নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষণ্ণতা । একা থাকা । কবিতা

অবলাল রশ্নি

অবলাল রশ্নি › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়ে

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

চা খেয়ে তলানিটুকু রেখে দেই পিঁপড়েদের জন্যে
গন্ধ শুকে নেশাখোরের মত এলোমেলো হেঁটে আসে ওরা
দ্বিধা না করে কাপ বেয়ে উঠে যায়
ওদের ফিসফিসানি শুনতে পাই আমি
খাদ্য সংগ্রহ আর খাওয়াই কি ওদের জীবন?
মিষ্টি!মজা!অনেক মজা!
খুশিতে কোরাস গায় ওরা
বয়স্করা ধমকায়, সময় নেই তাড়াতাড়ি
অসাবধানে হঠাৎ বাচ্চা পিঁপড়েটা পড়ে যায়
বাদামী চায়ে হাবুডুবু খেতে থাকে
মিলিমিটারের দেহটা ক্রমশ নিথর হয়ে আসতে থাকে
খাদ্যের চৌবাচ্চায় ভাসতে থাকে তার শরীর
একসময় চেটেপুঁটে তলানি শেষ করে ফেলে বাকিরা
মৃতদেহের সামনে খেতে কোন অসুবিধা হয়নি ওদের
তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরে যায় ওরা।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

জোকস বলেছেন: ভাল লাগ্ল, বিনিময়ে একটা জোকস শোনায়--



এক পরীক্ষায় প্রশ্ন আসলো । কিভাবে একটা পিপড়া কে মারতে হয়…?
এক ছেলে উত্তর লেখছেঃ
প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় রেখে দিতে হবে। পিপড়া সেটা খেয়ে পানি খুজবে চারদিকে। পানির বালতি তে যেয়ে পিপড়া টা পড়ে যাবে, তারপর সেটা নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে, আগুনের কাছে আগে থেকেই একটা বোম্ব রাখা লাগবে। বোম্ব ফেটে পিপড়া আহত হয়ে হসপিটাল এ যাবে, তার মুখে অক্সিজেন মাস্ক দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা খুলে দিলেই পিপড়াটা মরে যাবে। B:-)

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

অবলাল রশ্নি বলেছেন: হাঁ হাঁ মজা পেলুম :D

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

অবলাল রশ্নি বলেছেন: ধন্যবাদ :)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

জনৈক অচম ভুত বলেছেন: পিঁপড়া আর মানুষের মধ্যে তাহলে মিল আছে বলতে হবে।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৬

অবলাল রশ্নি বলেছেন: হুম আছে বৈকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.