নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের মামলার এটি চতুর্থ রায়।
২০১১ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ১৬ এপ্রিল মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানের বিরুদ্ধে ২০১২ সালের ৪ জুন মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন।
২ জুলাই ২০১২ সালে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দেন এবং আসামিপক্ষে সাক্ষ্য দেন মোট পাঁচজন। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৩ সালের ২৪ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় এবং তা শেষ হয় ৩১ মার্চ ২০১৩। আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয় ২ এপ্রিল ২০১৩ আর তা শেষ হয় ১৫ এপ্রিল ২০১৩। যুক্তি উপস্থাপন শেষে ১৬ এপ্রিল ২০১৩ সালে মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন রাখেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার ৯ মে ২০১৩ তারিখে এই মামলার রায়। আজ সকাল ১১টা ১০ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা। ১১টা ৫ মিনিটে ট্রাইব্যুনালের কাঠগড়ায় কামারুজ্জামানকে তোলা হয়। ১১টা ১৮ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান সূচনা বক্তব্য দেন। তিনি বলেন, আজকের এ রায়টি ২১৫ পৃষ্ঠার। এতে ৬৫১টি অনুচ্ছেদ রয়েছে। এ রায়ের ৬২ পৃষ্ঠার সারাংশ পড়া হবে। ৬২ পৃষ্ঠার সংক্ষিপ্ত এ রায়ের প্রথম অংশ পড়বেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম। দ্বিতীয় অংশটি পড়বেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও রায়ের তৃতীয় অংশটি পড়বেন বিচারপতি ওবায়দুল হাসান নিজে।
কামরুজ্জামানের বিরুদ্ধে আনা সাত অভিযোগ:
১. একাত্তরের ২৯ জুন তাঁর নেতৃত্বে আলবদররা শেরপুরের ঝিনাইগাতি থানার রামনগর গ্রামের বদিউজ্জামানকে অপহরণ ও নির্যাতনের পর গুলি করে হত্যা করে।
২. কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে প্রায় নগ্ন করে শহরের রাস্তায় হাঁটাতে হাঁটাতে চাবুকপেটা করেন।
৩. ১৯৭১ সালের ২৫ জুলাই কামারুজ্জামানের পরামর্শে পরিকল্পিতভাবে আলবদর ও রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের নিয়ে শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ও নারীদের ধর্ষণ করে।
৪. কামারুজ্জামানের নির্দেশে আলবদর বাহিনীর সদস্যরা গুলি করে শেরপুরের গোলাম মোস্তফাকে হত্যা ও আবুল কাসেমকে আহত করে।
৫. মুক্তিযুদ্ধকালে কামারুজ্জামান ও সহযোগীরা শেরপুরের লিয়াকত আলী ও মুজিবুর রহমান পানুকে অপহরণ ও নির্যাতন করে।
৬. একাত্তরের নভেম্বরে কামারুজ্জামানের নির্দেশে আলবদররা টুনু ও জাহাঙ্গীরকে আটকের পর নির্যাতন করে এবং টুনুকে হত্যা করা হয়।
৭. কামারুজ্জামান ও আলবদরের সদস্যরা ছয়জনকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
মামলার পাঁচ অভিযোগ প্রমাণিত:
এই মামলার রায় পড়া শেষে আদালত জানায়, আদালত জানান, কামারুজ্জামানের বিরুদ্ধে আনা অপহরণ, নির্যাতন, হত্যা, ধর্ষণের অভিযোগের মধ্যে ১, ২, ৩, ৪ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। ৫ ও ৬ নম্বর অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।
মামলার চূড়ান্ত রায়:
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও নির্যাতনের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মাননীয় বিজ্ঞ আদালত মোহাম্মদ কামরুজ্জানকে ফাঁসির আদেশ দিয়েছে।
চূড়ান্ত রায়ে আদালত ৩ ও ৪ নম্বর অভিযোগে সোহাগপুরের গণহত্যা এবং গোলাম মোস্তফা তালুকদার নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ফাঁসির আদেশ দিয়ে বিচারক বলেন, “সে যেভাবে এসব অপরাধ ঘটিয়েছে, তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে সুবিচার হবে না।” তাই ৩ ও ৪ নম্বর অভিযোগে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার আদেশ দেওয়া হল।
এছাড়া ১ ও ৭ নম্বর অভিযোগে বদিউজ্জামানকে হত্যা এবং টেপা মিয়ার ছেলেসহ ৫ জনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় কামারুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
আর ২ নম্বর অভিযোগে শেরপুর কলেজের তৎকালীন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সৈয়দ আব্দুল হান্নানকে নির্যাতনের ঘটনায় তাঁকে আদালত দশ বছরের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয় যে, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর কর্মীরাই আল বদর, আল শামস নামের বিভিন্ন সশস্ত্র দলে যোগ দিয়ে সারা দেশে মানবতাবিরোধী অপরাধ ঘটায়।
২| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:৫৫
গ্যাম্বলার বলেছেন:
লটকানো পোস্টঃ
সময়ঃ ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:০৪
মন্তব্য ১টি,
ভালো লেগেছে ১ জন,
৫৫ বার পঠিত
তাইলে ব্যথা পাওয়া লোকের সংখ্যা মনে হয় বেশী..
