নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

তানপুরাটা সুর ছড়িয়ে যাচ্ছে সমগ্র সন্ধ্যাজুড়ে।বাইরে শন শন শব্দ করে যাচ্ছে অশ্বত্থ গাছের পাতাগুলো।অজস্র পাখির আশ্রয় ঐ গাছ হতে কিচিরমিচির কলরব ছড়িয়ে পড়ছে ৩৬০ডিগ্রি অঞ্চলজুড়ে।দূরের মসজিদ হতে আজানের ধ্বনি যেন সকল কিছুকে ছাপিয়ে যাচ্ছে।সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেল।এ এক অপূর্ব মন মাতাল করা অনুভূতি।
হঠাৎ করেই অন্ধকার এসে চারিদিক গ্রাস করে নিল।খোলা জানালা দিয়ে বইছে শুধু মৃদু ঠাণ্ডা বাতাস।জঙ্গলের ভিতর থেকে শুধু শোনা যায় ঝি ঝি রব।


দমকা বাতাসে ঘরের কুপি নিভে গেল।এখন শুধুই অন্ধকার।আস্তে আস্তে পরিস্কার হচ্ছে কিছু শুভ্র রেখা;চাঁদের আলো।খোলা জানালা দিয়ে আকাশে মস্ত গোলাকার চন্দ্র কুমারী দৃশ্যমান।এক ফালি আলো মেঝেতে দাগ কেটে দিয়েছে।ফালিটি আস্তে আস্তে লম্বা হচ্ছে অমানিশার বৃদ্ধির সাথে সাথে।
ঘরের চাদোয়ায় একটি ছায়া পড়েছে।হাওয়ার টানে দোল খেয়ে যাচ্ছে ছায়াটি।কি নৈস্বর্গিক রঙ সে ছায়ার।যার বিবরণ কোনদিন কোন শিল্পী তুলতে পারবে না তুলির শিখরে;কবি পারবে না কবিতার খাতায়;লেখক পারবে না লেখনীর বাঁধনে বাঁধতে।


ঘরের পাশের পেয়ারা গাছের শীর্ণ ডালটি নড়ে উঠছে হঠাৎ হঠাৎ।মনে হচ্ছে জানালার কবাটের কাঠের গায়ে কে যেন আচড় কেটে দিচ্ছে।মধ্যবয়স্কা রজনীর বুক বিদীর্ণ করে দিল অকষ্মাৎ অরণ্যের থেকে আসা হু হু শব্দ;শেয়াল ডাকছে।পেছনের আমড়া গাছ হতে পেঁচার হুম ধ্বনিতে কাঁপন ধরল হৃৎপিন্ডে।কাঁঠাল গাছের কোটর থেকে একঝাঁক কালো ছায়া ফড় ফড় শব্দে উড়ে গেল জানালার ধার ঘেষে।


টানা ঝি ঝি শব্দে ধরে যাচ্ছে মাথা। বুজে আসছে চোখ;ঢুলে উঠছে শরীর।গা এলিয়ে দিলাম বিছানার গাত্রে।ঘুম ঘুম ঘুম।


আরেকটি কর্মহীন দিন ও নির্ঘুম রাতের অপেক্ষায় সমস্ত ভয়ংকর সুন্দর কোলাহল মিশে গেল নির্বাক অন্ধকার নিশিথে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

গেম চেঞ্জার বলেছেন: ভালই লিখেছেন। শিরোনামটা কাল্পনিক দিলেও অবাস্তব মনে হচ্ছে না।

অবশ্য শিরোনামটা যুৎসই-ই হয়েছে। কল্পনায় এই অবস্থাটা চিন্তা করলে বেশ ভালই ফুটে উঠে। ব্লগে পথচলা শুভ হোক। :)

(+)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

রিয়াজ দ্বীন নূর বলেছেন: ধন্যবাদ চেঞ্জার ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.