নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

করুন সুরে আমি বলব না;বিদায়,
করব না দেখা তোমার যাবার বেলায়।
হব না নিরব,হব না অতি দুঃখে কাতর,
ভাঙবে না আমার কষ্টে বুকের পাজর।
কোথায় আছ?
কেমন আছ?
জানতে চাইব না।
পেরুবে বছর,
ফুটিবে টগর,
(তবু মনে রেখ)
কভু তুমি থাকবে না অজানা।
রাত্রি যখন সকাল হবে,
শীতল হাওয়া বইবে যবে,
বুড়ো যেদিন হয়ে যাবে আজাদ-
রইবে না চা-দোকানে,
যাবে না কেউ সেখানে,
মোরা বন্ধুত্বের করে যাব আবাদ।
হবে তুমি অনেক বড়;
মানি-গুনি মনিব কারো,
জয় করবে সমগ্র এই দেশটি,
অবাক আমি হব নাতো,
হোমড়াচোমড়া হও না যত,
(তবু আমার কাছে রইবে তুমি)
বিদ্যালয়ের প্রথম দেখা বালকটি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.