নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কৃষ্ণচূড়ার ডালে বসে কিচির মিচির

হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ

মো রেজাউল করিম

যুক্তি আর পাল্টা যুক্তির কাটাকুটিতে জন্ম হোক বিশুদ্ধ স্বপ্নের !

মো রেজাউল করিম › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ও শাহবাগ আন্দোলন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

"কেউ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করে তখন তার উপর আল্লাহ্‌র অভিশাপ বর্ষিত হয় । সামর্থ্য থাকা স্বত্ত্বেও কেউ যদি সে অন্যায়ের প্রতিবাদ বা প্রতিকার না করে, তার প্রতিও আল্লাহ্‌র অভিশাপ বর্ষিত হয় ।"



- মহানবী হযরত মুহাম্মাদ (স)



"মহা জাগ্রত" মুসলিম সমাজের যে অংশ ১৯৭১-এর খুনী, ধর্ষকদের বিচারের দাবীতে গত ষোল দিন ধরে চলমান আন্দোলনে এখন পর্যন্তও কোন প্রকার সমর্থন জানায় নি এবং ক্রিয়াশীলতা দেখায় নি, তাদের কাছে আমার প্রশ্ন...



তাদের মনে কি মহান আল্লাহর‌ একটু ভয়ও নেই ? তারা কি নিজেদেরকে মহান আল্লাহ্‌র চেয়েও বেশী জ্ঞানী ভাবে ? তারা কি এটাই ভাবে যে, কখন কি করা লাগবে সেটা তারা মহান আল্লাহ্‌র চেয়েও বেশী জানে, বেশী বুঝে ? যখন আল্লাহ্‌ আমাদেরকে খুনের "প্রতিবাদ-প্রতিকার" করতে বলছেন, তখনও কি তারা চুপ করেই থাকবে ? তাদের মনে কি আল্লাহ্‌র অভিশাপের ভয়ও নেই !?



প্রিয় নবী হযরত মুহাম্মাদ (স) আরও বলেছেন -



"যে ব্যাক্তি জেনেশুনে কোন অপরাধীকে সাহায্য করে, ইসলাম হতে তার সম্পর্ক শেষ হয়ে যায় ।"



অপরাধীর ন্যায্য শাস্তি নিশ্চিত করার জন্য যখন গণআন্দোলনে আপনার সক্রিয় অংশ গ্রহণ খুব প্রয়োজন, তখন যখন আপনি বিস্ময়করভাবে নিষ্ক্রিয় থাকেন; তখন আপনার এই বিস্ময়কর নিষ্ক্রিয়তা; অপরাধী এবং তাদের করা অপরাধের প্রতি আপনার এই মৌন সম্মতি অপরাধীকে সাহায্য করারই সামিল ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

আিলমুল বলেছেন: অফ যা বেটা ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

মো রেজাউল করিম বলেছেন: "...সামর্থ্য থাকা স্বত্ত্বেও কেউ যদি সে অন্যায়ের প্রতিবাদ বা প্রতিকার না করে, তার প্রতিও আল্লাহ্‌র অভিশাপ বর্ষিত হয় ।"

-হযরত মুহাম্মাদ (স)

অফ যাবো কেনো ? ব্লগে লিখে আমার প্রতিবাদ করার সামর্থ্য আছে, তাই আমি প্রতিবাদ করেছি ।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই আন্দোলনত আপনারা অন্যাভাবে ও করতে পারতেন, এভাবে নেচে গেয়ে না করে। তখন মুখে ধর্মের বানী মানাত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

মো রেজাউল করিম বলেছেন: কেউ দাবী আদায়ের জন্য নাচ-গান করে; আার কেউ ঝটিকা মিছিল বের করে সাধারণ মানুষের গাড়ি ভাঙ্গে । আপনিই বলেন কোন পথটি তুলনামূলকভাবে বেশী ভালো ।

আর ধর্মের কথা তো বলা হয়েছে আপনাদের জন্য - যারা ধর্মের কথা বলে, আাবার রাজপথে গাড়ি ভাঙচুর করে !

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

অাবু জাফর বলেছেন: রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না-ইসলামী রাষ্ট্র ব্যাতিত কষ্মিনকালেও দুনিয়ায় শান্তি আসবে না। !!!
নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ !!!
http://www.amarblog.com/boiragi/posts/152332
রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম ইসলামই নয়
Click This Link
http://www.somewhereinblog.net/blog/sohel007
খিলাফত ও আমাদের অবস্থান
http://www.amarblog.com/iidob/posts/157258
মুসলিম দুনিয়ার মুশরেক নেতৃত্ব
Click This Link
পূর্ণাঙ্গ ইসলাম পরিচিতি
http://ohilibrary.blogspot.com/

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

মো রেজাউল করিম বলেছেন: ''রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না'' এ সব মউদুদীর কথা ।

আমি একজন সুন্নী । আমি মওদুদীকে মানি না । আমি মানি আল্লাহ্‌র নবী হযরত মুহাম্মাদ (স)-কে ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

আত্নহত্যা বলেছেন: ভাই শাহবাগের সাথে ইসলামকে মিশাইলেন কেন?


আপনি একবার চিন্তা করে দেখুন তো গত ১৬ দিনে কয়টা শুক্রবার গেছে... আর কয়টা জুম্মার নামাজ আদায় করছে আপনার শাহবাগের মহা অন্দলনকারীরা.... বাকি নামাজ গুলোর কথাতো বাদই দিলাম...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭

মো রেজাউল করিম বলেছেন: শাহবাগের সাথে ইসলামকে আপনারা আগে মিশাইছেন । এজন্য বাধ্য হয়ে আমাদেরকেও মিশাতে হয় ।

শাহবাগে সব ধর্মের লোক আছে । যারা নামায পড়ার তারা ঠিকই নামায পরেছে । আর যে সব মুসলমান নামায পড়ে নাই আল্লাহ্‌ যেন তাদেরকে নামায পড়ার তৌফিক দেন । তবে এটা আশার কথা যে তারা আল্লাহ্‌র কিছু হুকুম অন্তত মানছে । খুনী-ধরষকদের শাস্তি দাবী করছে । আমরা দোয়া করি আল্লাহ্‌ যেন তাদেরকে বাকি হুকুমগুলোও মানার তৌফিক দেন । আমিন ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

ছোট্ট রাজকণ্যা বলেছেন: সবাই যে যার মত করে ইসলাম, আল্লাহর বাণী আর হাদিসকে use করছে!!! সবই নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

মো রেজাউল করিম বলেছেন: ছোট্ট রাজকণ্য, আপনি দেখি ছোট্ট বাবুদের মত কথা বলেন । মানুষ আল্লাহ-রাসূলের বাণী ব্যবহার করবে না তো শোকেসে সাজিয়ে রাখবে ? আল্লাহ-রাসূলই আমাদেকে নির্দেশ দিয়েছেন যেন আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তাদের বানী সমূহকে ব্যবহার করি, সেগুলো যথাযথ ভাবে মেনে চলি ।

তবে এইটা ঠিক, অনেক ধর্ম ব্যবসায়ী আছে যারা নিজেদের রাজনৈতিক আর অর্থনৈতিক স্বার্থের জন্য আল্লাহ্‌-রাসূলের বানীর "অপব্যবহার" করে । তাদেরকে আল্লাহ্‌ সঠিক পথে আসার তৌফিক দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.