নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো'র এ কেমন জরিপ!!!

১২ ই মে, ২০১৩ দুপুর ১২:০১

প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী সংস্থা ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড গত ৯ থেকে ২০ এপ্রিলের মধ্যে একটি জরিপ পরিচালনা করে। দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগের ৩০টি জেলা শহর ও গ্রামের তিন হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। এতে নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ। অর্থ্যাৎ ৩০০০ মানুষের মধ্যে অন্তঃত ২৭০০ জন নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চায়।



আর প্রথম আলো এটাকেই গুজব আকারে চালাচ্ছে এই বলে যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার ব্যাপারে দেশের মানুষ প্রায় একযোগে মত দিয়েছে। দেশে অন্তঃত প্রায় সাড়ে ৮ কোটি ভোটার রয়েছে। আর প্রথম আলো'র জরিপ চালানো হয়েছে মাত্র ৩ হাজার লোকের উপর। জরিপে তাদের বয়স উল্লেখ করা হয়নি। তারা সবাই ভোটার কিনা তাও জানা যায়নি। অথচ বদলে দাও বদলে যাও ধ্বজাধারী দৈনিকটি বলছে দেশের অধিকাংশ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্পন্ন করার ব্যাপারে একযোগে মত দিয়েছে।



আর ফাঁকটা কী কেউ খেয়াল করেছেন, প্রশ্নটা ছিল নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন চায় ক'জন? এখানে প্রথম আলো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক শব্দ দুটো দিয়েই সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। কেউ তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হাজির হলে এই নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক শব্দের জোড়েই তারা সেখানে তাদের আসল মুখোশ খুলে দেবেন। সত্যিকারের গুজব ছড়ানোতে প্রথম আলো নিঃসন্দেহে দেশ সেরা!!! মুখোশধারী প্রথম আলো থেকে সাধু সাবধান।।।



প্রথম আলো'র বয়সের চেয়ে জরিপ কাজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক বেশি। তাই এই গুজব থেকে সবাইকে সাবধান হওয়ার অনুরোধ করছি। প্রথম আলো কোনো নতুন মিশন নিয়েই এসব শুরু করছে। হাসনাত আবদুল হাই-য়ের গল্প ছাপানোটা ছিল পুরোপুরি পরিকল্পিত। আর ওটা থেকে মুখোশ বেরিয়ে পড়লে ঘটা করে তারা এক ছোট্ট ঘোষণায় ক্ষমা চেয়েছে। এখন এই ভুয়া জরিপের জন্যেও প্রথম আলোকে ক্ষমা চাইতে হবে।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:০৮

কক বলেছেন: আসলে দেশটারে ভালোবাসতে শিখতে হইবো আমাদের সবার.....প্রথমআলু-দ্বিতীয় আলুতে কোনো কাম হইবো না।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:০৮

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:১৩

চারু এবং আমি বলেছেন: প্রথম আলো বা যে কোন সংস্থা যে ভাবেই জরিপ পরিচালনা করুক, নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার মতামত কি? হ্যাঁ অথবা না উত্তর চাই।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৩

রেজা ঘটক বলেছেন: জাতীয় নির্বাচনে কোন সরকার থাকল তার চেয়ে আসল ব্যাপার হল নির্বাচন কমিশন সকল দলের আলোচনার ভিত্তিতে আরো শক্তিশালী করা। কারণ, নির্বাচন কোনো সরকার পরিচালনা করবে না। এটা নির্বাচন কমিশনারের এখতিয়ারভুক্ত। আমরা নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার নিয়া লাফালাফি করে নির্বাচন কমিশনের কাজটির কথা ভুলে যাই। আসল সমস্যা সেখানে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী না করলে কোনো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই জাতীয় ভূতের সমস্যা করতে পারবে না। আমি নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ করার পক্ষে। কোনো সরকার নিয়ে আমার মাথা ব্যথা নাই।

৩| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:১৯

জামান2021 বলেছেন: নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আপনার মতামত কি? হ্যাঁ অথবা না উত্তর চাই।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

রেজা ঘটক বলেছেন: জাতীয় নির্বাচনে কোন সরকার থাকল তার চেয়ে আসল ব্যাপার হল নির্বাচন কমিশন সকল দলের আলোচনার ভিত্তিতে আরো শক্তিশালী করা। কারণ, নির্বাচন কোনো সরকার পরিচালনা করবে না। এটা নির্বাচন কমিশনারের এখতিয়ারভুক্ত। আমরা নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার নিয়া লাফালাফি করে নির্বাচন কমিশনের কাজটির কথা ভুলে যাই। আসল সমস্যা সেখানে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী না করলে কোনো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই জাতীয় ভূতের সমস্যা করতে পারবে না। আমি নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ করার পক্ষে। কোনো সরকার নিয়ে আমার মাথা ব্যথা নাই।

