নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে বাচতে চাই। জড়াতে চাই পৃথিবীর নীল মায়ায়। জানতে চাই এবং জানাতে চাই এই পৃথিবী থেকে।

রিয়াদ ডি ক্রুজ

খুব সাধারণ একটা ছেলে। সারা দিন আড্ডার মধ্যে দিন পার হয়। পড়াশুনা আর ফিউচার নিয়ে কোন মাথা ব্যাথা নাই। সময় পেলে ভার্চুয়াল জগৎ নিয়ে পরে থাকি। এই জীবন। এই আমি।

রিয়াদ ডি ক্রুজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের আজ খেলা আছে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

যেই ছেলেটা প্রতিদিন স্কুলে টিফিনের পর ক্লাশ করতো সে আজ টিফিন চুরি করে বাসায় চলে আসবে কারণ আজ খেলা আছে। ক্রিকেট খেলা। বাংলাদেশের খেলা।
,
যেই মানুষ টা রোজ দুপুরে নিয়মিত ঘুমায় সে আজ ঘুমাবেনা। খেলা দেখবে খেলা।
,
যেই ছেলেটা প্রতি দিন ঘড়ির দিকে তাকিয়ে থাকতো কখন ৫টা বাজবে আর মাঠে খেলতে যাবে। সেই ছেলেটা আজ যাবেনা খেলতে। বাসায় খেলা দেখবে।
,
যেই মেয়টা সন্ধ্যা হলে ব্যাস্ত হয়ে যেত পড়া রেডি করার জন্য সে আজ পড়া ফেলে খেলা দেখবে।
,
যেই আন্টি স্টার জলসা আর জি বাংলার সিরিয়াল কোন দিন মিস করেনা সেই আন্টিও আজ গাজি টিভি দেখবে।
,
যেই ফ্যামির ছেলে মেয় রা কোন দিন বাবার সাথে একসাথে বসে টিভি দেখার সাহস পায়না আজ তারাও এক সাথে বসে খেলা দেখবে।
,
আর উদাহরণ মাথায় আসতেছেনা।
সত্যি অনেক দিন পর আজ মিরপুর গরম হবে। পুরো গ্যালারি তে সাকিব মাশরাফি নামের রোল পড়ে যাবে। একমাত্র এই ক্রিকেট খেলা পুরো দেশের মানুষ কে এক করে। ক্রিকেট শব্দ টা আজ দেশের প্রতিটা মানুষ এর রক্তে মিশে গেছে।
আশা করি আজ বাংলাদেশ জয় দিয়ে সিরিজ শুরু করবে।
অনেক শুভ কামনা টাইগারদের জন্য।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি আজ বাংলাদেশ জয় দিয়ে সিরিজ শুরু করবে।
অনেক শুভ কামনা টাইগারদের জন্য। :)

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন:
বাঘসুলভ খেলা খেলবে এই প্রত্যাশায় আছি। অনেকদিন পর খেলছে আজ। নিশ্চয়ই ক্ষুধার্ত দলটা। আফগানিস্তান সেই আঁচটা হয়তো বুঝবে ভাল ভাবেই।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

রিয়াদ ডি ক্রুজ বলেছেন: ধন্যযোগ ভাই @ বিদ্রোহী ভৃগু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.