নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণচূড়ার ডালে বসে কিচির মিচির

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ

মো রেজাউল করিম

যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !

মো রেজাউল করিম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের অথবা দুঃস্বপ্নের পদ্মা সেতু ... (বাণী সংগ্রহ)

১১ ই জুলাই, ২০১২ রাত ৩:৪৪

"বিশ্বব্যাংকের নয়, জোয়েলিকের ব্যক্তিগত মন্তব্য"

- অর্থমন্ত্রী; ৩০ জুন



"এটি আমাদের কাছে বজ্রাঘাতের মতো"

– বিশ্বব্যাংকের চুক্তি বাতিল প্রসঙ্গে ওবায়দুল কাদের; ৩০ জুন



"বিশ্বব্যাংকের ব্যবস্থা, সবকিছু দেখে মন্তব্য করব"

-দুদক চেয়ারম্যান; ৩০ জুন



"দুদকের আওতাধীন বলে মাথা গলাই না"

- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে অর্থমন্ত্রী; ১ জুলাই



"বিকল্প অর্থায়নে পদ্মা সেতু হবে। এতে বিশ্বব্যাংকের ঋণের চেয়ে কম খরচের সম্ভাবনার রয়েছে" - যোগাযোগমন্ত্রী; ১ জুলাই



"আবুল হোসেনের হিসাব, পাসপোর্ট জব্দের দাবি ছিল বিশ্বব্যাংকের"

- সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান; ১ জুলাই



"সব দোষ জোয়েলিকের! বিশ্বব্যাংকের বক্তব্য অপমানজনক। ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি বিশেষভাবে বিপর্যস্ত করেছে"

- পদ্মা সেতু প্রসঙ্গে সংসদে অর্থমন্ত্রী; ২ জুলাই



"পদ্মা সেতু নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হয়নি। এই সেতু প্রকল্পটি দেশীয় ষড়যন্ত্র ও বিশ্ব রাজনৈতিক কূটচালের শিকার"

- আবুল হোসেন; ২ জুলাই



"পদ্মা সেতু নির্মাণে কোনো স্তরে কোনো অনিয়ম করিনি। অবৈধ কাজেরও প্রশ্রয় দিইনি। কারও দ্বারা প্রভাবিত হইনি। এর প্রতিটি স্তরে স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা ও ইনটিগ্রিটি শতভাগ নিশ্চিত করা হয়েছে।"

- আবুল হোসেন; ২ জুলাই



"এ অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু করবো"

- অর্থমন্ত্রী; ৩ জুলাই



"পদ্মা সেতু আমরাই করব। কারও দিকে আমাদের তাকানোর দরকার নেই। আমাদের আর কিছু না থাকলেও ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত রয়েছে।"

- দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত; ৩ জুলাই



"দুর্নীতি প্রমাণ হলে যেকোনো শাস্তি মানবে সরকার"

- যোগাযোগমন্ত্রী; ৩ জুলাই



" ওয়াল স্ট্রিট জার্নাল, ফোর্বস পড়ার অনুরোধ করছি"

- বিশ্বব্যাংকের দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী; ৪ জুলাই



"প্রয়োজনে নিজেদের অর্থেই পদ্মা সেতু, যেখানে তারা এক পয়সা ছাড় দেয়নি, সেখানে দুর্নীতি হলো কী করে?"