৪| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:২৭

মদন বলেছেন: আমরা তত্বাবধায়ক, নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন চাইনা, আমাদের প্রথম এবং একমাত্র পছন্দ "বাকশাল"।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

রেজা ঘটক বলেছেন: জাতীয় নির্বাচনে কোন সরকার থাকল তার চেয়ে আসল ব্যাপার হল নির্বাচন কমিশন সকল দলের আলোচনার ভিত্তিতে আরো শক্তিশালী করা। কারণ, নির্বাচন কোনো সরকার পরিচালনা করবে না। এটা নির্বাচন কমিশনারের এখতিয়ারভুক্ত। আমরা নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার নিয়া লাফালাফি করে নির্বাচন কমিশনের কাজটির কথা ভুলে যাই। আসল সমস্যা সেখানে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী না করলে কোনো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই জাতীয় ভূতের সমস্যা করতে পারবে না। আমি নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ করার পক্ষে। কোনো সরকার নিয়ে আমার মাথা ব্যথা নাই।

৫| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৩২

স্পেলবাইন্ডার বলেছেন: মদন বলেছেন: আমরা তত্বাবধায়ক, নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন চাইনা, আমাদের প্রথম এবং একমাত্র পছন্দ "বাকশাল"। =p~ =p~ =p~


তুই ব্যাটা ঘটকালি কর গিয়া!

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

রেজা ঘটক বলেছেন: জাতীয় নির্বাচনে কোন সরকার থাকল তার চেয়ে আসল ব্যাপার হল নির্বাচন কমিশন সকল দলের আলোচনার ভিত্তিতে আরো শক্তিশালী করা। কারণ, নির্বাচন কোনো সরকার পরিচালনা করবে না। এটা নির্বাচন কমিশনারের এখতিয়ারভুক্ত। আমরা নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার নিয়া লাফালাফি করে নির্বাচন কমিশনের কাজটির কথা ভুলে যাই। আসল সমস্যা সেখানে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী না করলে কোনো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই জাতীয় ভূতের সমস্যা করতে পারবে না। আমি নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ করার পক্ষে। কোনো সরকার নিয়ে আমার মাথা ব্যথা নাই।

আমার ব্লগে শুদ্ধ ভাষায় কথা বলতে না পারলে কমেন্ট করার দরকার নেই।

৬| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৩২

সাফায়াত কাদির বলেছেন: প্রথম আলোর জরিপ সঠিক। কারণ এখানে

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৪১

ইসপাত কঠিন বলেছেন: গতকাল প্রথম আলোর মূল খবরের নীচে জরিপটার মূল পেপারটার লিংক পড়েছিলাম। ওখানে বয়স (কত বছর গ্রুপের কতজন), এলাকা ( শহর নাকি গ্রাম), জেন্ডার (কতজন নারী কতজন পুরুষ) এসবের পরিসংখ্যান দেওয়া ছিলো।

অর্ধেক পড়ে ব্লগ না লিখে বরং পুরোটাই পড়ুন।

জনমত-জরিপ ৯-২০ এপ্রিল ২০১৩ বিস্তারিত দেখতে ক্লিক করুন

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৬

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৮| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৪২

পরিযায়ী বলেছেন: যেখানে গুটি কয়েক লোকের(প্রায় ১০০) সিদ্ধান্তে দেশ চলতেছে সেখানে ৩০০০ মানুষ তো অনেক অনেক বেশি।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৬

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৯| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৪

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জরিপ সব সময় রেনডম স্যামপ্লিং এর মাধ্যমেই হয়ে থাকে। টোটাল সাবজেক্টের কত পার্সেন্ট স্যাম্পল হিসাবে নেওয়া হবে সেটা ভিন্ন প্রশ্ন। তবে জরিপ হিসাবে প্রথম আলো যা করেছে তা'ই জরিপের নিয়ম, ফলাফল আপনি মানবেন কি না তা আপনার স্বাধীনতা।

আপনি যদি সাড়ে ৮ কোটি ভোটারের মতামত নিতে চান তাহলে গনভোট আয়োজন করতে হবে। প্রতিটি বিষয়ে যেমন গন ভোট করা সম্ভব না তেমনি কোন একটি বিষয়ে প্রথম আলোর মত প্রতিষ্ঠানের পক্ষে গনভোট করা সম্ভব না।

গুজব হবে কেন ? তারা জরিপের ফল প্রকাশ করা কি গুজব ? না কি আপনার কাছে তথ্য আছে যে তারা যে ৩০০০০ স্যাম্পলের কথা বলছে সেটা মিথ্যা ?

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৭

রেজা ঘটক বলেছেন: প্রথম আলো'র মিশন দিন দিন পরিষ্কার হচ্ছে। জাস্ট ওয়েট এন্ড সি...

১০| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৪৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: নিজে জরিপ করে দেখন ,মানুষ কি বলে??

