নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে বাচতে চাই। জড়াতে চাই পৃথিবীর নীল মায়ায়। জানতে চাই এবং জানাতে চাই এই পৃথিবী থেকে।

রিয়াদ ডি ক্রুজ

খুব সাধারণ একটা ছেলে। সারা দিন আড্ডার মধ্যে দিন পার হয়। পড়াশুনা আর ফিউচার নিয়ে কোন মাথা ব্যাথা নাই। সময় পেলে ভার্চুয়াল জগৎ নিয়ে পরে থাকি। এই জীবন। এই আমি।

রিয়াদ ডি ক্রুজ › বিস্তারিত পোস্টঃ

The Dark/Deep web

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৮

আজ থেকে ১৫-২০ বছর আগে কয় জন ভাবতেন এক দিন ঘরে বসেই অনলাইন শপিং করতে পারবেন?
হোম ডেলিভারি পাওয়া যাবে কয় জনেই বা জানতেন??
,
আজ ঘরে বসেই সব কিনা কাটা করতে পারবেন। যা চাইবেন সব।
কিন্তু যদি বলি আমার একজন কিলার লাগবে। কেউ অনলাইন থাকে দিতে পারবেন?
যদি বলি আমার বিশ পিস বোমা লাগবে। কোন সাইটে পাব বলতে পারবেন?
,
যারা জানেন তারা বলতে পারবেন। আর যারা যানেন না তারা বলবেন আমি পাগল হইছি। এগুলো কেউ অনলাইনে কখনো বিক্রি করে না।
,
এই পোস্ট টা তাদের জন্য যারা ডীপ বা ডার্ক ওয়েব সমপর্কে জানেন না। আর যারা জানেন তারা পাকনামি কইরেন না।
,
ডীপ ওয়েব হল ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন।
,
আর ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যার এর সহায়তা নিতে হবে।
,
এখানে আপনি সব খারাপ আ বেয়াইনী জিনিস পাবেন।
যেমন, আইফোন ৭ পাবেন মাত্র 10k তে। প্রোফেশনার হ্যাকার পাবেন। গুলি বোমা সব কিছু কিনতে পারবেন এই সাইট থেকে। আপনার বোমা কি ভাবে বানায় সেটা শিখা খুব দরকার? এই সাইট থেকেই শিখতে পারবেন। অনেক কিলার ভাড়া করতে পারবেন এই সাইট থেকে। তারা তাদের সব বর্ণণা দিয়ে রাখছে। কেউ ছোট দের হত্যা করেনা আবার কেউ মেয় দের। একেক জন একেক মতো। আপনি চাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিনতে পারবেন এখান থেকে। তবে একটু বেশি দামে।
,
আপনি চাইলেই এই সাইটে প্রবেশ করতে পারবেন না। আপনার প্রচলিত ওয়েব ব্রাউজার দিয়ে এই সমস্ত সাইটে ঢুকতে পারবেন না।
,
এরা ইন্টারনেটের সমস্ত প্রথার বাইরে অবস্থান করে, গ্রাহ্য করে না কোন নিয়ম-কানুন। আর এদের ঠিকানাও থাকে এতটাই উদ্ভট (যেমন waphzhrsdjsdhsjhsuyumnsdxkxcoioiydsu67686hsjdhjd.onion)
যে সাধারণ মানুষের পক্ষে এগুলো মনে রাখা ভীষণ কঠিন। এই অংশটিই ইন্টারনেটের প্রকৃত অদৃশ্য অংশ।
বিশেষ কিছু জ্ঞান( যেমন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, প্রক্সি) না থাকলে আপনি এই নেটওর্য়াকে প্রবেশ করতে পারবেন না। এই অংশের আরেকটি বিশেষত্ব হল এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা কিনা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে। এ ধরণের ডোমেইনের ভেতর আছে Bitnet, Onion, Freenet প্রভৃতি। এই সাইটে ঢুকতে গেলে টর নামের একটি ব্রাউজার লাগবে।
,
সাধারন মানূষ কল্পনাও করতে পারবে না এরা ডিপ কভার অপারেশন কিভাবে চালায়। ২০১১ তে একবার টর এর বিরুদ্ধে অভিযোগ এসেছিলো যে টর আসলে সি আই এ’র একটা স্লিপার নেটওয়ার্ক। এটা তৈরী করা হয়েছিলো যাতে অপরাধীরা এটাকে নিরাপদ মনে করে ইচ্ছা মতো নিজেদের প্রকাশ করতে থাকে এবং সরকার যাতে তাদের ধরতে না পারে। ডার্ক ওয়েবের মুল লক্ষই হল অপরাধের একটি অভয়ারণ্য গড়ে তোলা।
,
এই সাইট নিয়ে ১০০বছর পরে থাকলেউ এর ১% জানা আমার পক্ষে সম্ভব না।
যা জানি সেটুকুই লেখলাম।
আর হ্যা এই সাইট নিয়ে সময় নস্ট করে একটা জিনিস জানতে পারি। আর সেটা হল,
আপনি যখন কোন বিষয়ে সার্চ দেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে যা ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র ১০ শতাংশ থেকে প্রাপ্ত! অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের ৯০ শতাংশ জানে না! এলেমে থাকা মাত্র ১০ শতাংশের মধ্যেই সার্চ দিয়েই সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে। বাকি ৯০ শতাংশ চিরকালই আপনার অজানা থেকে যাবে।
( আপনার ডেস্টিনেশন সার্ভার কোনভাবে যদি হ্যাক হয় তাহলে আপনার পরিচয় বেরিয়ে যাবার একটি সম্ভাবনা রয়েছে। তাই কখনো ডার্ক ওয়েবে কোন কাজে আপনার আসল ডেটা ব্যবহার করবেন না।)
আজ এতটুকুই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৪

নীল_অপরাজিতা বলেছেন: রিতীমত বিস্ময়কর তথ্য।পৃথিবীতে কতকিছুই না আছে লোকচক্ষুর অন্তরালে। অপরাধীরা কেনো এত মেধাবী হয়? এই মেধা কেনই বা ব্যায় করে পৃথিবীটাকে আরো জঘন্য স্হানে পরিনত করার কাজে? কি হতো যদি তারা সবাই মিলে পৃথিবীটাকে আরো বেশি সুন্দর করার কাজে নিজেদের নিয়োজিতো করতো?

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫১

রক্তিম দিগন্ত বলেছেন:
ডার্ক ওয়েব আর ডিপ ওয়েব দুটো কি এক?

পোস্টটা ভাল ছিল। তবে, এই বিষয়ে সাধারণদের জ্ঞান না থাকাই ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.