নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

রেলওয়েতে অভূতপূর্ব সাফল্য!!! রেজা ঘটক

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

১৯৬৯-৭০ সালে বাংলাদেশ ভূখণ্ডে মোট রেলওয়ে স্টেশান ছিল ৪৭০টি। এর মধ্যে ব্রডগেজ লাইনের স্টেশান ছিল ১৫৮টি আর মিটারগেজ লাইনের স্টেশান ছিল ৩১২টি। ৪০ বছর পর বাংলাদেশে (২০০৯-১০ সালের হিসাব) মোট রেলওয়ে স্টেশান ৪৪০টি। এর মধ্যে ব্রডগেজ লাইনের স্টেশান হল ১৩৪টি আর মিটারগেজ লাইনের স্টেশান হল ৩০৬টি। মাত্র ৪০ বছরে রেলওয়ে স্টেশানের সংখ্যা কমেছে বা বন্ধ হয়েছে ৩০টি। যার মধ্যে ব্রডগেজ লাইনের স্টেশান বন্ধ হয়েছে ২৪টি আর মিটারগেজ লাইনের স্টেশান বন্ধ হয়েছে ৬টি।

রাজনৈতিক দলগুলোর বক্তব্য অনুযায়ী, গোটা বাংলাদেশে যেভাবে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে সেই হিসেবে প্রিয় পাঠক, আপনি চিন্তা করে বলুন তো রেলওয়েতে বাংলাদেশ কেমন অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে!!! এভাবে চলতে থাকলে আগামী ৫০ রেলওয়েতে কী পরিমাণ উন্নয়নের জোয়ার ঘটবে, আপনারা কী অনুমান করতে পারছেন???

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

টাইম পাস বলেছেন:

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

রেজা ঘটক বলেছেন: ভাই এটা কি খোয়াবে পাইলেন!!!

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

নাম বলবো না বলেছেন: সারাবিশ্বে রেলওয়ে যেভাবে উন্নয়ক করছে, তার সাথে পাল্লা দিয়ে আমরা রেলওয়ে ধ্বংস করছি।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

রেজা ঘটক বলেছেন: তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় না, আমাদের রাজনৈতিক নেতারা কী পরিমাণ দেশপ্রেমিক!!!

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ভ্রমন কারী বলেছেন: :| :|| :||

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

রেজা ঘটক বলেছেন: কু ঝুক-ঝুক-কু!!!

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

আসফি আজাদ বলেছেন: শিল্প নগরী খুলনার প্রায় সমস্ত শিল্পের মৃত্যু হয়েছে, সেই হিসেবে ৪০ বছরে গোটা তিরিশেক ষ্টেশন বন্ধ মোটা দাগে ভালো সাফ্যলই বলতে হবে!

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

রেজা ঘটক বলেছেন: আমরা ধ্বংস করতে ওস্তাদ, গড়ে তুলতে বড়োই অক্ষম! আফসোস!!!

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০২

কলাবাগান১ বলেছেন: যা বাকী আছে, জামাতি দের আক্রোশে তাও আর থাকবে না

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

রেজা ঘটক বলেছেন: অসুস্থ রাজনীতি আমাদের সবকিছু ধ্বংস করে দিতে সক্ষম!!!

৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৮

প্রচুর বলেছেন: সড়ক পথে সরকার যতটা মন দেয় তার সামান্য অংশও যদি রেলওয়ের প্রতি দিত তাহলে রেলের এই অবস্থা হতনা। তাছাড়া সড়ক পথের ঐসকল পরিবহন গুলোর মালিকানা থাকে মন্ত্রী এমপিদের নিয়ন্ত্রনে। তারা কি কখনও চাইবে নিজেদের ব্যবসা মাটি করে দিতে???

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

রেজা ঘটক বলেছেন: ভাই, রেলওয়েতে দুর্নীতি আছে, কালোবিড়াল আছে, কিন্তু বছর বছর সড়ক ব্যবস্থার মতো ব্যবসা নেই...তাই আমাদের শাসকদের সবসময় ব্যবসার দিকেই নজর!!!

৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

ত্ানজীর বলেছেন: সারাদেশ এ ট্রেন এর যে অবস্থা সেটা দেখে খুব দুঃখ হই । ট্রেন ভ্রমন যেমন আনন্দ দায়ক তেমনি নিরাপদ। অথচ এই টা দেখার কেউ নাই। সব সুধু থলের কাল বিরাল। আজকাল আন্তনগর ট্রেন দেখলে মনে হই যেন লোকাল ট্রেন এ উঠেছি । সিলেট ও চট্টগ্রাম রুট ট্রেন এ একেই অবস্থা দেখলাম। অথচ আমরা যারা এত কষ্ট করে দিনের পর দিন দাড়িয়ে কাউন্তের থেকে টিকেট সংগ্রহ করি তাদের এ কষ্টের কোন মূল্য নেই । তাদের দাড়িয়ে যেত দেখলে যেমন খারাপ লাগে তেমনি তারা আবার কাধের উপর বসে থাকে।কবে যে এই পরিস্থিতির উন্নতি হবে ।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

রেজা ঘটক বলেছেন: বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের রাজনীতিবিদগণ ঢালাউ ব্যবসা রাজনীতিটা করে যাবেন! এই ব্যবসাটা ৪০ বছরে বিনা পুঁজিতে বেশ পুষ্ট হয়েছে!!!

৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে জনপ্রিয় সস্তা পাবলিক বাহন এই ট্রেন সেক্টরটা বাংলাদেশের বিভিন্ন সময়ের 'জনগনের গনতান্ত্রিক সরকারে'র দুর্নীতির কারণে একেবারে ধ্বংশই হয়ে গেল।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

রেজা ঘটক বলেছেন: ভাই দেশ সেবা করা আর গণতন্ত্র এক কথা নয়!!! গণতন্ত্র হল আমজনতার জন্যে সবচেয়ে বড় মূলা!!!

৯| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শিরোনাম দেখে ডুকলাম। পড়ে পুরাই হতাশ!!!
আমি ভাবছিলাম কালোবিলাই পর্ব শেষে ভালো কিছু হয়ত রেলকর্তৃপক্ষ করে দেখিয়েছে। এখন দেখি কিসের কি?

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

রেজা ঘটক বলেছেন: রেলওয়ের কালোবিড়াল ধরার মতো দুঃসাহস আমাদের মতো চুরোপুটির তো নেই-ই...বরং তা নিয়ে কথা বলাও অনিরাপদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.