- প্রধানমন্ত্রী; ৫ জুলাই



"বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর তথ্য চাইলাম। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে দেখা করে দুটো চিঠি দিলেন। তাতে বিএনপি সরকারের সময়ের প্রকল্প ও সে সময়ের যোগাযোগমন্ত্রীর নামে অভিযোগ করা হয়। আমি তাঁকে বললাম, এটা আমাদের সময়ের না।"

- প্রধানমন্ত্রী; ৫ জুলাই



"বিশ্বব্যাংক টাকা দেয় নাই, তাতে কী হয়েছে? আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব। দরকার হলে এক বেলা বাজার করব না।"

- সৈয়দা সাজেদা চৌধুরী; ৫ জুলাই



"বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার বাইরের কোনো শক্তির কাছে মাথা নত করবে না, পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে"

- দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত; ৭ জুলাই



"বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে"

- আবুল বারাকাত; ৭ জুলাই



"ঋণ নিয়ে শোধ দিই, ভিক্ষা করি না"

- সংসদে প্রধানমন্ত্রী; ৮ জুলাই



"মুঠোফোন কলে ২৫ পয়সা চার্জ আরোপ করুন" - পদ্মা সেতুর অর্থায়ন প্রসঙ্গে স্পিকার; ৮ জুলাই



“বাংলাদেশে পদ্মা সেতু হবে না, গোপালগঞ্জ সেতু হবে”

- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী; ১০ জুলাই



“আমাদের সংসদ সদস্যরা অন্তত ছয়মাস জাতীয় সংসদের ভাতা এই প্রকল্পে দান করতে পারেন। তারা সবাই এমনিতেই বড়লোক, প্রাডো গাড়িতে চড়েন। এই সামান্য কয়টা টাকায় কিছু আসবে যাবে না, তবে একটা উদাহরণ তৈরি হবে।”

– ব্লগার অমি রহমান পিয়াল ফেসবুক স্ট্যাটাসে; ১০ জুলাই



“সারচার্জ নাম না দিয়ে এটাকে আবুল চার্জ নাম দিন । স্লিপ কেটে পদ্মা সেতুর টাকা ওঠানো হাস্যকর ।”

- বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক; ১০ জুলাই



“চীনের কোম্পানিকে কাজ দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিশ্বব্যাংক । চীনা কোম্পানিটি প্রতারণার আশ্রয় নিয়েছিলো । তারা নিউইয়র্কের একটি সেতুর ছবি দিয়ে দাবি করে ওই সেতু তারা করেছে।”

– নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান; ১০ জুলাই



“পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন বলে আপনারা যে দাবি করছেন, তা প্রমাণ করতে বিশ্বব্যাংক যেসব চিঠি দিয়েছে, তা জনগণের সামনে উপস্থাপন করুন ।”

- জাতীয় প্রেসকাবে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; ১০ জুলাই



"আর ভিক্ষা চাওয়া নয়, আমরা নিজের পায়ে দাঁড়াব। আমরা কেবিনেটে সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই পদ্মা সেতু করব। কোনো ডোনার আসলে ভাল, আর কারো কাছে ধর্না দেব না” - জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী; ১০ জুলাই



"পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নেয়, জাইকা তা বিশেষ গুরুত্ব ও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে । সরকারের উচিত ওই দুর্নীতির ব্যাপারে গঠনমূলক পদক্ষেপ নেওয়া ।"

-বাংলাদেশে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর জ্যেষ্ঠ প্রতিনিধি কেই তয়োমা; ১০ জুলাই





পদ্মা সেতু সম্পর্কিত কোন মহান বাণী এখানে লেখা না হয়ে থাকলে জানান, আপডেট করে নিব - দেশের সবচেয়ে গরম (ধুয়া উঠতাছে) ইস্যু বলে কথা ...





তথ্যসূত্রঃ http://www.prothom-alo.com ; http://www.banglanews24.com.bd ; http://www.facebook.com/nayadiganta;











মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১২ ভোর ৪:২২

আশিক মাসুম বলেছেন: ভালো সংগ্রহ

২| ১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:১২

রংটাণর্ বলেছেন: ভাই এইডা কোন কাম করলেন? :(
পেপারে দিছে ভাল কথা আপনে আবার কেন সংগ্রহ করে সামুতে দিতে গেলেন।

পোষ্টে ++++++++

৩| ১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫০

রুহান রুহান বলেছেন: ভালা একটা কাম করছেন +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.