নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

আমি স্বাধীনচেতা হব না

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪



আমি স্বাধীনচেতা হব না,
যখন চৈত্রের গগনে উড়বে না কালো শকুন।
সাগরে থাকবে না একটিও হিংস্র বড় হাঙর।
হায়েনারা ছুটবে না শিকারের পিছু পিছু আর।
প্রচন্ড গরমে তৃষ্ণায় বুক ফাটবে না যেদিন।
হাড় জড়জড়ে কাপানো কাপাবে না কোন শীত।
কুয়াশায় ছেয়ে যাবে না দূরের খোলা দিগন্ত।
বৃষ্টির জলে প্লাবিত হবে না মাঠ ঘাট নদীকূল।
ভাঙনের কোপে একটিও মানুষ ঘর ছাড়বে না।
পেট ফোলা রুগ্ন শিশুটি হাত পাতবে না কভু
কারো কাছে দুমুঠো খাবারের আশায় রাস্তায়।
পুলিশের লাঠিপেটায় প্রাণ হারাবে না কোনো
নিরীহ মানুষ;আইনের মারপ্যাচে ছাড়া পাবে না
কোন ধনী নিকৃষ কালো কীট ঘুষের বদৌলতে।
সন্ত্রাসীদের ভয়ানক রুপ যখন ধরবে না
কোন পথভ্রষ্ট পেটমোটা পুলিশ আইনের নামে।
একজন রাজনৈতিকও যেদিন রাখবে না
সাথে একটিও দুষ্ট ভয়ানক বডিগার্ড কোনো।
রাজনীতির নামে যখন অসুস্থ বিকারের
আস্ফালন হবে না রাস্তায় মিছিলের বেশে।
একটি মায়ের বুকও যেদিন আকারণে হবে না
খালি।
সেদিন থেকে,
আমি স্বাধীনচেতা হব না।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: কিন্তু আমি স্বাধীনচেতা হব।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.