নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

‘গার্মেন্টস’ ও একজন বাস্তবতা বিবর্জিত মিস আনাম!!!

১৬ ই জুন, ২০১৭ রাত ১:০৯

‘গার্মেন্টস’ নামে একটি গল্প লিখে তাহমিমা আনাম ও' হেনরি পুরস্কার পেয়েছেন। বিষয়টি মিস আনামের জন্য গৌরবের হলেও গল্পটিতে অত্যন্ত সচেতনভাবেই একুশ শতকের নাগরিক বাস্তবতায় বাংলাদেশের গার্মেন্টেস সেক্টরে কর্মরত লাখ লাখ প্রান্তিক শ্রমজীবী মানুষজনের জীবন-সংগ্রাম ও স্বপ্নকে অত্যন্ত নোংরা ভাষায় তাচ্ছিল্য করা হয়েছে। বাস্তবতা বিবর্জিত এমন একটি গল্প বরং ভীনদেশীদের কাছে বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত নেগেটিভ ধারণাই রপ্তানি করছে!

ধরুন, মিস আনাম তার বাবাকে নিয়ে এয়ারপোর্ট থেকে ধানমন্ডি ফেরার পথে টয়োটা এসি গাড়িতে বসে, পাশে বসা বাবার কাছে খুব আহ্লাদি ঢংয়ে জানতে চাইলেন, আচ্ছা বাবা, রানা প্লাজার ঘটনাটা কী? জবাবে মিস্টার আনাম মেয়েকে বুঝিয়ে বললেন যে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। আর মারা যাওয়া বেশিরভাগ মানুষ গার্মেন্টস শ্রমিক। গরীব মানুষ। যাদের সম্পর্কের মিস আনামের সত্যিকার অর্থেই কোনো ধারণা নাই।

রানা প্লাজার ওই দুর্ঘটনা সারাবিশ্বের মিডিয়ায় তখন খুব আলোড়ন তুলেছিল। তাই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে মিস আনামের মাথায় একটি গল্পের প্লট দানা বাধতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতার বাইরে গিয়ে প্রান্তিক এই শ্রমজীবী মানুষদের নিয়ে ফান করার স্পর্ধা কেবল তারাই দেখাতে পারে, যারা নিজের দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে ন্যূনতম জ্ঞান রাখে না। বাংলাদেশের সমাজ এখনো সভ্যতার শীর্ষ পর্যায়ে না পৌঁছালেও বাংলাদেশের কোথাও কোনো গ্রামীণ শালিসি বিচারে একটি যুবতী মেয়েকে উলঙ্গ করার মত ঘটনার কোনো নজির নাই। কেবলমাত্র মুক্তিযুদ্ধের সময় বিকৃতমনা পাকি-জারস সেনারা ও তাদের দোসররা কিছু কিছু জায়গায় এটা করেছে নিজেদের পৈচাশিক আনন্দ উপভোগের একটা উপায় হিসেবে। স্বাধীনতার ৪৬ বছর পর সেই একই পৈচাশিক আনন্দ ও তৃপ্তির ঢেকুর গিলতে গিয়ে মিস আনাম কী ধরনের আনন্দ পেলেন, তা সহজে বোধগম্য নয়।

ঢাকা শহরে ব্যাচেলর মেয়েরা বাসা ভাড়া পায় না, তাই তিনজন মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে এমন কল্পনা কেবল ভৌতিক ও কুরুচিপূর্ণ মননেই বাসা বাধতে পারে। আর বাংলাদেশের কাজী অফিসগুলোতে কীভাবে বিয়ে পড়ানো হয়, সেই ধারণাটুকু যার একদম নাই, তার কল্পনাপ্রসূত এমন অদ্ভুত গল্পে সেই তিন মেয়ের পতি যে একজন খোজা হবে, এটাই তো স্বাভাবিক! আসলে ‘গার্মেন্টস’ গল্পটি লিখে মিস আনাম নিজেকে বাংলাদেশের সমাজের কাছে একজন খোজা হিসেবেই তুলে ধরেছেন।

বাংলাদেশের কৃষ্টি, কালচার, আচার, ব্যবহার, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যার বিন্দুমাত্র সংযোগ নাই, কেবল তার পক্ষেই এমন অরুচিকর আকাশকুসুম আষাঢ়ে গল্প ফাঁদা সম্ভব। এসি গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে গামেন্টসের মেয়েদের দেখে তাদের নিয়ে এমন নিম্নরুচির গল্প লিখে পুরস্কার মিললেও, এটি বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সমাজ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে, বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে মিস আনাম গল্পের কৌশলে বহির্বিশ্বে তীব্র এক প্রপাগান্ডা ছড়িয়েছেন।

সমাজ ও বাস্তবতার বাইরে ফ্যান্টাসি লেখা সম্ভব, কুরুচিপূর্ণ সমাজ বিবর্জিত কাল্পনিক ও অবাস্তব কিছু লিখে হয়তো পুরস্কার জোটানোও সম্ভব, কিন্তু তার সত্যিকার কোনো সাহিত্য মূল্য যেমন নাই, তেমনি তা কোনো গৌরবেরও বিষয় হতে পারে না। আর তা নিয়ে এত আদিখ্যতা দেখানোরও কিছু নাই। মিস আনামের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে এবং আমাদের নিত্যনৈমিত্তিক কৃষ্টি ও ব্যবহার সম্পর্কে এমন উদ্ভট নেতিবাচক ধারণা বরং আমাদের মূল্যবোধকে তীব্রভাবে আহত করেছে। সেকেন্ডারি তথ্য হয়তো লেখার জন্য সহায়ক কিন্তু বাস্তবতা বিবর্জিত লেখা গৌরবের বদলে কলংক ছড়ায়। তাই ‘গার্মেন্টস’গল্পটি লিখে মিস আনাম বাংলাদেশের জন্য গৌরব নয় বরং মহামারী কলংক ছড়িয়েছেন।

-------------------------
১৬ জুন ২০১৭

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ৩:০৭

এম এ কাশেম বলেছেন: এদের জন্য করুণা কিংবা ঘৃণা ছাড়া আর কিছুই নাই।

২| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বাস্তবতা বিবর্জিত ফালতু ‘গার্মেন্টস’ নামে একটি গল্প।
বইয়ের নাম ও শুনলাম না, কেউ বইটির প্রসংসা করেছে , তাও শুনিনি।
পুরষ্কার মনেহয় বই লেখার আগেই নির্ধারিত ছিল ...

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১:৫৮

ঋতো আহমেদ বলেছেন: লিখাটির কিছু আংশ পড়েছি। এবং অবাক হয়েছি। গার্মেন্ট কর্মীদের চিন্তা ভাবনা ও জীবনাচরনের সাথে কোনো মিল নেই। কীভাবে পুরষ্কার পেলেন বুঝে উঠতে পারিনি।

৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০১

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:০০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

৬| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:১৬

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

৭| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৮

কানিজ ফাতেমা বলেছেন: চব্বিশ ঘন্টা এসি'র ভিতর থেকে থেকে মস্তিস্কের কোষ জমে গেছে মনে হয় মিস আনামের ।

৮| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

ভাবুক কবি বলেছেন: এদের জন্য একরাস ঘৃনাতো দেওয়াই যায়. #কানিজ আপার মত বলতে হয় যে, এসির ভীতর থেকে মস্তিষ্ক জমে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.