নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

জমিদার

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯


পদ্মা তীরে উঠছে জেগে নতুন নতুন চর,
আশায় বুকে লাগলো আমার উথাল জোয়ার,
বলুন,কেন?
এই গ্রামের মোড়ল আমি,
রাজাই বলো যেন।
.
পথে ঘাটে যেই বা দেখুক,
সেলাম আমি পাবই;
শালিস বিচার যেথাই বা হোক,
সেথায় আমি যাবই।
.
আমি মোড়ল,আমি রাজার মতই থাকি,
গ্রামের সব লোককে আমি প্রজার মতই দেখি।
ঐ যে দেখুন অনেক দূরে তাল গাছেরই সারি,
পেছন ঘুরুন, দেখুন চেয়ে, অন্য গাঁয়ের বাড়ি।
পুরোটাই তো আমার জমি,
সোদা মাটির ভূমি।
.
জিগেস করুন এত আছে,তবু কেন চাই?
পদ্মা পাড়ের চরের দুখে ঘুমোও না তো ভাই?
জানি আমি ঐ চরটি নয় আপনার কেনা,
ঐ চরটির মালিক তো ভাই
গ্রামের জেলে "মনা"।
.
না হোক আমার,
জমি মনার,
আমি জমিদার,
কে আছে?
ধারে কাছে,
মানায় মোরে হার?
.
লাগলে আমি,বাঁধব কাঁছি,
সবার গলায় পড়বে ফাসি,
জোর ছাড়া মেলে না তো,
মানিক মনিহার;
.
এই গ্রামেরই মোড়ল আমি,
আমিই জমিদার।
.
শোন সবে নারী পুরুষ,
শোন দিয়া মন;
আমার পথে হলে বাধা,
মরবে জনে জন।
.
লেঠেল নিয়ে চলি আমি রাস্তা আঁকা বাঁকা,
গভীর রাতে লাগবে চরে রাঙা পতাকা।
.
এইতো করে এত কিছুর মালিক হয়েছি,
সামনে মোর দাঁড়ায় না কেউ,পিঁপড়ে মশা মাছি।
বিরুদ্ধ কেউ করলে আমি,
রামদায় দিই ধার;
.
এই গ্রামেরই মোড়ল আমি,
আমিই জমিদার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল লেগেছে,শুভেচ্ছা জানবেন।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৬

রিয়াজ দ্বীন নূর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.