৩| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:৫৮
সাধারণ মুসলমান বলেছেন: সকল খুনি রাজাকারের ফাঁসি হোক।
৪| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০২
চোরাবালি- বলেছেন: বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ [ ১৯২৯ সনের ১৯ নং আইন]
ধারা -২ (ক) : শিশু বলতে ঐ ব্যক্তিকে বুঝায়, যার বয়স পুরুষ হলে একুশ বছরের
নিচে এবং নারী হইলে আঠার বছরের নিচে৷
ধারা -২ (ঘ) : “নাবালক” বলতে ঐ ব্যক্তিকে বুঝায় যার বয়স পুরুষ
হলে একুশ বছরের নিচে এবং নারী হলে আঠার বছরের নিচে ;
সূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর
৫| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:০৬
চোরাবালি- বলেছেন: শিশু কাল (বয়স ১৭) থেকেই ধর্ষণ-খুন কত্তকি-- না জানি আরো কত কি করেছেন।
বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ [ ১৯২৯ সনের ১৯ নং আইন]
ধারা -২ (ক) : শিশু বলতে ঐ ব্যক্তিকে বুঝায়, যার বয়স পুরুষ হলে একুশ বছরের
নিচে এবং নারী হইলে আঠার বছরের নিচে৷
ধারা -২ (ঘ) : “নাবালক” বলতে ঐ ব্যক্তিকে বুঝায় যার বয়স পুরুষ
হলে একুশ বছরের নিচে এবং নারী হলে আঠার বছরের নিচে ;
সূত্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর
৬| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:২০
তন্ময় ফেরদৌস বলেছেন: জয় বাংলা
৭| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:২২
মেকগাইভার বলেছেন: যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির আদেশ যে কারনে কার্যকর হবে না।
এখন আবার নতুন করে শুরু করতে হবে আমাদের শাহবাগ। খেয়াল রাখতে হবে যাতে এবার হাসিনার চামচা গুলা না ঢুকতে পারে।
৮| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৯
এম ই জাভেদ বলেছেন: পরম কাঙ্ক্ষিত রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রায় অবিলম্বে কার্যকর করা হোক। কাল ক্ষেপণ করে যেন বিচার কার্যকরের দায়িত্ব এড়িয়ে না যায় বর্তমান সরকার , সেই দাবি জানিয়ে গেলাম।
৯| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪
এম ই জাভেদ বলেছেন: ঘটক ভাই, লেখার ভেতর ডুপ্লিকেশন হয়েছে। এডিট করে দেন।
১০| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:১৪
কাফের বলেছেন: অবশেষে একটা খুশির সংবাদ পাওয়া গেলো
ফাঁসি দ্রুত কার্যকর করা হউক
জয় বাংলা
১১| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮
মানুষ বলেছেন: আহা সামুর প্রিয় কামারুজ্জামান আজ সামুর বুকেই থুথু খাওয়ার জন্য ঝুলে আছে। হাও আয়রনিক।
১২| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮
মোঃ আব্দুস সালাম বলেছেন: আচ্ছা শুধু এই মানুষটাকে ফাসি দিলেই কি সুবিচার পেলাম?
প্রায় সবগুলো অভিযোগেই দেখলাম যে সে ও তার সহযোগীরা এই সহযোগীদের কেন কোন খোজ নেই?
তারা কোথায়?
আর তখন তার বয়স নাকি ছিল মাত্র ১৯ বছর।
সেই বয়সের মানুষের তো লিড দেওয়ার কথা না। তার উপরের মানুষেরা কোথায়?
নাকি ঐ কথাটাই সত্যি যে এই বিচার জামায়াতকে ধ্বংশ করার জন্য?
যদিও আমার কথাগুলো বিরোধী দলের মত শোনাচ্ছে। কিন্তু আমার মনে এই প্রশ্ন উদয় হল। তাই করলাম। কেউ কি সঠিক উত্তর দিবেন?
