নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ এগিয়ে চলো

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

চলেছি কাঁটা ছড়ানো, বন্ধুর পথ দিয়ে,
চলেছি মুক্ত নদীর বুকে, প্রবল স্রোত বেয়ে,
বেয়েছি উঁচু ঢিবি, পাহাড়, পর্বত শৃঙ্গ,
দেখেছি ফেনা শুভ্র আর উত্তাল সমুদ্র।

বিরুৎ লতা ধরেছে আমায় পেচিয়ে জোড়ে,
ছিড়েছি, সকল মায়া সকল বাঁধন কান্না ধরে।
প্রখর রোদে বাদলে নেয়েছি ঘামে ভিজে,
ফুটেছে কাঁটা উলঙ্গ এই পায়ের ভাজে।
চোখের দৃষ্টি গিয়েছে চলে বহু দূরে,
উষ্ণ বায়ুর তরঙ্গ গায় জোড়ে সোরে।

হোগলা পাতার ছাউনি দিয়ে গভীর বনে,
চাঁদের আলো, জোছনা ছড়ায় আমার পানে।
শংকা থাকে নিশি জাগা সখি- সখায়,
বিপদটাকে সঙ্গি করে নাকের ডগায়।

মেঘলা আকাশ চাঁদের দেহ ঢেকে দিলে,
আঁধার ঘনায় অশরীরির ডাকটি পেলে।
অন্ধকারে শেয়ালের ওই চোখ গুলোয়,
জ্বলছে আগুন যেমন জ্বলে ইট ভাটায়।

ভোরের পাখির ডাক পড়েছে ওই শোনো,
এগিয়ে চলি পেছনে ফেলে সব বুনো।
ভয়ংকর সেই গতকালের আঘাত ভুলে,
নতুন দেশের সন্ধানে আজ এগিয়ে চলে,
সামনে গিয়ে পড়েছি আজ অথৈ জলে।

গতকাল তো ভালোই ছিল এই বলে,
ভাসিয়ে ভেলা এগোই, হাওয়া লাগিয়ে পালে।
প্রবল জোয়ার, হাঙর এড়োই বৈঠা হাতে,
ভিড়েছি আজ নতুন দেশের সৈকতে।

অবশেষে যাত্রা আমার সাঙ্গ হলো,
যাত্রা পথে কী শিখিলাম এবার বলো,

এগিয়ে চলো,
এগিয়ে চলো,
এগিয়ে চলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.