস্বরূপ। তাই সবাইকেই ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া উচিত।
অনেক তর্ক বিতর্কর শেষে গওহর রিজবী পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার পক্ষে রায় দেন। তবে এজন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে বলে জানান।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়ার প্রস্তাব করেছিল কিন্তু তখনও বাধা দেয় এসবি।
আমি মনেকরি বাংলাদেশের প্রতিটি মানুষই চাইবে যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা হোক। এবং খুব দ্রুত এটা কার্যকর করা হোক।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৮
ইভেন বলেছেন: হুম! এবং ভেরিফিকেশন স্থায়ী ও বর্তমান দু জায়গাতেই হয়।
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০০
ইমাম হাসান রনি বলেছেন: খুবই ভালো উদ্যেগ। পুলিশ ভেরিফিকেশন (!) মানেই হয়রানি আর কিছু টাকা গচ্ছা দেয়া । কিন্তু এখন তো পুলিশদের পকেটে টান পড়ব
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬
ইভেন বলেছেন: তারা পকেট তো ভরেই এবং সাথে আমাদের অযথা হয়রানি ও করে।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নিঃশ্চয় ঘুষখোর পুলিশ নাখোশ হয়েছে? ঘুষখোরদের কিছু বাড়তি আয় হতো তা বন্ধ হয়ে গেল। কে এমন অমানবিক কাজের আদেশ দিল!!
গওহর রিজভী লোকটা এক্কেবারে একটা বজ্জাত মানুষ।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
ইভেন বলেছেন: সত্যিই তো। আমাদের সমাজে যারা ভালো উদ্দোগ নেয়, তারাই বদ উপাধি পায়।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭
নিজাম বলেছেন: ষোল কোটি মানুষ এসবি পুলিশের উপর অভিশাপ দিচ্ছে। এদের অত্যাচার শেষ হোক।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
ইভেন বলেছেন: অবশ্যই শেষ হোক।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫
মেমননীয় বলেছেন: জাতীয় পরিচয় পত্র থাকলে Police Verification এর কি দরকার?
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০
ইভেন বলেছেন: জম্ম সনদ পত্র অথবা জাতীয় পরিচয় পত্র এ যেকোন একটির উপরই দিতে হবে।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮
কলাবাগান১ বলেছেন: nowhere in the world you need police verification to get a passport. In the USA, you get a passport just from the local post-office
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
ইভেন বলেছেন: So every Bangladeshi person also hopes, government will take necessary action asap
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪
স্বপ্নসমুদ্র বলেছেন: আরো কয়মাস লাগবো? তাইলে এখন যারা আবেদন করছে বা করবে তারা ত শেষ। ঠোলারা যা খাওয়ার এখনি খায়া নিবে।
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫
ইভেন বলেছেন: হতেও পারে।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৩
হিমচরি বলেছেন: ami tho monosto korechi, agami soptay bou o sontander passport korbo...akon abar police samlano...:-(
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৮
ঢাকাবাসী বলেছেন: আহ্ হা পুলিশের আমদানীটা যে কমে গেল! মাথা পিচু হাজার খানেক টাকা বা বেশী!