১৩| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৩১
মানুষ বলেছেন: @ মোঃ আব্দুস সালাম - তুই গু খা।
১৪| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৪০
বাঙলি বলেছেন: যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হোক। জয় বাংলা
১৫| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫
মোঃ আব্দুস সালাম বলেছেন: মানুষ ভাই আমারে গু খাইতে বললেন কিন্তু আমার প্রশ্নের উত্তর কই? কেন শুধু একজনে বিচার হবে তার সহযোগীতে অন্তত পক্ষে এক বছরের কারাদন্ড দেন।
বিচারতো আমি চাইই। কিন্তু একটু কেমন যেন একপেশে হয়ে যাচ্ছেনা? যারা যুদ্ধের পর নিজেদের রাজনীতিতে প্রতিষ্টিত করতে পেরেছেন শুধু তাদেরই বিচার হবে আর অন্যরা মাফ পেয়ে যাবে?
আমি শুধু আমার এই প্রশ্নেরই উত্তর চেয়েছি।
১৬| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:০৬
বাংলাদেশি বাংগালী। বলেছেন: 18 বছরের পোলা এত কিছু করছিল?
খাইছে.........
সব ফাঁসি দাও...
আওমী লীগ ছাড়া সবাইকে দাও
১৭| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৬
মাইন রানা বলেছেন: গণজাগরণের নেতাদের (গণজাগরণ মঞ্চ) কাছে প্রশ্নঃ
যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়ের পর সরকারের সাথে জামাতের আততের বিরুদ্ধে জেগে উঠা গণজাগরণ মঞ্চ এখন কোথায়? তারাও কি জামাতের সাথে আতত করে বসে আছে নাকি?
কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের পর ফাঁসির রায় কবে হবে? ৯০ দিনতো চলে গেছে!!!!
আইন সংশোধন করে বলা হয়েছে রায়ের পর ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে তাই ২৮ নম্বর দিন অর্থাৎ ৪ মার্চ আপিল জমা দেয়া হয়। লিংক
সংশোদিত আইনে বলা ছিল আপিলের পর ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। লিংক প্রমাণ
গত ৪ মে ৬০ দিন পার হয়ে গেলেও আপিলের রায় কোথায়?
আজ এক রাজাকারের ফসির রায় হওয়ায় খুশি হলাম কিন্তু আপিলে রায় না হলে বা রায় কার্যকর না হলে এই রায় দিয়ে কি হবে???
১৮| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
সীমানা ছাড়িয়ে বলেছেন: সুবিচার হয়েছে। গনহত্যার অন্যতম কারিগরদের উচিত শিক্ষা। আশা করি, আদালত কাদের মোল্লার মামলার রায় পুনর্বিবেচনা করবে এবং ফাঁসির আদেশ দিবে। আর অবিলম্বের ফাঁসির রায় কার্যকর করাটাও জরুরী।
ছাগলগুলা অলরেডি দেখি ম্যাতকার শুরু করেছে। এই ছাগলগুলাই কামরুর সহযোগী ছিল বলে মনে হচ্ছে। ছাগলগুলাকে যথারীতি গদাম।
১৯| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আজাইরা বলেছেন: সকল খুনি রাজাকারের ফাঁসি হোক। এবং বঙ্গবন্ধু র সব খুনি র বিচার চাই
২০| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৫৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা!!!
২১| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:২৪
হাসান মাহবুব বলেছেন: জয় বাংলা!!!
২২| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৩১
নীল জানালা বলেছেন: আগে কার্যকর করুক। সেলিব্রেট পরে করুম। জয় বাংলাদেশ....
২৩| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জয় বাংলা .....
২৪| ১০ ই মে, ২০১৩ রাত ১২:৫৯
বর্ণান্ধ বলেছেন: কয়েকজন ইতিমধ্যেই ত্যানা প্যাচানী শুরু করে দিয়েছে।
২৫| ১০ ই মে, ২০১৩ রাত ২:২৮
মনে নাই বলেছেন: জয় বাংলা।
অবিলম্বে রায় কার্যকর দেখতে চাই।
২৬| ১০ ই মে, ২০১৩ ভোর ৪:৩৫
কাজী মামুনহোসেন বলেছেন: কিছু ছাগু এই পুস্টে ঢুকে পিছলামি শুরু করছে, তাদের গদাম দেয়া হউক....
২৭| ১০ ই মে, ২০১৩ ভোর ৪:৩৬
কাজী মামুনহোসেন বলেছেন: মনে নাই বলেছেন: জয় বাংলা।
অবিলম্বে রায় কার্যকর দেখতে চাই।
২৮| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:১৩
রাফা বলেছেন: শেষ যুদ্ধাপরাধীর সাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কর্তব্য সজাগ দৃস্টি রাখা।
ধন্যবাদ,রেজা ঘটক।
২৯| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মিতাহামিদা০০৭ বলেছেন: সব রাজাকারের ফাঁসি চাই ! মখা.র ফাঁসি তো আগে হওয়া দরকার । শুনেন নাই কাদের সিদ্দিকী বার বার বলছেন - এই ম.খা .-(যার মগজনাই ,তাকে বলে -মখ ছাড়া !) মখ ছাড়া । সে ৭১'এ সি.এস.পি. ছিল , আর তখন সে পাক বাহিনিকে সরাসরি সহযোগিতা করেছে -নারী নির্যাতন ও অন্যান্য ব্যাপারে ! আমরা আর সরকারে রাজাকার দেখতে চাই না ! এটা অত্যন্ত - অবিচার , যে আস্তিনের ভিতর সাপ পুশবেন !
