নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধ নেব

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫



স্মরনে রাখিও,তোমর চাওয়া সবটুকু অশ্রু
বয়ে গেছে আমার আঁখি হতে দুইটি গন্ড বেয়ে।
ভুলিও না,আমার পরান ক্রন্দন করেছে সারা
দিবস, রজনির কালো রঙ ছেয়ে গেছে পৃথিবী।

জোৎস্নাস্নাত বিধ্বস্ত করবী হাতের মুঠোয় নিয়ে,
দলে মলে নিষ্পেষিত করেছিলাম প্রবল ক্রোধে।
ঝর্নার জলের মত রক্ত স্রোত অন্তর সিঁধের
থেকে নেমে গেছে পাহাড়ি শিরার নালি বেয়ে বেয়ে।

পৃথ্বীরাজের ঘোড়ায় সওয়ার হয়ে গেছিলাম
তোমায় একটু আলিঙ্গনের আশায় বুক বাধিয়ে।
আমার কাননের সবচেয়ে সুন্দর ফুলটিকে
রেখেছিলাম তোমার হাতে গুজে দেব বলে।

কিন্তু তুমি বিষে বিষে ভরিয়ে দিয়েছ আমার গা।
আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে আমার হৃদ।
আমায় বেকার এক অথর্ব মানব মত করে
গড়েছিলে আর ছুড়ে ফেলেছ আবর্জনার মাঝে।

কিন্তু আমি ছাড়বনা তোমায়, এক মুহুর্তেও না।
যেভাবে দাগা দিয়েছ কোমল নিষ্পাপ এ হৃদয়ে,
একইভাবে তিলে তিলে মরবে তুমি, বুঝেছ কি?
তোমার আত্মাকে পেতে তোমায় হত্যা করব আমি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

আরণ্যক রাখাল বলেছেন: ভয়ংকর প্রেমিক!
কবিতা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.