নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে বাচতে চাই। জড়াতে চাই পৃথিবীর নীল মায়ায়। জানতে চাই এবং জানাতে চাই এই পৃথিবী থেকে।

রিয়াদ ডি ক্রুজ

খুব সাধারণ একটা ছেলে। সারা দিন আড্ডার মধ্যে দিন পার হয়। পড়াশুনা আর ফিউচার নিয়ে কোন মাথা ব্যাথা নাই। সময় পেলে ভার্চুয়াল জগৎ নিয়ে পরে থাকি। এই জীবন। এই আমি।

রিয়াদ ডি ক্রুজ › বিস্তারিত পোস্টঃ

চাকরি কি ভাবে পাইতে পারি কেউ জানেন?

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

কাল রাতে free basics সাইটে চাকরির খোঁজে ঢুকলাম।
যদিও বয়স এখনো তেমন হয়নি, কিন্তু প্রতি রাতে লেট করে বাসায় ফিরার পর,
বাপের বক বক শুনা আর লেট করে ঘুম থেকে উঠার পর মায়ের ঝাড়ি খাওয়ার থাকে ভাবলাম কামলা দেওয়া ভাল।
,
সেখানে দেখলাম bdjobs.com নামের একটা সাইট।
প্রবেশ করার সাথে সাথে হাজার চাকরির বিজ্ঞাপন। ভাবলাম কপাল মনে হয় খুলে গেল!!!
,
কিন্তু যেই ক্যাটাগরি সিলেক্ট করি সেটা তেই দেখি টেম্পোরারি জব ছাড়া সব
কোম্পানি অভিজ্ঞতা ছাড়া চাকরি দিতে রাজি না।
কমপক্ষে ২-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
,
মেজাজ হয়ে গেল খুব খারাপ। রাগ কইরা শেষমেশ একটা গ্রুপে দেখলাম তাদের পিওন লাগবে।
পেজ এ ক্লিক করেই অবাক হয়ে গেলাম!!
তারা ৩ বছরের অভিজ্ঞতা আছে এমন কাউ কে চায়।
বাহ! পিওনের চাকরি ও যদি অভিজ্ঞতা থাকতে হয় তাহলে ক্যামনে কি!!
,
এই ভাবে চলতে থাকলে মায়ের পেট থেকে বেড় হবার সময় অভিজ্ঞতা নিয়ে বের হইতে হবে। কিন্তু আমরা যারা অভিজ্ঞতা নিয়া আসিনি তারা কি করে চাকরি পাব কেউ বলতে পারবেন?
আর কিছু মাল্টিন্যাশনাল জবের শর্ত বিবাহিত হতে হবে। এদিকে বেকার বলে কেউ মেয় দেয়না আর অই দিকে বোউ নাই বলে চাকরি হয়না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩২

আধাঁরি অপ্সরা বলেছেন: চাকরি নাকি সোনার হরিণ? আমি তো দুই দিন পর পর একটা পাই। ;) B-)

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: অভিজ্ঞতা চাইলে আসলেই রাগ উঠা উচিত !!

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: চাকরি কিভাবে সৃষ্টি করা যায় তা নিয়ে ভাবেন।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখার স্টাইলে মনে হলো আপনার আসলে ঠিক চাকরির প্রয়োজনটাই তৈরী হয়নি ।

হ্যা, ম্যানেজমেন্ট ট্রেইনি টাইপ জব গুলো ছাড়া অধিকাংশ ক্ষেত্রে চাকরিতে ২-৩ বছরের অভিজ্ঞতা চায় বটে, কিন্তু এটার বিকল্প হিসেবে সিভিতে কিছু পয়েন্ট জোগ করতে পারেন । কিন্তু তার আগে মনের মধ্যে প্রয়োজনটা তৈরী হওয়া জরুরী ।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

রিয়াদ ডি ক্রুজ বলেছেন: চেষ্টায় আছি ভাই।
এত সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.