নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুলোপড়া চশমার কাঁচ, শার্টের কোনা দিয়ে বুলিয়ে;পৃথিবীকে দেখি রোজ, কথা বলি প্রতিদিন, কাঁদি আর হাসি মাথা দুলিয়ে।

রিয়াজ দ্বীন নূর

ভাসিয়ে দিয়েছি তরী;আকুল হয়ে দিশার খোঁজে পাথার দিয়েছি পাড়ি।

রিয়াজ দ্বীন নূর › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় জামাটি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩




যখন আমি খুব ছোট;
তখন এই লাল জামাটি
কিনে দেওয়ার জন্য বলেছিলাম।
কেঁদেছিলাম অনেক এবং
সেইবারে, আমি জয়ী হয়েছিলাম।
আমার ছোট্ট শরীরে যখন,
সেই জামাটি শোভা পেত;
আদর করে বুকে নিতে তখন।
আর বলতে,
"আমার ছেলে হবে অনেক বড়!"
হয়েছিলাম বড়, কিন্তু;
চারদিকে নেমেছিল অন্ধকার গাঢ়।

যখন জামাটি লাগতো না গায়ে,
রেখেছিলাম যত্ন করে আলমিরার ছায়ে।
তবে,অস্ত্রোপচারের সময় যখন,
ব্যাথায় দাঁতে দাঁত চেপে ছিলাম;
জামার কথা সেদিন ভুলে গেছিলাম।
যদি জানতাম, আর ফিরব না ঘরে;
হাতের মুঠোয় করে সাথে নিয়ে যেতাম।

তবে আমি বারবার এসেছি।
সবাই যখন গভীর ঘুমে নিমজ্জিত,
অন্ধকারে চুপি চুপি ঘরে ঢুকেছি।
আলমিরাটি খুলেছি নিঃশব্দে।
কিন্তু, এখন আর জামাটি
আলমিরার ড্রয়ারে শোভা পায় না।
দিনের বেলা ঘর মোছা হয় আর-
রাতের বেলা অযত্নে পড়ে থাকে
অন্ধকার রান্নাঘরের কোনে।
প্রথম যেদিন আমার প্রিয় জামাটি
মেঝেয় গড়াগড়ি খেতে দেখেছিলাম;
আমার খুব রাগ হয়েছিল।

কালের সময় ভেদে,
এত তাড়াতাড়ি ভুলে গেলে?
ডুকরে উঠেছি কেঁদে।

তারপরেও এসেছি প্রতিদিন।
হোক না ঘর মোছার ন্যাকড়া,
হোক না ময়লা পোছার কাপড়;
আমি বারবার আসব।
দেখব, ধরব, শুকব,
আমার প্রিয় জামাটি।
যখন তোমরা সবাই ঘুমোবে,
আমি জাগব।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

গেম চেঞ্জার বলেছেন: প্রথম দুই প্যারা পর্যন্ত ঠিকঠাকই লাগছিল। কিন্তু শেষ প্যারায় এসে ...... :-/

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

জ্যোস্নার ফুল বলেছেন: লাল নিল সবুজ কোন জামাই পাবনা
যখন আবার আসিব ফিরে শঙ্খচিল শালিকের বেশে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.