নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কথার কথা

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

কথা ছিল জলের কোলে পা ডুবাব,
কথা ছিল শ্রাবণ ধারায় গা ভেজাব,
কথা ছিল জোছনা শীতে হব ছায়া,
কথা ছিল ফাগুন বেলায় বইবে হাওয়া,
কথা ছিল আকাশ পানে গুনব তারা,
নদী তীরে বসে দিবস করব সারা,
ধুলোর রঙে রাঙবে আমার ফর্সা জামা,
জোনাকির ঐ আলোক শিখা করব জমা,
কথা ছিল কাজল বিলে বাইব নাও,
ধারটি ঘেষে চলবে ভেসে হাঁসের ছাও,
কথা ছিল পাথার ভরে উঠবে জোয়ার,
কথা ছিল ঘাসের বনে পাতব শিয়র,
কথা ছিল কচু পাতায় জমবে জল,
যা হত তা হল কি কেউ একটু বল,
কাদা মাটির শালিক পাখি উড়ছে হেথা,
জাদুর পাটি হবে কি আর নকশি কাঁথা?
আকাশ কুশুম ভাবছি আমি বসে একা,
রঙ ছাড়া ঐ রামধনু কি যাবে আঁকা?
হওয়ার ছিল অনেক কিছুই মোর জীবনে,
ফুল ফোটেনি আমার বাড়ির কুসুম বনে,
তোমরা যারা আছো আমায় আকড়ে ধরে,
পাছে চলে গেছি বলে যাবে সরে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.