৩০| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জয় বাংলা।
৩১| ১০ ই মে, ২০১৩ রাত ৯:৩২
মোঃ আব্দুস সালাম বলেছেন: কাজী মামুনহোসেন
ভাইকে বলছি। আশা করি আপনার সেই কিছু ছাগুর লিস্টের মধ্যে আমার নামও আছে। এটা আর নতুনকি? আমার ব্লগ ঘাটলে দেখবেন আমার গুটি কয়েক লেখার কোন একটাতে আমি ভাদা ট্যাগও খেয়েছিলাম। কারন আমার মনে যে কথা এসেছিল সেটা বলেছি তাই। তাই ট্যাগ নিয়ে আমার মাথা ব্যথা নাই। আর আমার জন্মের পর থেকেই আমাকে জানানো হয়েছে যে জামায়াত ইসলামি কোন ইসলামি দলনা এবং আমি সেটা বিশ্বাস করি তর্কে জিতি বা হেরে যাই। কিন্তু সত্যটাকে অস্বীকার করার শিক্ষা আমি পাইনি। তাই আমার মনে এই প্রশ্নটা উদয় হয়েছে আমি আলাদা কোন পোস্ট দেইনি। কারন তাতে বেশী মানুষ দেখবেনা আমিও আমার প্রশ্নের উত্তর পাবনা। তাই স্টিকি পোস্টে কমেন্ট করলাম তাতে কে যেন আমাকে গু খেতে বলল। কারন আমি রায় সেলিব্রেট না করে পেচাতে শুরু করেছি। মানে ব্লগ যতই মু্ক্ত চিন্তার জায়গা হোকনা কেন এখানে বাতাসের বিপরীতে চিন্তা করলে গু খেতে হয়। তাহলে কেমন মুক্ত চিন্তা হল? অবশ্য এই খানে কমেন্ট করেও তো লাভ হলনা। মাত্র ত্রিশটা কমেন্ট। তবুও আশায় আছি কেউ একজন আমার প্রশ্নের উত্তর দিবেন। তাই বার বার ব্লগে উকি দিয়ে যাচ্ছি।
৩২| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৪৯
প্যরাডাইসলস্ট_১১৩১ বলেছেন: সংবিধান ৪৭(৩), ৪৭ক(১), ৪৭ক(২)
৩৩| ১০ ই মে, ২০১৩ রাত ১১:২৬
প্যরাডাইসলস্ট_১১৩১ বলেছেন: 47(3) Not withstanding anything contained in this Constitution, no law nor any provision thereof providing for detention, prosecution or punishment of any person, who is a member of any armed or defence or auxiliary forces or who is a prisoner of war, for genocide, crimes against humanity or war crimes and other crimes under international law shall be deemed void or unlawful, or ever to have become void or unlawful, on the ground that such law or provision of any such law is inconsistent with, or repugnant to any of the provisions of this Constitution.
47A. In applicability of certain articles.
(1) The rights guaranteed under article 31. clauses (1) and (3) of article 35 and article 44 shall not apply to any person to whom a law specified in clause (3) of article 47 applies.
(2) Notwithstanding anything contained in this Constitution, no person to whom a law specified in clause (3) of article 47 applies shall have the right to move the Supreme Court for any of the remedies under this Constitution
৩৪| ১০ ই মে, ২০১৩ রাত ১১:৩৬
প্যরাডাইসলস্ট_১১৩১ বলেছেন: সংবিধানের উল্লেখিত অনুচ্ছেদ সমূহের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণের জন্য মোঃ আব্দুস সালাম কে অনুরোধ করছি।
৩৫| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:১৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: জাতি আর একটু কলন্ক মুক্ত হলো ।
৩৬| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:১৯
চলতি নিয়ম বলেছেন: অবিলম্বে রায় কার্যকর দেখতে চাই।
৩৭| ১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২৯
মোঃ আব্দুস সালাম বলেছেন: ইংলিশ বুঝলেতো হইতোই। ট্রান্সলেটরে নিয়া ট্রান্সলেট করলাম। আগা মাথা কিছুই বুঝলামনা। সরল ভাষাটা কি?
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৩ দুপুর ২:৪৪
আরজু পনি বলেছেন:
জয় বাংলা।