নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছোট মানুষ .... বুঝি কম

আর.হক

আর.হক › বিস্তারিত পোস্টঃ

:x :x :x ভালোবাসার নানান ভাষা:x :x :x

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৭



সমগ্র পৃথিবীটা ভালোবাসারই নিদর্শন স্বরূপ। সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত পবিত্র একটি উপহার হচ্ছে ভালোবাসা। বিভিন্ন ভাষাভাষী লোকদের মধ্যে ভালোবাসা ভালোবাসা প্রকাশের ধরনটা ভিন্ন হয়ে থাকে। যেমন বাংলা ভাষাভাষীরা 'আমি তোমাকে ভালোবাসি' বাক্যের মাধ্যমে তার অভিব্যক্তি প্রকাশ করে থাকে। ইংরেজিরা বলে ' I LOVE YOU' ।



বিভিন্ন ভাষাভাষী লোকদের মধ্যে এর প্রকাশে ভিন্নতা থাকলেও মূল কথা কিন্তু একই । বিভিন্ন ভাষার লোকদের ভালোবাসার অভিব্যক্তির বহি:প্রকাশের ধরণ আপনাদের কাছে তুলে ধরা হলো...........



বাংলা : আমি তোমাকে ভালোবাসি

ইংরেজি : আই লাভ ইউ

আফ্রিকা : এক ইজ লিফ ভির ইউ

আলবেনিয়া : তে দাসুরোজ

বুলগেরিয়ায়া : আবিকাস তে

অসমীয়া : মুই তোমাক ভালো পাও

বার্মিজ : চিত পা দে

ক্যাম্বোডিয়ান : বোন স্রো লানহ উন

ক্যান্টনিজ : মোই ওইয়া নেয়া

চেক : লিমুই তে

ড্যানিশ : ইয়াহ এলস্কার দিগ

ডাচ : ইক হু ব্যান ইউ

এস্তোনিয়ান : মিনা আর মাস্তান সিন্দ

ফার্সি : দুস্তাত দারাম

ফিলিপিনো : ইউবিগ কিটা

ফিনিশ : মিন্যা রাকাস্তান সিনুয়া

ফ্রেঞ্চ : ইয়ে তাইসে

জার্মান : ইক লিয়েবে দিক

গ্রিক : সাইয়াগাপো

গ্রিনল্যান্ডিক : এগো ফিলো সু

গুজরাটি : হুঁতানে পেয়ার কার ছুঁ

হাওয়াইয়ান : অ্যালোহা ইয়া আউওয়ে

হিব্রু : আনি ওহেব ওটার

হিন্দি : ম্যায় তুমছে পেয়ার কারতা হুঁ (মেয়েকে)

ম্যায় তুমছে পেয়ার কারতি হুঁ (ছেলেকে)

হ্যাঙ্গেরিয়ান : সেরেতলেক তেজেদ

ইন্দোনেশিয়ান : সায়া চিন্তা কামু

ইরানি : সাহন দুস্তাহত দোহরাহম

আইরিশ : তাইম ইগ্রা লিত

ইতালিয়ান : তি আমো

জাপানি : কিমি ও আই শিতের

কানাডা : নানু নিনামু প্রীতিসুথিন

কোরিয়ান : তাঙশিনুল সারঙ হা ইয়ো

লাতিন : তে আমো

লাটভিয়ান : এস মিলু তেভি

লেবানিজ : বাহিবাক

মালীয় : সায়া চিন্তা কামু

মারাঠি : মে তুমছে মহব্বত হ্যায়

পোলিশ : কোচাম সিয়ে

পাঞ্জাবী : ম্যায় তাইনু পেয়ার কারনা

রোমানিয়ান : তে ইউ বেস্ক

রাশিয়ান : ইয়া তেবয়া লিউব্লিউ

স্লোভাক : লুবিম তা

স্প্যানিস : তে কুইয়েরো

মহেলি : নাকু পেন্দা...(নাম)

সুইডিম : ইয়গ অ্যালস্কার দিগ

তাইতিহান : উয়া হেরে ভাউ ইয়া ওয়ে

তামিল : নান উন্নাই কাদালিকিরেন

তিউনিশিয়ান : হাহেক বাক

তুর্কি : সেনি সেভিউরম

ব্রাজিল :চিতপাদে

সিংহলিজ : মামা ও বাটা আছরেই

নরওয়ে : ইয়েগ এলস্কার দাই







রুমের কাগজগুলো গুছাচ্ছিলাম , হঠাৎ হাতে পড়লো পুরাতন একটি পত্রিকার কাটিং। পত্রিকার নাম তারিখ ইত্যাদির না পাওয়ার কারনে সুত্র উল্লেখ করতে পারলাম না।

সেখান থেকেই ভালোবাসার সব কথাবার্তা।..............

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৪

রোকন রাইয়ান বলেছেন: দিবসটা আইসা গেছে মনে হয় ;) ;) ;)

২| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:০৬

পাগলামৃদুল বলেছেন: বহুদিন আগে রহস্যপত্রিকায় দিয়েছিল। ১৯৯৫-৯৬ এর দিকে।

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৫

আর.হক বলেছেন: হইতে পারে

৩| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আরো বিশটি বছর আগে পেলে ভিবিন্ন ভাবে ব্যবহার করতে পারতাম ।

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪০

আর.হক বলেছেন: টাইম মেশিনে ঢুকে পড়েন....... কামে লাগানোর চেষ্টা করলে আমি আপনার জন্য সুপারিশ করমু

৪| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ভিবিন্ন = বিভিন্ন

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

আর.হক বলেছেন: আমি মনে করছিলাম আমি বিভিন্ন বানান ভুল করলাম কিনা? থ্যাংকু

৫| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৯

মায়া কন্যা বলেছেন: অনেক আগে কারেন্ট নিউজ/এফেয়ারস(ঠিক মনে করতে পারছি না) অ্যালবামে পড়েছিলাম।

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫

আর.হক বলেছেন: খুজে পাইলে আর এর চেয়ে বেশী জানা থাকলে জানাবেন।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫৩

মায়া কন্যা বলেছেন: অসমীয়া : মুই তোমাক ভালো পাও[/si

অসমীয়া জায়গাটা কোথায়? বাংলাভাষার সাথে মিল দেখে অবাক হলাম।

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৩

আর.হক বলেছেন: অসমীয়া সম্ভবত অসমীয় হইবার পারে। মোগো দেশের ভাষার লাহান লাগে

৭| ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫২

আমার মন বলেছেন: কোনটা দিয়ে বললে কাজে দিবে সেটা ভাবতাছি.. :)

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩০

আর.হক বলেছেন: ভাবাভাবি কইরা লাভ নাই......... ডাইরেক্ট এ্যাকশনে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.