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৭

রেজা ঘটক বলেছেন: সময় নাই ভাই

১১| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:১১

মুজিব রহমান বলেছেন: সত্যকে নিতে হয় সহজে। এই সাহস সবার থাকে না। প্রথমআলো যে ধরনের প্রতিবেদন প্রকাশ করে তার সাথে তাদের জরিপের মিল থাকে না প্রায়ই। প্রথম আলোর পাঠকদের জরিপ অধিকাংশই সঠিক মনে হয়। এই জরিপটি তারা যাদের দিয়ে করিয়েছেন তার পূর্বেও সঠিক জরিপ করেছে। আপনার অভিজ্ঞতা না শোনানোর জন্য ধন্যবাদ। আমাদের দেশে সেই ছেলে কবে হবে/ সত্যকে যে সত্য বলবে।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৮

রেজা ঘটক বলেছেন: প্রথম আলো কী জিনিস এখনো বুঝতে আপনার অনেক সময় লাগবে।ধন্যবাদ

১২| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

মাইন রানা বলেছেন: আমিও মনে করছি প্রথম আলো জরিপে সমস্যা আছে।
৯০% নির্বাচনে মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায় এটা বিশ্বাস করা যায় না।

আমার মতে দেশের ৯৯%, মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায়। ১% যারা চায় না তারা হলে সরকারের পা চালা চামচা।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৮

রেজা ঘটক বলেছেন: জাতীয় নির্বাচনে কোন সরকার থাকল তার চেয়ে আসল ব্যাপার হল নির্বাচন কমিশন সকল দলের আলোচনার ভিত্তিতে আরো শক্তিশালী করা। কারণ, নির্বাচন কোনো সরকার পরিচালনা করবে না। এটা নির্বাচন কমিশনারের এখতিয়ারভুক্ত। আমরা নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার নিয়া লাফালাফি করে নির্বাচন কমিশনের কাজটির কথা ভুলে যাই। আসল সমস্যা সেখানে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী না করলে কোনো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই জাতীয় ভূতের সমস্যা করতে পারবে না। আমি নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ করার পক্ষে। কোনো সরকার নিয়ে আমার মাথা ব্যথা নাই।

১৩| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

মাইন রানা বলেছেন: আমিও মনে করছি প্রথম আলো জরিপে সমস্যা আছে।
৯০% নির্বাচনে মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায় এটা বিশ্বাস করা যায় না।

আমার মতে দেশের ৯৯%, মানুষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চায়। ১% যারা চায় না তারা হলে সরকারের পা চালা চামচা।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৯

রেজা ঘটক বলেছেন: জাতীয় নির্বাচনে কোন সরকার থাকল তার চেয়ে আসল ব্যাপার হল নির্বাচন কমিশন সকল দলের আলোচনার ভিত্তিতে আরো শক্তিশালী করা। কারণ, নির্বাচন কোনো সরকার পরিচালনা করবে না। এটা নির্বাচন কমিশনারের এখতিয়ারভুক্ত। আমরা নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার নিয়া লাফালাফি করে নির্বাচন কমিশনের কাজটির কথা ভুলে যাই। আসল সমস্যা সেখানে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী না করলে কোনো নির্দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকার আমাদের এই জাতীয় ভূতের সমস্যা করতে পারবে না। আমি নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ করার পক্ষে। কোনো সরকার নিয়ে আমার মাথা ব্যথা নাই।

১৪| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৫

মাইন রানা বলেছেন: এই দেশে নির্বাচন কমিশন শক্তশালী হবে!!!!!!!!!

নির্বাচন কমিশন সবচেয়ে বেশী জরুরী জাতীয় নির্বাচনে। কিন্তু যেগুলি রাষ্ট্রের জন্য প্রতিদিন প্রয়োজন সেগুলির কি হাল?

আপনার কাছে প্রশ্নঃ

এই দেশে সংসদ কি শক্তিশালী হয়েছে? দেশের আদালত কি শক্তিশালী ও দলীয়করণ মুক্ত হয়ে সঠিক বিচার করতে পারছে?
দুর্নীতি দমন কমিশন কি শক্তিশালী হয়ে দুর্নীতি দমন করতে পেরেছে?
পুলিশ প্রশাসনকি নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ করতে পারছে?
বেসামরিক প্রশাসন বা স্থানীয় প্রশাসন কি নিরপেক্ষ ভাবে কাজ করছে?

তাই মাত্র তিন মাস একটা নির্বাচন কমিশন কি করে শক্তিশালী হবে?

১৫| ১৫ ই মে, ২০১৩ রাত ১২:৪১

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: নির্দলীয় সরকার এর অধীনে নির্বাচন না হলে এই সরকার ও ক্ষমতায় আস্তে পারত না।

১৬| ১৫ ই মে, ২০১৩ রাত ১:১৪

অরিয়ন বলেছেন: No alternative for fear election, Accept CARETAKER GOV.

১৭| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:২০

পরিযায়ী বলেছেন: এখানে যারা কমেন্ট করছে তারা সবাই তত্তাবধায়ক সরকারের পক্ষে। তো ভাইজান আমরা সবাই কি ভুয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.